• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দারুণ সুখবর, দর্শকদের জন্য কামব্যাক করছে ‘উচ্ছে বাবু’! নিজেই সুখবর দিলেন আদৃত

Published on:

আদৃত রায়,মিঠাই সিরিয়াল,বাংলা সিরিয়াল,উচ্ছে বাবু,Adrit Roy,Adrit Roy band,Adrit Comeback,Ranaghat Friends Club,Adrit Roy Live Show,Adrit Upcoming Movie,Pagol Premi

বাঙালি দর্শকদের বিনোদনের জন্য জি বাংলা (Zee Bangla) থেকে ষ্টার জলসার পর্দায় একাধিক সিরিয়াল সম্প্রচারিত হয়। তবে কিছু ধারাবাহিক মনে গেঁথে যায়। এমনই একটি মেগা হল ‘মিঠাই’ (Mithai)। গল্পে মিঠাই আর উচ্ছে বাবুর জুটি আজও সকলের প্রিয়। অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু ও আদৃত রায়কে (Adrit Roy) পর্দায় দেখার জন্য রীতিমত অপেক্ষায় রয়েছেন সকলে।

তীব্র কূটকচালি ছাড়া দুবছরেরও বেশি সময় ধরে একভাবে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল মিঠাই। এমনকি টার্গেট রেটিং পয়েন্টের তালিকায় তার প্রমাণ ছিল। সিরিয়ালের ক্যারেক্টার এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে আজও সবাই আদৃতকে ‘উচ্ছে বাবু’ বললেই চিনতে পেরে যায়। মিঠাইয়ের পরেও একাধিক নতুন ধারাবাহিক শুরু হয়েছে তবে আজও বাংলার ক্রাশ রয়েই গিয়েছেন আদৃত রায়।

Mithai Serial Adrit Roy Nababarsha Photos goes viral

মিঠাই শেষ হওয়ার পর আর কোনো ধারাবাহিকে দেখা মেলেনি আদৃতের। তাই কবে কামব্যাক করছেন অভিনেতা। এবার সুখবর মিলল, নতুন মেগা নয় তবে দর্শকদের মাঝেই দেখা যাবে আদৃতকে। ছোটপর্দার পর বড়পর্দায় কামব্যাক করছে ‘উচ্ছে বাবু’। জানা যাচ্ছে আদৃতের আসন্ন ছবির নাম ‘পাগল প্রেমী।’

আরও পড়ুনঃ খেতে দেয়নি, বরের সামনেই ধাক্কা মারছে রঞ্জা! অপমানে বাড়ি ছাড়ল হাবলি পুতুল, ফাঁস তুলকালাম পর্ব

নতুন ফিল্ম আসার খবর শুনেই উচ্ছসিত আদৃতভক্তরা। তবে এরই সাথে উঠছে প্রশ্ন, কে হবেন আদৃতের নায়িকা? জানা যাচ্ছে SVF এর প্রযোজনায় বিনোদনের ভরা আসন্ন এই কমার্শিয়াল ছবিতে নায়িকা হিসাবে দেখা যাবে মুনমুনকে। তবে খুশির খবর এখানেই শেষ নয়, রয়েছে আরো চমক।

Adrit Roy, Adrit Roy new Tollywood movie

আপনি কি বাস্তবে আদৃত রায়ের সাথে দেখা করতে চান? তাহলে এবার সেই সুযোগও পেতে পারেন আপনি। কোথায় কিভাবে? উত্তর হল আসন্ন বসন্ত উৎসবে রাণাঘাট ফ্রেন্ডস ক্লাব গ্রাউন্ডে আয়োজিত হয়েছে বসন্ত উৎসবের। ২৫শে মার্চ সেখানেই আসছেন আদৃত ও তাঁর ব্যান্ড পোস্টের বয়েজ। ইতিমধ্যেই সেই অনুষ্ঠানের পোস্টার সোশ্যাল মেডীতে ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ সরকারি কর্মীদের হেনস্থা, গালাগালির অভিযোগ! আবারও বিতর্কে রূপঙ্কর, ফাঁস হতেই ভাইরাল হল ভিডিও

Adrit Roy coming in Basanta Utsab at Ranaghat 25th March

তাই আপনিও যদি আদৃত ভক্ত হন, আর একবার সামনাসামনি দেখা করতে চান তাহলেই এই কনসার্ট একদমই মিস করা যাবে না। প্রসঙ্গত, ‘পাগল প্রেমী’ ছবিটি আদৃতের প্রথম টলিউড ছবি নয়, এর আগেও ‘নূর জাহান’ ছবিতে দেখা মিলেছিল তাঁর। এবার আগামী ছবি কেমন সাড়া ফেলে দর্শকদের মাঝে সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥