• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কালো রঙ নিয়েই কাঁপাচ্ছেন টেলি দুনিয়া! ‘গল্পটাই আসল’, সাক্ষাৎকারে স্পষ্ট বক্তব্য তিন নায়িকার

Tele Actress Open up about Dark Skinned Characters : সিনেমা হোক বা সিরিয়াল (Bengali Serial), নায়িকা মানেই তাঁকে হতে হবে টুকটুকে ফর্সা। কালো মেয়ে (Dark Skined Girl) কিছুতেই চলবে না! বিনোদন ইন্ডাস্ট্রিতে বছরের পর বছর ধরে এই পরম্পরা চলে আসছে। বাংলা টেলি দুনিয়াতেও এত বছর এই নিয়মই চলছিল। তবে এবার আস্তে আস্তে বদল আসতে শুরু করেছে। নায়িকার (Actress) গায়ের রঙ কালো হলেও, সিরিয়াল যে রমরমিয়ে চলে টিআরপি (TRP) আনতে পারে তা ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে।

এই মুহূর্তে ধারাবাহিকগুলির অবস্থান একটু খুঁটিয়ে পর্যবেক্ষণ করলে দেখা যাবে, শ্যামবর্ণ নায়িকাদের গল্প বেশি রেটিং পাচ্ছে। সেই তুলনায় কিন্তু পিছিয়ে পড়ছে তথাকথিত সুন্দরী নায়িকাদের সিরিয়াল। এই মুহূর্তে বেঙ্গল টপার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) নায়িকা দীপার গায়ের রঙ যেমন শ্যামলা। সেই চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। বাস্তবে নায়িকার গায়ের রঙ ফর্সা হলেও, চরিত্রের খাতিরে মেক আপের মাধ্যমে তাঁকে কালো দেখানো হচ্ছে।

   

Anurager Chhowa Deepa, Bengali serial heroine colour complexion

অনেকেই জানেন না, দীপা (Deepa) চরিত্রে অভিনয় শুরুর আগে স্বস্তিকাকে শুনতে হয়েছে কালো মেয়ের চরিত্রে অভিনয় করলে তিনি পরিচয় পাবেন না। কিন্তু আজ তাঁকে গোটা বাংলা চেনে। অভিনেত্রীর কথায়, সময় বদলাচ্ছে। অপরদিকে জি বাংলার ‘রাঙা বউ’ (Ranga Bou) ধারাবাহিকটিরও টিআরপি তালিকায় নাম রয়েছে। সেই সিরিয়ালের নায়িকা পাখির (Pakhi) চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। বাস্তবে অভিনেত্রীর গায়ের রঙ শ্যামবর্ণ। আর তেমন চরিত্রেই তিনি অভিনয়ের সুযোগ পেয়েছেন।

আরও পড়ুনঃ মায়েরা সব পারে! বোমা হাতে সন্ত্রাসবাদীদের উচিত শিক্ষা দিল দীপা, প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা

Ranga Bou serial Pakhi, Bengali serial heroine colour complexion

শ্রুতি এই প্রসঙ্গে বলেন, ‘আমি ভীষণ গর্বিত। আমি যেমন তেমন চরিত্রেই অভিনয় করছি। আমার গায়ের রঙ শ্যামলা, সেটাকে ফুটিয়ে তোলার জন্য মেক আপ করতে হয় না। আমি জানতামই না, আমার মতো মেয়েও এমন কাজের সুযোগ পাবে। ইন্ডাস্ট্রির কাছে আমি কৃতজ্ঞ। আসলে গল্প ভালোলাগলে দর্শক ধারাবাহিক দেখেন, তা সে নায়িকা কালো হোক বা ফর্সা’।

আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকার অপমান! নেটপাড়ায় কটাক্ষের শিকার পর্দার ‘মিশকা’ অহনা

Krishnakoli serial Shyama, Bengali serial heroine colour complexion

শ্যামলা বর্ণের টেলি নায়িকাদের প্রসঙ্গ উঠলে যে নামটা না নিলেই নয়, সেটা হল অভিনেত্রী তিয়াশা লেপচার (Tiyasha Lepcha)। ‘কৃষ্ণকলি’ (Krishnakoli) ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। অভিনেত্রী কিন্তু বাস্তব জীবনে বেশ ফর্সা, তবে চরিত্রের খাতিরে মেক আপ করে তাঁকে কালো দেখানো হয়েছিল। তিয়াশা এই প্রসঙ্গে বলেন, ‘বাংলার দর্শক কালো-ফর্সার ফারাক করেন না। সেটা ‘অনুরাগের ছোঁয়া’ বা ‘কৃষ্ণকলি’ দেখেই বোঝা যাচ্ছে। ‘কৃষ্ণকলি’তে আমার গায়ের রঙ কালো ছিল, এখনও আমায় অনেকে বলেন ওটাই বেশি মিষ্টি ছিল’।