• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আমাদের বাড়িতে কোনোদিন আসবি না’! দীপা ফিরতেই মিশকাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করল সূর্য

Published on:

Anurager Chhowa,Bengali serial,Serial,Surjya,Mishka,Surjya Mishka,TV serial,Television,Star Jalsha,Entertainment,অনুরাগের ছোঁয়া,বাংলা সিরিয়াল,সিরিয়াল,সূর্য,মিশকা,সূর্য মিশকা,টিভি সিরিয়াল,টেলিভিশন,স্টার জলসা,বিনোদন,Anurager Chhowa Surjya Mishka,অনুরাগের ছোঁয়া সূর্য মিশকা

Anurager Chowa Surja kicks out Mishka: Anurager Chowaস্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়াল (Bengali Serial) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) এখন টিআরপি তালিকার শীর্ষে রয়েছে। ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব এখন দারুণ জমজমাট হচ্ছে। সিরিয়ালের গল্প রোজ এমন এমন মোড় নিচ্ছে যাতে দর্শকদের উত্তেজনা চেপে রাখা দায় হয়ে পড়ছে। আসন্ন পর্বে যেমন দেখানো হবে, প্রিয় বান্ধবী মিশকাকে (Mishka) ঘাড় ধাক্কা দিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দেবে সূর্য (Surjya)।

সোনা (Sona)-রূপাকে (Rupa) নিয়ে দীপার (Deepa) শ্বশুরবাড়ি ফেরার কথা ‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা আগেই জেনে গিয়েছেন। স্টার জলসার তরফ থেকে বেশ কিছু আগে সেই প্রোমো শেয়ার করা হয়েছিল। অবশেষে গতকাল তথা সোমবার টেলিভিশনের পর্দায় সেই পর্ব সম্প্রচারিত হয়। কিন্তু আসল ধামাকা হবে আজকের পর্বে।

Anurager Chhowa, Anurager Chhowa Surjya and Mishka

‘অনুরাগের ছোঁয়া’য় ইতিমধ্যেই সোনার জন্ম পরিচয়ের ট্র্যাক দেখানো শুরু হয়ে গিয়েছে। রূপা নিজের বাবার পরিচয় আগেই জেনে গিয়েছিল। তবে সোনা এতদিন নিজের জন্মপরিচয় জানতো না। কিন্তু এবার সে আস্তে আস্তে সবটা জানছে। সিরিয়াল দেখেই বোঝা যাচ্ছে, শীঘ্রই সোনার জন্মপরিচয় এবং মিশকার সকল ছলচাতুরি ফাঁস হবে সূর্যর সামনে।

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে, দুই মেয়েকে নিয়ে দীপা সেনগুপ্ত বার ফেরার খবর পাওয়া মাত্রই সূর্যর কাছে ছুটে আসে মিশকা। বন্ধুর কানে বিষ ঢেলে আবার দীপার জীবনে ঝড় তুলতে তৎপর হয়ে ওঠে সে। তবে এবার মিশকার চাল উল্টে যায়।

Anurager Chhowa, Anurager Chhowa Surjya and Mishka

একদিকে দেখানো হয়েছে, দীপা সেনগুপ্ত বাড়ি ফিরে আসার রেগে আগুন হয়ে যায় সূর্য। শুধু তাই নয়, মিশকাও তাঁকে অপমান করে। কিন্তু এবার চুপ না থেকে দু’জনকেই কড়া জবাব দেয় দীপা। ওদিকে আবার দীপাকে বাড়িতে থাকতে দেওয়ার জন্য সূর্যকে কথা শোনায় মিশকা। সেই সঙ্গেই সোনার জন্ম নিয়েও নোংরা কথা বলে।

মেয়ের ব্যাপারে খারাপ কথা শোনা মাত্রই মেজাজ হারায় সূর্য। মিশকার ওপর বেজায় চটে যায় সে। প্রিয় বান্ধবীকে বাড়ি থেকে বের করে দিয়ে সূর্য বলে, ‘জীবনে কোনোদিন এই বাড়িতে তুই আর আসবি না’। এতদিন পর কূটনি মিশকা সূর্যর থেকে ঘাড় ধাক্কা খাওয়ায় বেজায় খুশি হয়েছেন ‘অনুরাগের ছোঁয়া’র দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥