• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক রাতের রেট কত স্বস্তিকার? নিজেই প্রশ্নের জবাব দিলেন টলি অভিনেত্রী

টলিউড (Tollywood) তো বটেই, বলিউডেরও (Bollywood) অত্যন্ত পরিচিত মুখ হলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। নিজের অভিনয়ের মাধ্যমে অগণিত দর্শকের মন জয় করেছেন তিনি। দেখতে দেখতে ৫০ বছরে পা দিতে চলেছেন অভিনেত্রী। তবে তাঁকে দেখে সেকথা বোঝা দায়। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই বোল্ড লুকে নেটিজেনদের নজর কেড়ে নেন অভিনেত্রী। কখনও কখনও আবার সেই জন্য নোংরা কথাও শুনতে হয় তাঁকে।

বিনোদন দুনিয়ার তারকাদের কাছে ‘ট্রোলিং’ (Trolling) ব্যাপারটা একেবারেই নতুন নয়। বিশেষত অভিনেত্রীদের উদ্দেশ্য করে প্রায়ই নানান কুরুচিকর মন্তব্য করে থাকেন নেটিজেনদের একাংশ। স্বস্তিকাকেও নিশানা করেন অনেকে। তবে অভিনেত্রী প্রত্যেকবার যোগ্য জবাবে ট্রোলারদের মুখে ঝামা ঘষে দেন। উপযুক্ত জবাব দিতে কখনওই পিছপা হন না তিনি।

   

Swastika Mukherjee, Swastika Mukherjee on her one night rate

একবার যেমন স্বস্তিকাকে উদ্দেশ্য করে সরাসরি একজন নেটিজেন লিখেছিলেন, ‘এক রাতের জন্য কত নেন?’ এমন অপমানজনক প্রশ্ন দেখে স্বাভাবিকভাবেই চুপ করে থাকেননি অভিনেত্রী। তিনি এমন উত্তর দিয়েছিলেন যা দেখে তারিফ করেছিলেন প্রত্যেকে। সেই সঙ্গেই মুখ বন্ধ হয়ে গিয়েছিল সংশ্লিষ্ট ব্যক্তির।

আরও পড়ুনঃ জি বাংলার মহালয়ায় এই দেবী সাজছেন ফুলকি! প্রকাশ্যে দিব্যানির ‘মহিষাসুরমর্দিনী’ নতুন লুক

Swastika Mukherjee, Tollywood actress who opened dress in front of camera

সেই নেটিজেনের প্রশ্নের জবাবে স্বস্তিকা লেখেন, ‘স্যার, আপনার সেই সামর্থ্য নেই। তবে কল্পনা করতে কোনও টাকা লাগে না। আপনি সেটা চেষ্টা করে দেখতে পারেন’। টলি অভিনেত্রী যে এই প্রশ্নের জবাব দেবেন তা নেটিজেনরাও আশা করেননি। কিন্তু তাঁর এই সাহসী উত্তর দেখে প্রশংসা করেছিলেন প্রত্যেকে।

আরও পড়ুনঃ জিতুর সঙ্গে বিচ্ছেদ হতেই নতুন ইনিংস শুরু? ফুলশয্যার ছবি শেয়ার করে চমকে দিলেন নবনীতা


যদিও এই একবার নয়, স্বস্তিকার আরও একটি ছবির নীচে একজন নেটিজেন কমেন্ট করেছিলেন, ‘আপনাকে অভিনেত্রী কম এবং যৌনকর্মী বেশি মনে হয়’। সেবারও চুপ থাকেননি অভিনেত্রী। জবাবে লিখেছিলেন, ‘ধন্যবাদ রাম বাবু। ওঁরা তো খেটে খাওয়া মানুষ, ওঁদের মতো দেখতে লাগাটা তাই সম্মানের ব্যাপার। আপনিও নিজের চিন্তাধারাটা ওঁদের মতো বড় করুন, দেখবেন আপনারও নিজেকে নিয়ে গর্ব বোধ হবে’।