• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জ্যাস-দীপা সাবধান! মা-মেয়ের গল্প নিয়ে ফিরছেন অপরাজিতা আঢ্য, প্রোমো আসতেই তোলপাড় নেটপাড়া

Updated on:

Aparajita Addy comeback with Star Jalsha New Serial Jol Thoi Thoi Valobasa

Jol Thoi Thoi Valobasa : ‘আমাকে নিতে বড় বাজেট লাগে’! বাংলা সিরিয়ালে (Bengali Serial) কামব্যাক (Comeback) করার প্রসঙ্গে এমনই বিস্ফোরক মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছিলেন ছোট পর্দার লক্ষ্মী কাকিমা অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Audy)। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলো অভিনেত্রীর নতুন সিরিয়ালের (New Serial) প্রোমো।

প্রত্যাশা মতো প্রথম প্রোমোতেই একেবারে ছক্কা হাঁকিয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। নিঃসন্দেহে এই ধারাবাহিকে তিনিই মূল ইউসপি হতে চলেছেন। এই ধারাবাহিকের মধ্যে দিয়েই তিনি বলতে চলেছেন মা মেয়ের জমিয়ে বাঁচার গল্প।  সিরিয়ালের নাম ‘জল থইথই ভালোবাসা’ (Jol Thoithoi Valobasa)। প্রথম প্রোমোতেই জানিয়ে দেওয়া হল এই ধারাবাহিক সম্প্রচারের সময় এবং তারিখ।

Aparajita Adhya, Aparajita Adhya entering Horogouri Pice Hotel

জানা যাচ্ছে চলতি মাসের প্রায় শেষের দিকে অর্থাৎ ২৫সেপ্টেম্বর থেকে প্রত্যেক সোম থেকে রবি রাত নটার সময় স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে এই মেগা সিরিয়াল। প্রোমোতে  মা মেয়ের দেখা মিলল রান্নাঘরে। ধারাবাহিকে অপরাজিতা আঢ্যের  নাম হয়েছে কোজাগরি বসু। আর তার মেয়ে তোতা চরিত্রে অভিনয় করছেন অনুশা বিশ্বনাথন।

আরও পড়ুনঃ যেমন গুণী তেমনি সুন্দরী! টলিউড কাঁপানোর জন্য তৈরির অষ্টাদশী যীশু সেনগুপ্তর মেয়ে, রইল ছবি

শুরুতে পর্দার কোজাগরী বসুকে রান্নঘরে কাজ করতে করতেই  আপন মনে গুনগুন করতে শোনা গেল ‘মম চিত্তে’ গান।  তারপরেই এন্ট্রি হয় মেয়ে তোতার। এখনকার দিনের মেয়ে তোতা মোবাইল হাতে লাইভ করতে করতেই দর্শকদের সাথে সাথে মায়ের পরিচয় করিয়ে দিয়ে বলে ওঠে  ‘হাই আমি তোতা। ওই যে পিছনে যিনি আছেন উনি এই বাড়ির হোম মিনিস্টার। নাচ,গান, আবৃত্তি সবেতেই আমার মায়ের জুড়ি মেলা ভার।’

আরও পড়ুনঃ মেঘ-ময়ূরীর থেকেও বেশি সুন্দরী! পর্দার নীলের বাস্তবের স্ত্রীকে চেনেন?

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,জল থইথই ভালোবাসা,Jol Thoithoi Valobasa,অপরাজিতা আঢ্য,নতুন সিরিয়াল,New Serial,প্রকাশ্যে প্রোমো,Promo Out,Aparajita Auddy,Bengali Mega

মেয়ের কথা শুনে পিছন দিয়ে পর্দার কোজাগরী বসু বলে ওঠেন ‘সব মায়েরই জুড়ি মেলা ভার’। হেসে খেলে নেচে গেয়েই জীবন কাটাতে ভালোবাসেন তিনি। নতুন এই ধারাবাহিকের প্রোমো শেয়ার করে চ্যানেল কর্তৃপক্ষের তরফে লেখা হয়েছে ‘জমিয়ে বাঁচার গল্প নিয়ে আসছে জল থই থই ভালোবাসা। ২৫ সেপ্টেম্বর থেকে সোম-রবি 9:00PM শুধুমাত্র স্টার জলসা-এ’।

প্রসঙ্গত পুণ্যিপুকুরের পর লীনা গাঙ্গুলির এই সিরিয়ালে আরও একবার একসাথে স্ক্রিন শেয়ার করতে চলেছেন জনপ্রিয় অভিনেতা চন্দন সেন। তাঁকে লীনা গাঙ্গুলির ম্যাজিক মোমেন্টস প্রোডাকশনের ‘লাকি চার্ম’ বলা হয়। এই ধারাবাহিকের হাত ধরেই প্রতিপক্ষ চ্যানেল জি বাংলার নতুন সিরিয়াল ‘মিলি’র সাথে মুখোমুখি লড়াইয়ে নামছে স্টার জলসা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥