• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মিঠাই’ শেষের আবারও একসাথে রুদ্র-নীপা! কোন ধারাবাহিকে দেখা যাবে? ফাঁস আগাম খবর

Published on:

Zee Bangla Mithai serial Rudra Nipa AKA Fahim Mirza Oindrila Saha work together in a new serial

Fahim Mirza Oindrila Saha work together in a new serial: জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকের জনপ্রিয় চরিত্রগুলির মধ্যে অন্যতম হল রুদ্র (Rudra) এবং নীপা (Nipa)। এই দুই চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা ফাহিম মির্জা (Fahim Mirza) এবং অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা (Oindrila Saha)। নায়ক-নায়িকা সিদ্ধার্থ-মিঠাইয়ের মতো তাঁদের রসায়নও দারুণ লেগেছিল দর্শকদের। ব্যাপক জনপ্রিয় হয়েছিল নীপার ‘রুদ্রদা, আই লাভ ইউ’ সংলাপটি।

তবে দেখতে দেখতে এক মাস হতে চলল ‘মিঠাই’র পথচলা শেষ হয়েছে। সেই সঙ্গেই ইতি পড়েছে রুদ্র-নীপা জুটিতেও। এরপর থেকেই দর্শকরা আবার ফাহিম এবং ঐন্দ্রিলাকে এক ধারাবাহিকে দেখার আবেদন জানাচ্ছিলেন। অবশেষে তাঁদের সেই দাবি নাকি পূরণ হতে চলেছে। বেশ কয়েক দিন ধরেই রুদ্র-নীপা জুটির কামব্যাকের খবর শোনা যাচ্ছে নেটপাড়ায়। এখন নিশ্চয়ই ভাবছেন, কোন ধারাবাহিকে (Serial) একসঙ্গে দেখা যাবে তাঁদের?

Mithai serial Rudra Nipa, Fahim Mirza and Oindrila Saha

গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ার চর্চার হট টপিক ফাহিম-ঐন্দ্রিলা জুটির কামব্যাকের খবর। শোনা যাচ্ছে, নতুনরূপে নতুন সিরিয়ালে ফিরছে রুদ্র-নীপা জুটি। অবশেষে এক নামী সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খোলেন ফাহিম নিজে।

সম্প্রতি বাংলার এক নামী সংবাদমাধ্যমের তরফ থেকে ফাহিমের সঙ্গে যোগাযোগ করা হয়। রুদ্র-নীপা জুটির অনুরাগীদের মন ভেঙে তিনি বলেন, ‘এটা একেবারে ভুল খবর রটানো হচ্ছে। আসলে আমাদের সবাই পছন্দ করেন তো, সেই সঙ্গে বারবার একসঙ্গে দেখার আগ্রহ প্রকাশ করেন’।

Mithai serial Rudra Nipa, Fahim Mirza and Oindrila Saha

ফাহিমের সংযোজন, ‘ঐন্দ্রিলা এখন অন্য সিরিয়ালে কাজ করছে। আমিও ‘ইচ্ছে পুতুল’ সিরিয়ালে কাজ শুরু করেছি। এখন ভক্তরা পুরনো দৃশ্যগুলোর কোলাজ করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। সেই জন্য অনেকেই ভাবছেন, আবার হয়তো আমরা একসঙ্গে কাজ করবো’।

প্রসঙ্গত, ‘নীপা’ অভিনেত্রী ঐন্দ্রিলা ‘তুমি যে আমার মা’ সিরিয়ালে এন্ট্রি নিয়েছেন। ইতিমধ্যেই ধারাবাহিকের গল্প বেশ কয়েক বছর এগিয়ে গিয়েছে। সিরিয়ালে সুমন দের মেয়ের  চরিত্রে অভিনয় করেছেন ঐন্দ্রিলা। অপরদিকে ‘ইচ্ছে পুতুল’ সিরিয়ালে সম্ভবত খলচরিত্রেই দেখা যাবে ‘রুদ্র’ অভিনেতা ফাহিমকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥