• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘অনেক চেষ্টা করেছিলাম…’! সম্বন্ধ এলেও কেন বিয়ে হয়নি সাবিত্রী-পরাণের? এতদিনে ফাঁস অজানা কাহিনী

Published on:

Sabitri Chatterjee opens up about Marriage Proposal of Paran Bandopadhyay in Dadagiri

সৌরভ গাঙ্গুলীর শোয়ে ‘দাদাগিরি’ (Dadagiri 10) করতে আসছে দীপক প্রধান। তবে একা নয়, সঙ্গে আসছে ‘প্রধান’ ছবির সম্পূর্ণ টিম। সৌমিতৃষা কুণ্ডু, সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) থেকে শুরু করে পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandyopadhyay), মমতা শঙ্কর, সোহম চক্রবর্তী, সবাইকে নিয়ে ‘দাদা’র শোয়ে খেলতে আসছেন দেব। সেখানেই সৌরভ এবং পরাণের সঙ্গে রসিকতায় মেতে উঠতে দেখা যায় বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রীকে।

সম্প্রতি জি বাংলার (Zee Bangla) তরফ থেকে ‘দাদাগিরি’র (Dadagiri) আসন্ন পর্বের প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সাবিত্রী চট্টোপাধ্যায়ের কথা শুনে হেসে গড়াগড়ি খাওয়ার জোগাড় হয়েছে সকলের। বর্ষীয়ান অভিনেত্রী এদিন বলেন, ‘যখনই একটু কাউকে ভালোলেগেছে, তখনই তিনদিনের মাথায় শুনতে পেয়েছি তাঁর বউ আছে’।

Sabitri Chatterjee in Dadagiri 10

সাবিত্রীর কথা শুনে হেসে ওঠেন দেব (Dev), সৌরভরা। বাদ যাননি বর্ষীয়ান অভিনেতা পরাণও। তা দেখে ‘দাদা’ বলেন, ‘পরাণদার হাসি দেখো’। সেকথা শুনে সাবিত্রী ফাঁস করেন, একসময় তাঁর জন্য পরাণ বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধ এসেছিল।

আরও পড়ুনঃ রেলের চাকরি ছেড়ে অভিনয়, মেনে নেয়নি পরিবার! খরাজ মুখার্জির জীবনকাহিনীই যেন আস্ত সিনেমা

বর্ষীয়ান অভিনেত্রীর কথায়, ‘আমার সঙ্গে ওঁর সম্বন্ধ এসেছিল। অনেক চেষ্টা করেছিলাম। তবে বিয়েটা আর করা হল না’। সাবিত্রী এই অজানা কথা ফাঁস করতেই অবাক হয়ে যান দেব। পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেখতে থাকেন অভিনেতা। হাসি চাপতে পারেননি সোহম, মমতা শঙ্করও। অন্যদিকে সঞ্চালক সৌরভের (Sourav Ganguly) তখন হাসতে হাসতে গড়িয়ে পড়ার জোগাড়।

Paran Bandyopadhyay and Sabitri Chatterjee

প্রসঙ্গত, ‘প্রধান’র হাত ধরে টলিউডে ডেবিউ করতে চলেছেন ‘মিঠাই’ অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। ছবিতে দীপক প্রধানের (দেব) স্ত্রী রুমির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে ছবির প্রোমো। আনকোরা এই জুটির রসায়ন বেশ ভালোলেগেছে দর্শকদের। বড়দিনের আবহে আগামী ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে রিলিজ করবে ‘প্রধান’।

আরও পড়ুনঃ টলিউড কাঁপানোর জন্য তৈরি! টোটা রায় চৌধুরীর সুন্দরী মেয়েকে দেখলে সরবে না চোখ, রইল ছবিগ্যালারি


অপরদিকে যদি ‘দাদাগিরি’র নিরিখে বলা হয়, প্রত্যেক শনি এবং রবিবার টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হয় সৌরভের শো। প্রায় প্রত্যেক সপ্তাহেই সাধারণ মানুষের পাশাপাশি কোনও না কোনও সিরিয়াল অথবা সিনেমার তারকারা খেলতে আসেন এখানে। আগামী শনিবার টিম ‘প্রধান’র দাদাগিরি দেখতে পাবেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥