• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের পর্দায় সবথেকে বেশিবার ধর্ষিত হয়েছেন, দেখুন তো এই অভিনেত্রীকে চেনেন কি না?

Updated on:

Where is popular old Bollywood actress Nazima known as Bollywood’s sister

Where Is Popular Old Bollywood Actress Nazima Now : ষাট-সত্তরের দশকে বলিউডের বহু ছবিতে অভিনেত্রীদের (Bollywood Actress) নির্যাতনের দৃশ্য দেখেছেন দর্শকরা। প্রচুর বাণিজ্যিক সিনেমায় নায়িকাকে ধর্ষণের চেষ্টা অথবা নায়ক-নায়িকার বোনকে ধর্ষণের চেষ্টা কিংবা ধর্ষণ করার দৃশ্য দেখানো হতো। এমনই একাধিক ছবিতে নির্যাতিতার চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী নাজিমা (Nazima)। যিনি আবার ‘বলিউডের বোন’ (Bollywood’s Sister) নামেও পরিচিত।

১৯৪৮ সালে জন্ম হয়েছিল নাজিমার। নাসিকের মেয়ে তিনি। বলিউডে শিশুশিল্পী হিসেবে পথচলা শুরু হয়েছিল এই অভিনেত্রীর। সেই সময় ইন্ডাস্ট্রিতে তিনি ‘বেবি চাঁদ’ নামে পরিচিত ছিলেন। ১৯৫৪ সালে ‘বিরাজ বহু’ ছবির হাত ধরে নাজিমার ডেবিউ হয়েছিল। এরপর ‘প্রিন্সেস সাবা’র জন্য নায়িকা হিসেবে তিনি নির্বাচিত হন।

Nazima, Nazima Bollywood's sister, Nazima unknown facts

রূপের নিরিখে নাজিমা সেই সময়কার বলিউড নায়িকাদের জোর টেক্কা দিতেন। তবে তা সত্ত্বেও তা কেবলমাত্র পার্শ্বচরিত্রেই আটকে রেখেছিলেন নির্মাতারা। বিশেষত তাঁকে এমন ছবিতে নেওয়া হতো যেখানে ধর্ষণের দৃশ্য রয়েছে। যদিও শোনা যায়, নাজিমা বরাবর বড় নায়িকা হওয়ার স্বপ্নই দেখতেন। কিন্তু সেই সময়কার পরিচালকেরা তাঁকে নায়ক-নায়িকার বোন হিসেবে দেখতেই পছন্দ করতেন।

নায়িকার রোল না পেলেও পার্শ্বচরিত্রের জন্যেও নিজের সবটুকু উজাড় করে দিতেন নাজিমা। ষাটের দশকে ‘তামান্না’, ‘দিল্লাগি’, ‘আরজু’, ‘অওরাত’, ‘আনজানা’ সহ একাধিক সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। সত্তরের দশকে তাঁকে দেখা গিয়েছিল ‘বদনাম’, ‘মনচলি’, ‘বেইমান’, ‘আলবেলি’ সিনেমায়।

আরও পড়ুনঃ বাবা-ছেলে দু’জনের সাথেই প্রেম! এক বাঙালি সহ ৬ বলি নায়িকার কেচ্ছা চোখ কপালে তোলার মত

Nazima, Nazima Bollywood's sister, Nazima unknown facts

ষাটের দশকে শুরু হয়েছিল নাজিমার কেরিয়ার। প্রায় আশির দশক অবধি কাজ করেছিলেন তিনি। এই সময়কালে প্রায় ৪০টির কাছাকাছি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এরমধ্যে বেশিরভাগ সিনেমায় নাজিমা অভিনীত চরিত্র ধর্ষিত অথবা নির্যাতনের শিকার হয়েছে। তবে আশির দশকের পর থেকে নিজেকে আস্তে আস্তে ইন্ডাস্ট্রি থেকে গুটিয়ে নিতে শুরু করেন। তিনি এখন কোথায় আছেন তা নিয়েও রয়েছে বিস্তর বিতর্ক।

আরও পড়ুনঃ হাসিমুখে মেনেছিলেন স্বামী ঋষি কাপুরের পরকীয়া! এর পিছনে নীতুর দেওয়া যুক্তি সত্যিই আশ্চর্যজনক

Nazima, Nazima Bollywood's sister, Nazima unknown facts

আশির দশকের পর থেকে নাজিমার তেমন খোঁজখবর কেউ রাখেনি বলে শোনা যায়। কেউ বলেন, মাত্র ২৭ বছর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রী। যদিও এই তত্ত্ব মানতে নারাজ অনেকে। তাঁদের আবার দাবি, ২০১৮ সাল পর্যন্ত বহাল তবিয়তে দেখা গিয়েছে ‘বলিউডের বোন’কে। যদিও এখন তিনি কোথায় আছেন, কেমন আছেন, কী করছেন- এই সবটাই এখনও রহস্য হয়েই থেকে গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥