• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বাবার নাম দিয়ে বেশি দিন নয়, নিজেকে প্রমাণ করতে হয়’, মেয়ে কোয়েলকে নিয়ে অকপট রঞ্জিত মল্লিক

Published on:

From acting career to personal life unknown facts about Ranjit Mallick on interview

বাংলা সিনেমার (Tollywood) বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে তিনি যুক্ত রয়েছেন এই অভিনয় পেশার সাথে। একটা সময় তরুণ বয়সের রঞ্জিত মল্লিক ছিলেন অসংখ্য মহিলা অনুরাগীদের মনের মানুষ। এখনকার জেনারেশনের ভাষায় ‘ক্রাশ’। একটা সময় অভিনয় থেকে লম্বা বিরতি নিয়েছিলেন এই প্রবীণ অভিনেতা।  তারপর একেবারে ভিন্ন ধরনের সিনেমা করার ইচ্ছা নিয়েই সদ্য তিনি বড় পর্দায় ফিরছেন একেবারে নতুন সিনেমা ‘তারকার মৃত্যু’ নিয়ে।

ক্রাইম থ্রিলার এই সিনেমায় মৃত্যু রহস্য সমাধান করবেন তিনি। অভিনেতার কথায় সিনেমাটি একেবারে ভিন্ন স্বাদের সিনেমা, যা তিনি আগে কখনও পর্দার করেননি।সম্প্রতি নতুন সিনেমা থেকে ব্যক্তিগত জীবনের নানান অজানা কথা নিয়ে টলিউড ফোকাস কলকাতায় খোলামেলা আদায় বসেছিলেন অভিনেতা। সেখানেই কথায় কথায় উঠে আসে একটা সময় যখন তিনি অভিনয় জীবন থেকে স্বেচ্ছায় দূরে ছিলেন সেই সময় হঠাৎ তাঁর ইচ্ছা হয় এমন এক ধরণের চরিত্র করার যা তিনি আগে কখনও করেননি।

Ranjit Mallick, Ranjit Mallick retirement

তখন মেয়ে তথা অভিনেত্রী কোয়েল মল্লিকের (Koel Mallick) কথায় এমন ধরনের চরিত্র করার কথা প্রথম মাথায় এসেছিল রঞ্জিত মল্লিকের। তারপর তিনি তাঁর  দীর্ঘদিনের বন্ধু তথা জনপ্রিয় পরিচালক হরনাথ  চক্রবর্তীকে এই প্রস্তাব দেওয়ায় তার ছেলে বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করা শুরু করেন এবং তারপর কাজ শুরু হয় তারকার মৃত্যু সিনেমার।

আরও পড়ুনঃ মা কালীর চরিত্রে অসাধারণ অভিনয়, বারেবারে দর্শকদের মন জিতে নিয়েছেন এই ৪ অভিনেত্রী

প্রসঙ্গত কোয়েলের প্রথম অভিনয় জীবন শুরু হয়েছিল হরনাথ চক্রবর্তীর ‘নাটের গুরু’ সিনেমার হাত ধরে।কিন্তু এই সিনেমার শুটিং শুরুর আগে পরিচালককে রঞ্জিত মল্লিক বলেছিলেন দুদিন তার অভিনয় দেখতে, যদি ভালো না পারে তাহলে যেন তিনি অন্য কাউকে অভিনেত্রী হিসেবে নিয়ে নেন।  বাবা হয়ে মেয়েকে অভিনয় থেকে বাদ দিতে বলায় পরে তা নিয়ে রসিকতা করেছিলেন কোয়েল।

আরও পড়ুনঃ কাউকে ঠকাইনি! বিয়ের মন্ডপেই অপমানের বদলে কড়া জবাব মেঘের, টিভির আগেই প্রকাশ্যে তুলকালাম পর্ব

টলিউড,Tollywood,রঞ্জিত মল্লিক,Ranjit Mallick,অভিনয় জীবন,Acting Career,ব্যক্তিগত জীবন,Personal Life,কোয়েল মল্লিক,Koel Mallick,ফ্যামিলি ম্যান,Family Man

তবে সেদিন তিনি একথা বলেছিলেন তার কারণ জানিয়ে অভিনেতা বলেছেন  ‘রঞ্জিত মল্লিকের মেয়ের সিনেমা দেখার কৌতূহল থেকে হলে মানুষ প্রথম দুটো সিনেমা দেখবে। তারপর তিন নম্বর সিনেমা দেখার জন্য মানুষকে হলে আনতে হলে নিজেকে প্রমাণ করতে হবে। তাও  নিজের যোগ্যতায়।’

আর সিনেমা হিট করার পর তিনি মেয়েকেবলেছিলেন ‘একটা হিট মানেই তা কিন্তু আজীবন থেকে গেলো না!’ তবে আজ কোয়েল নিজের অভিনয় দক্ষতাতে টলিউডের প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে একজন। প্রসঙ্গত অভিনয় জীবনের শট ব্যস্ততার মধ্যেও রঞ্জিত মল্লিক বরাবরই ফ্যামিলি ম্যান। তাই পরিবারকে সময় দেওয়ার জন্য তিনি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টার বেশি কাজ করতেন না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥