• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চোখ বুজে চুম্বনে মত্ত, নবনীতাকে ভুলে কোথায় মজলেন জিতু? ছবি ভাইরাল হতেই হুলুস্থূল নেটপাড়া

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) ‘পাওয়ার কাপল’দের তালিকায় গণ্য করা হতো জিতু কমল (Jeetu Kamal) এবং নবনীতা দাসকে (Nabanita Das)। অনেকের মতে, তাঁরা ছিলেন ‘আদর্শ জুটি’। তবে মাস দুয়েক আগে আচমকাই বিচ্ছেদের (Divorce) কথা ঘোষণা করে সকলকে চমকে দেন সেই জিতু-নবনীতা। গত বছরও একসঙ্গে ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চ কাঁপাতে দেখা গিয়েছিল তাঁদের। এবার তাঁরাই বিচ্ছেদের পথে হাঁটায় অনেকেই বেশ অবাক হয়ে যান।

ডিভোর্সের কথা ঘোষণা করার পর থেকেই জিতু-নবনীতার সংসার ভাঙার কারণ হিসেবে একাধিক জল্পনা-কল্পনা চলছে। এই তারকাজুটির বিচ্ছেদের কারণ হিসেবে শোনা যাচ্ছে একাধিক গুঞ্জন। এসবের মাঝেই জিতুর একটি ছবি ঝড় তুলেছে নেটপাড়ায় (Social Media)। সেই ছবিতে দেখা যাচ্ছে, চোখ বুজে চুম্বনে (Kiss) মত্ত অভিনেতা।

   

Jeetu Kamal, Jeetu Kamal kissing Amitabh Bachchan

গত কয়েক সপ্তাহ ধরে শোনা যাচ্ছে, জিতুর সঙ্গে সংসার ভাঙতে না ভাঙতেই নতুন সম্পর্কে জড়িয়েছেন নবনীতা। স্নেহাল অধিকারী নামের এক ব্যবসায়ীর সঙ্গে অভিনেত্রী প্রেম করছেন বলে খবর। সম্প্রতি গোয়ার এক হোটেলের একই ব্যালকনিতে দাঁড়িয়ে দু’জনের তোলা ছবি ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়। সেই সঙ্গেই কার্যত শিলমোহর পড়ে যায় তাঁদের সম্পর্কে।

আরও পড়ুনঃ ‘বাবার নাম দিয়ে বেশি দিন নয়, নিজেকে প্রমাণ করতে হয়’, মেয়ে কোয়েলকে নিয়ে অকপট রঞ্জিত মল্লিক

নবনীতা-স্নেহালের প্রেম নিয়ে হাজার চর্চা হলেও জিতু এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। অভিনেতা স্পষ্ট বলেন, ব্যক্তিগত জীবনের ওঠাপড়া নিয়ে তিনি কোনও কথা বলতে চান না। এবার সেই জিতুরই চুম্বনের ছবি তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা নিজেই সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

আরও পড়ুনঃ কাউকে ঠকাইনি! বিয়ের মন্ডপেই অপমানের বদলে কড়া জবাব মেঘের, টিভির আগেই প্রকাশ্যে তুলকালাম পর্ব

Jeetu Kamal, Jeetu Kamal kissing Amitabh Bachchan

‘অপরাজিত’ নায়কের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, চোখ বুজে গভীর চুম্বনে মত্ত তিনি। নবনীতার সঙ্গে বিচ্ছেদের মাঝে কাকে চুম্বন করলেন অভিনেতা? জানিয়ে রাখি, কোনও ললনাকে নয়। বরং অমিতাভ বচ্চন এবং শশী কাপুর অভিনীত আইকনিক ‘দিওয়ার’ ছবির পোস্টারে চুম্বন করেছেন জিতু। তবে অভিনেতা যে পোস্টারে চুম্বন করেছেন সেখানে অবশ্য ‘বিগ বি’ একাই রয়েছেন। টলিপাড়ার এই জনপ্রিয় অভিনেতা অমিতাভের যে কত বড় অনুরাগী তা তাঁর এই পোস্ট দেখেই স্পষ্ট।