• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাউকে ঠকাইনি! বিয়ের মন্ডপেই অপমানের বদলে কড়া জবাব মেঘের, টিভির আগেই প্রকাশ্যে তুলকালাম পর্ব

Published on:

Iccheputul serial Megh Neel conversation new twist coming soon

জি বাংলার (Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। এই  ধারাবাহিকের শুরু থেকেই দেখা যাচ্ছে নায়িকা মেঘকে (Megh) বিপদে ফেলাই তার দিদি ময়ূরীর (Mayuri) প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ছোট থেকেই ময়ূরী অসুস্থ। তাই রক্তের জন্য সে নির্ভরশীল মেঘের ওপর। কিন্তু তার জন্য সামান্য কৃতজ্ঞতা তো দূরের কথা উল্টে পদে পদে নিজের বোনকেই বিপদে ফেলার কোন সুযোগই সে হাতছাড়া করে না।

এমনকি বড় হয়ে মেঘের বর অর্থাৎ সৌরনীল (Souraneel) কেও ছিনিয়ে নিয়েছে ময়ূরী।  এখন নীল আর মেঘের ডিভোর্স হওয়াটাই শুধু সময়ের অপেক্ষা। তারপর আবার ময়ূরীর সাথে নতুন করে সাত পাকে বাঁধা পড়তে চলেছে নীল। কিন্তু নীল এখন বুঝতে পারছে নিজের জেদের বসে সে কতবড় ভুল করতে চলেছে। সিরিয়ালে  নীল পেশায় কলেজের একজন প্রফেসর। কিন্তু শিক্ষক হয়েও ঠিক ভুল যাচাই করার মতো ক্ষমতা টুকুও নেই তার।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,মেঘ,Megh,সৌরনীল,Souraneel,আসন্ন পর্ব,Upcoming Twist

আর এটাই  সবচেয়ে বেশি অবাক করেছে দর্শকদের। অন্ধের মত কোন বিচার বিবেচনা না করেই নীল শুধুমাত্র ময়ূরীর কথাতেই বিশ্বাস করে অকারণে মেঘকে  ভুল বুঝে চলেছে, আর অপমান করে চলেছে। তাই নীল ময়ূরীকে ভালো না বাসলেও শুধুমাত্র মেঘের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য সকলের সামনে ইচ্ছে করে ময়ূরীর সাথে ভালো ব্যবহার করছে আর ভালো ভালো কথা বলছে।

আরও পড়ুনঃ সত্যিই যোগ্য বউ! প্রতীক্ষা নয় শিমুলের হয়েই গলা চড়ালো শ্বাশুড়ি, টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

শুধু তাই নয় মেঘের সাথে জিষ্ণুর নাম জড়িয়ে অকারণে মেঘকে  অপমান করে চলেছে নীল। এখন ধারাবাহিকে দেখা যাচ্ছে লম্পট রূপের সাথে বিয়ে হচ্ছে নীলের বোন গিনীর। অনেক চেষ্টা করেও মেঘ সেই বিয়ে আটকাতে পারেনি। তবে শেষ মূহুর্তে রূপের সাথে গিনির  বিয়ে হবে কিনা তা নিয়েই এখন তুমুল জল্পনা।

আরও পড়ুনঃ সতীন আসছে ফুলকির সংসারে! রোহিতের স্ত্রী হয়ে এন্ট্রি নিচ্ছেন এই সুন্দরী নায়িকা

তবে আগামী পর্ব দেখা যাবে নীল মেঘকে  বাইরের কিছু কথা বলার নামে ডেকে এনে আবার অপমান করতে শুরু করবে।   তখন মেঘও  নীলের অপমানের জবাব দিয়ে কড়া ভাষায় জানিয়ে দেয় ‘একটু চোখ-কান, খোলা রাখলেই সে সমস্ত সত্যি  জানতে পারবে। এদিন নীল মেঘের কাছে জানতে চাইবে সে কি সত্যিই আর কোনোদিন গাঙ্গুলি বাড়িতে ফিরবে না?অন্যদিকে নীল মেঘের সাথে কি কথা বলছে তা দূর থেকেই লুকিয়ে শুনতে থাকে ময়ূরী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥