• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বক্সিংয়ের সিরিয়ালে বক্সিংটাই নেই! রোহিত-ফুলকির বিয়ে দেখে মন্তব্য ক্ষুদ্ধ দর্শকদের

Zee Bangla Phulki Trolled on Social Media: সাম্প্রতিক অতীতে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচার শুরু হয়েছে ‘ফুলকি’র (Phulki)। বক্সিং নিয়ে শুরু হওয়া এই ধারাবাহিকের (Bengali Serial) মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা অভিষেক বসু এবং নবাগতা অভিনেত্রী দিব্যানী মণ্ডল। শুরু থেকেই টিআরপি তালিকায় ছক্কা হাঁকাচ্ছে এই ধারাবাহিক। কিন্তু সম্প্রতি সেই সিরিয়ালই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ট্রোলের (Trolled) মুখে পড়েছে।

‘ফুলকি’ যারা প্রথম থেকে দেখেন তাঁরা জানেন, বক্সিং (Boxing) নিয়ে সিরিয়াল শুরু হয়েছিল। নায়িকা ফুলকির হাঁপানি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সে বক্সার হতে চায়। অপরদিকে নায়ক রোহিতও (Rohit) একসময় বক্সিং করতো। কিন্তু কোনও এক কারণবশত সে এখন বক্সিং গ্লাভস ছুঁয়েও দেখে না। ধারাবাহিকের প্রোমো দেখেই একথা জেনে ফেলেছিলেন দর্শকরা।

   

Phulki, Phulki trolled, Phulki Bengali serial, Rohit and Phulki

বক্সিং নিয়ে শুরু হওয়া এই ভিন্ন স্বাদের ধারাবাহিক নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে ছিল। কিন্তু সিরিয়ালের এখনকার ট্র্যাকে বক্সিংয়ের নামগন্ধও দেখা যাচ্ছে না! আর তাতেই চটে গিয়েছেন দর্শকদের একাংশ।

ইতিমধ্যেই ‘ফুলকি’ র নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে নায়ক রোহিত এবং নায়িকা ফুলকির (Rohit Phulki) বিয়ের দৃশ্য দেখানো হয়েছে। আর সেই প্রোমো সামনে আসার পর থেকেই নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল ট্রোলিং। কেউ অভিযোগ করছেন, ‘মন ফাগুন’র গল্প নকল করছে ‘ফুলকি’। কারোর আবার প্রশ্ন, বক্সিংয়ের ট্র্যাক কোথায় গেল?

আরও পড়ুনঃ ‘মিঠাই’ শেষের আবারও একসাথে রুদ্র-নীপা! কোন ধারাবাহিকে দেখা যাবে? ফাঁস আগাম খবর

Phulki, Phulki trolled, Phulki Bengali serial

একজন নেটিজেন যেমন ফুলকির বিয়ের প্রোমোর ছবি শেয়ার করে লিখেছেন, ‘এ তো পুরো ‘মন ফাগুন’কে ঝেঁপে দিল। বক্সিং নিয়ে সিরিয়াল অথচ সিরিয়ালটা শুরু হওয়ার পর বক্সিং নিয়ে কোনও প্রোমোই দেখলাম না। জি কাকু বুঝে গিয়েছে যে আর ‘মিঠাই’কে কপি করা যাবে না। কারণ দর্শক জেনে গিয়েছে। তাই অন্য সিরিয়ালকে কপি করছে। এখন যেমন ‘মন ফাগুন’র থেকে ঝেঁপে নিলো পুরো। ভালোই চাল চালছে জি’।

আরও পড়ুনঃ ‘আমাদের বাড়িতে কোনোদিন আসবি না’! দীপা ফিরতেই মিশকাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করল সূর্য

নেটিজেনদের একাংশ ফুলকি-রোহিতের বিয়ে নিয়ে যেমন ট্রোলিং করছেন, তেমনই অনেকে আবার সিরিয়ালের ট্র্যাক দেখে খুশিও হয়েছেন। কেউ কেউ যেমন সিরিয়ালের বিরুদ্ধে ট্র্যাক নকল করার অভিযোগ তুলেছেন, তেমনই অনেকে আবার এও বলছেন যে ‘এভাবেই জ্বলে উঠুক ভালোবাসার ফুলকি’।

site