• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কোথায় হারিয়ে গেল ‘রাগে অনুরাগে’র কড়িকোমল? ছোটপর্দা থেকে দূরে এভাবে দিন কাটাচ্ছেন অভিনেত্রী

Published on:

Where is Raage Anuraage serial Kori Komol AKA Tumpa Ghosh

বাংলা টেলি দুনিয়ায় এমন অনেক নায়িকা (Bengali Serial Actress) আছেন যারা একটি কিংবা দু’টি ধারাবাহিকে অভিনয়ের পর ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গিয়েছেন। প্রবল জনপ্রিয়তা সত্ত্বেও ছোটপর্দা থেকে দূরত্ব তৈরি করেছেন তাঁরা। এমনই একজন অভিনেত্রী হলেন টুম্পা ঘোষ (Tumpa Ghosh)। আজও যাকে ‘রাগে অনুরাগে’ (Raage Anuraage) ধারাবাহিকের ‘কড়ি কোমল’ (Kori Komol) হিসেবে মনে রেখেছেন দর্শকরা। একটা সময় চুটিয়ে ছোটপর্দায় কাজ করার পর আচমকাই অভিনয় জগত থেকে গায়েব হয়ে যান তিনি।

‘রাগে অনুরাগে’র পাশাপাশি আরও বহু জনপ্রিয় ধারাবাহিকে টুম্পাকে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। সেই তালিকায় নাম রয়েছে ‘রাঙিয়ে দিয়ে যাও’, ‘বিধির বিধান’, ‘অগ্নিজল’র মতো সিরিয়ালের। স্টার জলসা এবং জি বাংলার একাধিক ধারাবাহিকে টুম্পাকে নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। তুখোড় অভিনয়ের সুবাদে সিরিয়ালপ্রেমী মানুষদের মনে স্থানও করে নিয়েছিলেন তিনি। কিন্তু এরপর আচমকাই যেন অভিনয় জগত থেকে হারিয়ে যান অভিনেত্রী।

Tumpa Ghosh, Raage Anuraage Kori o Komol

আসলে ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী একজন দক্ষ নৃত্যশিল্পীও। অভিনয় থেকে বিরতি নিয়েই নাচেই মন দিয়েছিলেন টুম্পা। সম্প্রতি এক সংবাদমাধ্যমের কাছে এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, তিনি প্রচণ্ড বেশি পরিমাণে ঘরকুনো। বাড়িতে সবার সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসেন।

আরও পড়ুনঃ জ্যাস-দীপা সাবধান! মা-মেয়ের গল্প নিয়ে ফিরছেন অপরাজিতা আঢ্য, প্রোমো আসতেই তোলপাড় নেটপাড়া

Tumpa Ghosh, Raage Anuraage Kori o Komol

আরও পড়ুনঃ যেমন গুণী তেমনি সুন্দরী! টলিউড কাঁপানোর জন্য তৈরির অষ্টাদশী যীশু সেনগুপ্তর মেয়ে, রইল ছবি

অভিনয় এবং নাচ ছাড়া ছবি আঁকতে এবং বই পড়তে ভীষণ ভালোবাসেন টুম্পা। পাশাপাশি তিনি ভীষণভাবে ঈশ্বর বিশ্বাসীও। ভগবানের সঙ্গে কথা না বলে তিনি থাকতে পারেন না। ‘রাগে অনুরাগে’ নায়িকা জানিয়েছেন, তিনি ঘণ্টার পর ঘণ্টা ঈশ্বরের সঙ্গে কথা বলেন। মনের মধ্যে থাকা যাবতীয় কথা তিনি ভগবানের কাছে উজাড় করে দেন। আর এভাবেই তিনি পজিটিভ এনার্জি পান।

Honey Bafna and Tumpa Ghosh, Honey Bafna Shyama serial, Shyama serial promo

গত বেশ কিছুটা সময় পর্দা থেকে দূরে থাকার পর সম্প্রতি নতুনভাবে দর্শকদের সামনে হাজির হয়েছেন টুম্পা। একটি ভক্তিমূলক ধারাবাহিকের নায়িকা হিসেবে দেখা যাচ্ছে তাঁকে। ঈশ্বরবিশ্বাসী টুম্পা এই সিরিয়ালের অফার ফেরাতে পারেননি। এই মুহূর্তে সান বাংলার ‘শ্যামা’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। টুম্পা ছাড়াও এই সিরিয়ালে অভিনয় করছেন হানি বাফনা এবং মধুবনী গোস্বামীর মতো তারকারা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥