• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খেতে দেয়নি, বরের সামনেই ধাক্কা মারছে রঞ্জা! অপমানে বাড়ি ছাড়ল হাবলি পুতুল, ফাঁস তুলকালাম পর্ব

আগে বলেন নতুন চমক এনে চলেছে জি বাংলা (Zee Bangla) এর ‘কার কাছে তুমি মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিক। একদিকে ডিভোর্স দেওয়ার পরেও অ্যাক্সিডেন্ট হতেই আবারও শ্বশুর বাড়ি আসতে শুরু করেছে শিমুল (Shimul)। অন্যদিকে স্যারকে বিয়ে করে তার বাড়ি গিয়ে বৌদির থেকে লাঞ্ছনার শিকার পুতুল (Putul)। বাড়িতে যতটা যত্ন পেত স্বামীর ঘরে গিয়ে ঠিক ততটাই অবহেলার শিকার সে। এমনকি খাবার পর্যন্ত জুটছে না পুতুলের।

তীর্থঙ্কর আসতেই তাকে সব কথা জানায় পুতুল। বিয়ের পরের দিন ভাত কাপড় দেওয়ার অনুষ্ঠানের আগেই বউয়ের থেকে এমন কথা শুনে বৌদিকে ছেড়ে কথা বলেনি সে। পুতুল অসুস্থ জেনেও কেন। এমন করছে জানতে চায় তীর্থঙ্কর। কিন্তু এই প্রশ্নের কোনো জবাব দেয়নি সে। এরপর সকলকে প্রমাণ করার সময়েও পুতুলকে ঠেলে সরিয়ে দিলে দেয়। এটা দেখেই জর রেগে যায় তীর্থঙ্কর।

   

Kar Kache Koi Moner Kotha,Zee Bangla,Bengali Serial,Putul,Shimul,কার কাছে কই মনের কথা,জি বাংলা,শিমুল,পুতুল,বাংলা সিরিয়াল

বৌদিকে তীর্থঙ্কর স্পষ্ট জানিয়ে দেয় এটা মোটেই ভালো কাজ করোনি। আরেকটু হলেই পড়ে গিয়ে মাথা ফেটে যেতে পারত তখন কি হতো? তখন রমজান স্পষ্ট জানিয়ে দেয় পুতুলকে সে একেবারেই পছন্দ করে না। জায়ের মুখে এমন কথা শুনে পুতুল বলে সে আজই বাড়ি চলে যাবে। তখন তীর্থঙ্কর তাকে বোঝায় যে আজ তো তাদের বৌভাত তাই বাড়ি যাওয়া যাবে না।

আরও পড়ুনঃ নাড়ীর টানের কাছে হার মানল হিংসা, একসূত্রে বাধা পড়ল নীল-মেঘ-ময়ূরী! অন্তিম টুইস্টে মন ছুঁল ‘ইচ্ছে পুতুল’

এমনকি সবার সামনেই তীর্থঙ্কর জনিয়ে দেয় যে এভাবেই যদি চলতে থাকে তাহলে তাকে পুতুলকে নিয়ে আলাদা থাকতে হবে। নাহলে বাড়ি যেহেতু বাবা মায়ের তাই আলাদা করে থাকতে শুরু করতে হবে। দেওরের মুখে এই কথা শুনে চোখ ছলছল করে ওঠে রঞ্জার।

Kar Kache Koi Moner Kotha Shivratri Special Episode

এদিকে সুচরিতা ও শাশুড়ি মধুবালাকে নিয়ে পাড়ায় শিবরাত্রির পুজো দিতে হাজির হয়, কিন্তু সেখানেও নতুন বিপত্তি। বিপাশা ও শির্যা পরে এসে লাইনে ঢুকতে গেলেই শুরু হয় ঝগড়া। এমনকি বিয়ে ভেঙে যাওয়া নিয়েও খোঁটা দিতে ছাড়েনি পাড়ার বউয়েরা। অবশ্য শিমুলও ছেড়ে কথা বলেনি। কিন্তু এরপরই জানা যায় আসল বিপদের কথা।

আরও পড়ুনঃ পোয়াতি হতেই পর্ণার যত্নে ব্যতিব্যস্ত বাবুউউ’র মা! ফাঁস ‘নিম ফুলের মধু’র চোখ জোড়ানো পর্ব

Putul left Tirthankar's house

বাড়িতে কাউকে না বলে বেরিয়ে গিয়েছে পুতুল। সে ঠিক করেছে নিজেই কোনোমতে বাড়ি ফিরে যাবে। তাই সকালে নিজেই রাস্তায় বেরিয়ে পড়ে। রাস্তায় লোকের থেকে টাকা চেয়ে অপমানিত হয়। পরে টোটোয় বসে বাড়ির টিকে রওনা দেয়। এদিকে সবটা বুঝতে পেরে বৌদিকে সবার সামনে কথা শুনিয়ে সাইকেল নিয়েই পুতুলকে খুঁজতে বেরিয়ে পরে তীর্থঙ্কর।