• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নায়িকা থেকে পার্শ্বচরিত্রে! প্রতিভা থাকলেও বোনের চরিত্রে অভিনয় করছেন এই ৫ অভিনেত্রী

Bengali Serial Side Characters : বাংলা সিরিয়ালে (Bengali Serial) এমন অনেক অভিনেত্রী (Actress) রয়েছেন যাদের কেরিয়ার শুরু হয়েছিল নায়িকা (Heroine) হিসেবে। তবে এখন পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন। রূপ-প্রতিভা কোনও কিছুর খামতি নেই, তবুও নায়ক-নায়িকার বোন হিসেবে দেখা যাচ্ছে তাঁদের। নায়িকা থেকে সোজা পার্শ্বচরিত্রে (Side Role) অভিনয় করা এমনই ৫ টেলি অভিনেত্রীর নাম তুলে ধরা হল আজকের বিশেষ প্রতিবেদনে।

শ্রীমা ভট্টাচার্য (Shreema Bhattacharjee)- বাংলা টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী শ্রীমাকে প্রায় সকলেই চেনেন। এই মুহূর্তে স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকে নায়িকা খড়ির দিদি দ্যুতির চরিত্রে অভিনয় করছেন তিনি। অথচ একসময় এই শ্রীমাই নায়িকার চরিত্রে অভিনয় করতেন। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘জামাই রাজা’র নায়িকা ছিলেন তিনি।

   

Shreema Bhattacharjee, Jamai Raja Bengali serial

দিয়া মুখোপাধ্যায় (Diya Mukherjee)- ‘মিঠাই’ ধারাবাহিকে নায়ক সিদ্ধার্থের বোন শ্রীতমার চরিত্রে অভিনয় করেছিলেন দিয়া। তাঁর চরিত্রটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তাও লাভ করেছিল। এখন পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও দিয়ার কেরিয়ার শুরু হয়েছিল নায়িকা হিসেবেই।

আরও পড়ুনঃ হাজার বিতর্কের পরেও বলবো তুমি শুধু….! কাঞ্চনের উদ্দেশ্যে খোলা চিঠি শ্রীময়ীর

Diya Mukherjee, Seemarekha Bengali serial

প্রাপ্তি চ্যাটার্জি (Prapti Chatterjee)- বেঙ্গল টপার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’য় নায়ক সূর্যর দিদির চরিত্রে অভিনয় করছেন প্রাপ্তি। তবে এটি কিন্তু তাঁর প্রথম সিরিয়াল নয়। এর আগ জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘এই ছেলেটা ভেলভেলেটা’য় অভিনয় করেছিলেন প্রাপ্তি। সেই ধারাবাহিকে নায়িকা হিসেবে দেখা গিয়েছিল তাঁকে।

আরও পড়ুনঃ কালো রঙ নিয়েই কাঁপাচ্ছেন টেলি দুনিয়া! ‘গল্পটাই আসল’, সাক্ষাৎকারে স্পষ্ট বক্তব্য তিন নায়িকার

Prapti Chatterjee, Ei Cheleta Bhelbheleta

সঞ্চারী দাস (Sanchari Das)- জনপ্রিয় এই টেলি অভিনেত্রীকে এখন আর পর্দায় দেখা যায় না। শোনা যায়, অভিনয় ছেড়ে শিক্ষকতার পেশা বেছে নিয়েছেন তিনি। তবে একটা সময় সঞ্চারী বাংলা টেলি দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ ছিলেন। সান বাংলার ‘সর্বমঙ্গলা’ সিরিয়ালে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তাঁকে শেষ দেখা গিয়েছিল জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘জগদ্ধাত্রী’তে বোন মেহেন্দির চরিত্রে অভিনয় করতে।

Sanchari Das, Sarbamangala Bengali serial

সৌমি চ্যাটার্জি (Soume Chatterjee)- বাংলার সিরিয়ালপ্রেমী মানুষদের কাছে সৌমি অত্যন্ত পরিচিত মুখ। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। লিপ নেওয়ার পর সিরিয়ালের নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

Soume Chatterjee, Meyebela Bengali serial

নায়িকা হিসেবে কেরিয়ার শুরু করলেও এখন অবশ্য সৌমিকে সাইড রোলেই দেখা যায়। জি বাংলার ‘উড়ন তুবড়ি’, স্টার জলসার ‘মেয়েবেলা’ ধারাবাহিকে তাঁকে দেখেছেন দর্শকরা।