• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাসিমুখে মেনেছিলেন স্বামী ঋষি কাপুরের পরকীয়া! এর পিছনে নীতুর দেওয়া যুক্তি সত্যিই আশ্চর্যজনক

Published on:

Neetu Kapoor opened up about husband Rishi Kapoor’s extra marital affairs

Neetu Kapoor opened up about husband Rishi Kapoor’s Extra Marital Affairs: বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির ‘পাওয়ার কাপল’ বলা হয় ঋষি কাপুর (Rishi Kapoor) এবং নীতু কাপুরকে (Neetu Kapoor)। একসঙ্গে অভিনয় করার সূত্রে প্রথম আলাপ দু’জনের। এরপর সেই আলাপ বন্ধুত্ব এবং বন্ধুত্ব প্রেমের আকার নেয়। বিয়ের হাত ধরে পরিণতি পায় দুই তারকার প্রেম। একসঙ্গে দুই সন্তানকে নিয়ে সুখে সংসার করেছেন মিস্টার অ্যান্ড মিসেস কাপুর।

নীতু এমন একজন অভিনেত্রী যিনি কেরিয়ারের শীর্ষে থাকাকালীন বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। খুব অল্প বয়সেই গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। এরপর তাঁর কোল আলো করে আসে দুই সন্তান ঋদ্ধিমা এবং রণবীর। বিয়ের পর স্বামী এবং সন্তানদের জন্য অভিনয় দুনিয়াকেও বিদায় জানিয়েছিলেন নীতু। এত অবধি সবটা শুনতে বেশ সুন্দর লাগলেও, ঋষি-নীতু দাম্পত্য জীবন কিন্তু এতটাও মসৃণ ছিল না।

Rishi Kapoor and Neetu Kapoor, Neetu Kapoor on Rishi Kapoor extra marital affair

বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে স্বামী পরকীয়ায় (Extra Marital Affair) লিপ্ত হওয়া নিয়ে মুখ খুলেছিলেন নীতু। অভিনেত্রী বলেন, ‘ও অনেকবার ফ্লার্ট করতে গিয়ে আমার কাছে ধরা পড়েছে। আউটডোর লোকেশনে গিয়ে কোনও সম্পর্কে জড়ালে, সবার আগে আমিই জানতে পারতাম। আমি জানতাম ওগুলো সব এক রাতের ব্যাপার ছিল’।

স্বামীর এই স্বভাব যদিও প্রথমে মেনে নিতে পারেননি নীতু। এই নিয়ে তাঁদের মধ্যে প্রচুর ঝগড়া-অশান্তিও হয়েছে। তবে শেষ পর্যন্ত ঋষির এই আচরণের সঙ্গে মানিয়ে নেন তিনি। নীতুর কথায়, ‘আমি ভাবতাম, ও কতদিন এসব চালাতে পারে দেখি’।

আরও পড়ুনঃ সত্যজিতের ‘নায়ক’ ছবির রিমেক বানাবেন দেব! পুজোর আগেই ভক্তদের বিরাট সুখবর দিলেন অভিনেতা

Rishi Kapoor and Neetu Kapoor, Neetu Kapoor on Rishi Kapoor extra marital affair

আরও পড়ুনঃ জনপ্রিয়তায় টেক্কা দেবেন অমিতাভ বচ্চনকেও! ‘গদর ২’ ছবিতে ভিলেন হচ্ছেন এই বলি তারকা

একাধিক পরকীয়ায় লিপ্ত হলেও ঋষির কাছে তাঁর পরিবার ছিল সবার আগে। অভিনেত্রী বলেন, ‘আমি জানতাম, আমার ওপর ও ভীষণ নির্ভরশীল। সেই জন্য আমায় কখনও ছেড়ে যাবে না। আমি মনে করি, পুরুষদের একটা নির্দিষ্ট পরিমাণ স্বাধীনতা দেওয়া উচিত । কারণ ফ্লার্ট করা ওঁদের স্বভাব। ওঁদের কেউ বেঁধে রাখতে পারবে না’।

প্রসঙ্গত, ১৯৮০ সালে ২২ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েছিল ঋষি এবং নীতু। এরপর স্বামী-সন্তান এবং সংসারের খেয়াল রাখার জন্য অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। দীর্ঘদিন পর্দা থেকে দূরে থাকার পর ২০০৯ সালে কামব্যাক করেন ঋষি-পত্নী। এরপর থেকে একাধিক সিনেমায় দেখা গিয়েছে তাঁকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥