• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবা-ছেলে দু’জনের সাথেই প্রেম! এক বাঙালি সহ ৬ বলি নায়িকার কেচ্ছা চোখ কপালে তোলার মত

Published on:

Bollywood actress who romanced with father and son

Bollywood actress Affairs: বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেত্রী (Bollywood Actress) রয়েছেন যারা বয়সে বড় নায়কদের সঙ্গে পর্দায় রোম্যান্স করেছেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই চল অনেক দিনের। তবে শুনলে অবাক হবেন, এমনও প্রচুর অভিনেত্রী রয়েছেন যারা বাবা-ছেলে (Father Son) দু’জনের সঙ্গেই বড়পর্দায় প্রেম করেছেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এমন ৬ বলিউড অভিনেত্রীর নাম।

শ্রীদেবী (Sridevi): বলিউড ইন্ডাস্ট্রির ‘প্রথম মহিলা সুপারস্টার’ বলা হয় শ্রীদেবীকে। ‘নাকাবন্দি’ ছবিতে ধর্মেন্দ্রর সঙ্গে তাঁর জুটি দারুণ পছন্দ হয়েছিল দর্শকদের। অপরদিকে আবার ‘সালতানাত’, ‘নিগাহে’, ‘চালবাজ’ ছবিতে সানি দেওলের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি।

Sridevi, Bollywood actress who romanced with father son

ডিম্পল কাপাডিয়া (Dimple Kapadia): কাজের সুবাদে বাবা এবং ছেলে দু’জনের সঙ্গেই রোম্যান্স করেছেন ডিম্পল। বিনোদ খান্নার সঙ্গে ‘খুন কা কর্জ’, ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এরপর আবার বিনোদের ছেলে অক্ষয় খান্নার সঙ্গে ‘দিল চাহতা হ্যায়’ সিনেমায় অভিনয় করেছিলেন ডিম্পল।

Dimple Kapadia, Bollywood actress who romanced with father son

অমৃতা সিং (Amrita Singh): শ্রীদেবী, ডিম্পলের মতো অমৃতাও বাবা-ছেলে দু’জনের সঙ্গেই পর্দায় রোম্যান্স করেছেন। তিনি ধর্মেন্দ্রর সং ‘সচ্চাই কি তাকাত’ সিনেমায় অভিনয় করেছিলেন। এরপর আবার ‘বেতাব’ সিনেমায় ধর্মেন্দ্রর ছেলে সানি দেওলের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি।

আরও পড়ুনঃ সত্যজিতের ‘নায়ক’ ছবির রিমেক বানাবেন দেব! পুজোর আগেই ভক্তদের বিরাট সুখবর দিলেন অভিনেতা

Amrita Singh, Bollywood actress who romanced with father son

মাধুরী দীক্ষিত (Madhuri Dixit): বিনোদ খান্না এবং তাঁর ছেলে অক্ষয় খান্না- দু’জনের সঙ্গেই রোম্যান্স করেছেন মাধুরী। কেরিয়ারের শুরুর দিকে বিনোদের বিপরীতে ‘দয়াবান’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। সেই ছবিতে দু’জনের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল। এরপর ‘মোহব্বতে’ ছবিতে অক্ষয়ের নায়িকা হিসেবে দেখা গিয়েছিল মাধুরীকে।

আরও পড়ুনঃ জিতের নায়িকা হয়ে রাতারাতি সুপারস্টার, টলিউড থেকে হারিয়ে কেমন আছেন ‘সাথী’ প্রিয়াঙ্কা?

Madhuri Dixit, Bollywood actress who romanced with father son

হেমা মালিনী (Hema Malini): কেরিয়ারের শুরুর দিকে ‘স্বপ্নো কা সওদাগর’ সিনেমায় রাজ কাপুরের নায়িকা হিসেবে দেখা গিয়েছিল হেমাকে। এরপর আবার ‘হাত সাফাই’ সিনেমায় রাজ কাপুরের ছেলে রণধীর এবং ‘এক চাদর ম্যায়লি সি’তে ঋষি কাপুরের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে।

Hema Malini, Bollywood actress who romanced with father son

রানী মুখার্জি (Rani Mukerji): বলিউডের বাঙালি অভিনেত্রী রানী মুখার্জিও কাজের খাতিরে বাবা-ছেলে দু’জনের সঙ্গেই বড়পর্দায় রোম্যান্স করেছেন। অমিতাভ এবং অভিষেক দু’জনের সঙ্গেই দেখা গিয়েছে তাঁকে।

Rani Mukerji, Bollywood actress who romanced with father son

অমিতাভের সঙ্গে ‘ব্ল্যাক’ সিনেমায় দেখা গিয়েছিল রানীকে। সেই সিনেমায় তাঁদের একটি চুম্বন দৃশ্য ছিল, যা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। এরপর ‘বান্টি অউর বাবলি’ সিনেমায় অভিষেকের নায়িকা হিসেবে দেখা গিয়েছিল রানীকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥