• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ধারেকাছেও নেই অনুরাগের ছোঁয়া-মিঠাই! সবচেয়ে বেশিবার TRP টপার হওয়া বাংলা সিরিয়াল কোনটি জানেন?

Updated on:

Which is the Most Number of TRP Topper of Bengali Serials

Highest TRP Topper Bengali Serial of Television : স্টার জলসা (Star Jalsha) হোক বা জি বাংলা (Zee Bangla)– কোন সিরিয়াল (Bengali Serial) সেরা তা নিয়ে দর্শকদের মধ্যে তর্কবিতর্ক চলতেই থাকে। শুধু তাই নয়, বিনোদনমূলক চ্যানেলগুলির মধ্যেও চলতে থাকে হাড্ডাহাড্ডি লড়াই। সপ্তাহভর ধরে চলে বেঙ্গল টপার (Bengal Topper) হওয়ার প্রতিযোগিতা। অবশেষে প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশিত হয় রেজাল্ট থুড়ি টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point) তথা টিআরপি (TRP) তালিকা।

গত কয়েক সপ্তাহ ধরে যেমন টিআরপি তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। একসময় এই স্থানের ওপর একচ্ছত্র আধিপত্য ছিল জি বাংলার ‘মিঠাই’র। তবে শুনলে অবাক হবেন, বাংলা সিরিয়ালের ইতিহাসে সবচেয়ে বেশিবার বেঙ্গল টপার হওয়া ধারাবাহিক কিন্তু ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) কিংবা ‘মিঠাই’ (Mithai) নয়। বরং এই শিরোপা রয়েছে অন্য এক জনপ্রিয় সিরিয়ালের দখলে। চলুন তাহলে দেখে নেওয়া যাক, এখনও পর্যন্ত সবচেয়ে বেশিবার টিআরপি টপার হওয়া ৫ বাংলা ধারাবাহিক কোনগুলি।

Kusum Dola, Bengali serial which became TRP topper the most

কুসুম দোলা (Kusum Dola) : স্টার জলসার একসময়কার এই জনপ্রিয় সিরিয়ালের নাম রয়েছে পঞ্চম স্থানে। ‘কুসুম দোলা’ ধারাবাহিকটি একসময় দর্শকদের দারুণ পছন্দের ছিল। টিআরপি তালিকাতেও চলতো তার রাজত্ব। ঋষি কৌশিক, অপরাজিতা ঘোষ দাস এবং মধুমিতা সরকার অভিনীত এই সিরিয়াল মোট ৩২বার বেঙ্গল টপার হয়েছিল।

আরও পড়ুনঃ নায়িকা থেকে পার্শ্বচরিত্রে! প্রতিভা থাকলেও বোনের চরিত্রে অভিনয় করছেন এই ৫ অভিনেত্রী

Krishnakoli serial Shyama, Bengali serial heroine colour complexion

কৃষ্ণকলি (Krishnakoli) : চতুর্থ স্থানে রয়েছে নীল ভট্টাচার্য এবং তিয়াশা লেপচা অভিনীত ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের নাম। জি বাংলার এই সিরিয়াল একসময় দর্শকমন এবং টিআরপি তালিকা দু’জায়গাতেই রাজত্ব করতো। মোট ৩৩বার বঙ্গ সেরা হয়েছিল এই ধারাবাহিক।

আরও পড়ুনঃ কালো রঙ নিয়েই কাঁপাচ্ছেন টেলি দুনিয়া! ‘গল্পটাই আসল’, সাক্ষাৎকারে স্পষ্ট বক্তব্য তিন নায়িকার

Anurager Chhowa 400 episode celebration

অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) : তৃতীয় স্থানেই রয়েছে বর্তমান বেঙ্গল টপার ‘অনুরাগের ছোঁয়া’র নাম। সূর্য-দীপার সিরিয়াল এখনও পর্যন্ত মোট ৩৬বার টিআরপি তালিকায় প্রথম হয়েছে। তবে আগামী দিনে এই সংখ্যাটা যে আরও বাড়বে তা নিয়ে কোনও সংশয় নেই দর্শকদের।

Mithai, Bengali serial which became TRP topper the most

মিঠাই (Mithai) : টানা আড়াই বছর দর্শকমনে রাজত্ব করার পর চলতি বছর ‘মিঠাই’ র পথচলা শেষ হয়েছে। দর্শকরা এখনও ‘সিধাই’ জুটিকে ভীষণ মিস করেন। জি বাংলার এই জনপ্রিয় সিরিয়াল ৫৬বার বেঙ্গল টপারের আসন দখল করেছিল।

Maa Serial Actress Mahua Halder comeback in bengali Serial

মা (Maa) : স্টার জলসার পর্দায় সম্প্রচারিত আইকনিক এক সিরিয়াল হল ‘মা’। একটা সময় ছিল যখন ঘড়ির কাঁটা ৮টা ছুঁলেই টিভি খুলে সবাই ঝিলিকের সিরিয়াল দেখতে বসে পড়তো। আজ ‘মা’ শেষ হওয়ার এত বছর পরেও ধারাবাহিকটি নিয়ে দর্শকদের মধ্যে ক্রেজ দেখার মতো। বাংলা সিরিয়ালের ইতিহাসে সবচেয়ে বেশিবার টিআরপি টপার হওয়ার রেকর্ডও রয়েছে ‘মা’র দখলেই। স্টার জলসার এই সিরিয়াল মোট ৭২বার বেঙ্গল টপার হয়েছিল।

উপরিউক্ত পাঁচ সিরিয়াল ছাড়াও আরও অনেক আইকনিক বাংলা সিরিয়াল রয়েছে যেগুলি একাধিকবার বঙ্গ সেরা হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে, ‘কে আপন কে পর’ (২৯বার), ‘বোঝেনা সে বোঝেনা’ (২৭বার), ‘করুণাময়ী রানী রাসমণি’ (২৬বার), ‘কিরণমালা’ (২৩বার) এবং ‘বউ কথা কও’ (২২বার) ধারাবাহিকের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥