• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জিতুর সঙ্গে বিচ্ছেদ হতেই নতুন ইনিংস শুরু? ফুলশয্যার ছবি শেয়ার করে চমকে দিলেন নবনীতা

Published on:

Tollywood actress Nabanita Das shared fulsojja photo amid divorce with Jeetu Kamal

মাস খানেক ধরে সংবাদমাধ্যমের শিরোনামে রয়েছেন টলিপাড়ার (Tollywood) জনপ্রিয় জুটি জিতু কমল (Jeetu Kamal) এবং নবনীতা দাস (Nabanita Das)। গত বছরও তাঁরা একসঙ্গে হাজির হয়েছিলেন ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে, অথচ এখন তাঁদেরই বিচ্ছেদ নিয়ে চর্চা হচ্ছে সর্বত্র। গত ২৯ জুন আচমকা ফেসবুকে ডিভোর্সের (Divorce) কথা ঘোষণা করেন নবনীতা। জানান, তিনি এবং জিতু একসঙ্গে ভালো নেই, সেই জন্যই এই বিচ্ছেদের সিদ্ধান্ত।

নবনীতা ডিভোর্সের কথা ঘোষণা করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানান রকমের গুঞ্জন শোনা যেতে থাকে। প্রথমে তাঁদের বিচ্ছেদের কারণ হিসেবে উঠে আসে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নাম। এখন আবার শোনা যাচ্ছে, নবনীতার জীবনে এন্ট্রি হয়েছে ‘নতুন মানুষে’র। কলকাতার পোশাক ব্যবসায়ী স্নেহাল অধিকারীর (Snehal Adhikari) সঙ্গে অভিনেত্রীর ঘনিষ্ঠতা নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে সর্বত্র।

Nabanita Das, Nabanita Das fulsojja

সম্প্রতি জিতুর জন্মদিনের কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ছবি শেয়ার করেন নবনীতা। সেখানে দেখা যাচ্ছে একটি ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। এরপর দেখা যায়, তাঁর চর্চিত প্রেমিক স্নেহালও একই ব্যালকনিতে দাঁড়িয়ে ছবি শেয়ার করেছেন। ব্যাস, এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয় নেটপাড়ায়। তাঁদের ঘনিষ্ঠতার কারণেই কি জিতুর সঙ্গে বিচ্ছেদ? উঠছে সেই প্রশ্নও।

আরও পড়ুনঃ জন্মাষ্টমীতে ডাবল ধামাকা, একসাথে ফুলকি-পর্ণা, ফাঁস ‘ গোপাল চুরির রহস্য ভেদ’ পর্ব

Nabanita Das and Jeetu Kamal

এসবের মাঝেই এবার আচমকা ফুলশয্যার ছবি শেয়ার করে সকলকে চমকে দিলেন নবনীতা। সেই ছবিতে দেখা যাচ্ছে, বেগুনি রঙের শাড়ি পরে ফুল দিয়ে সাজানো খাটের ওপর বসে আছেন অভিনেত্রী। গায়ে গয়না, চুল খোঁপা করে বাঁধা। তাতে লাগানো রয়েছে গোলাপ ফুল। বধূ বেশে এই ছবি শেয়ার করে নবনীতা ক্যাপশনে লিখেছেন, ‘জীবন নিখুঁত নয়। তবে আমার শাড়ির কুঁচি কিন্তু সবসময় নিখুঁত’।

আরও পড়ুনঃ জি বাংলার মহালয়ায় এই দেবী সাজছেন ফুলকি! প্রকাশ্যে দিব্যানির ‘মহিষাসুরমর্দিনী’ নতুন লুক

 

View this post on Instagram

 

A post shared by Nabanita❤ (@nabanita.das)

সম্প্রতি স্নেহাল এবং নবনীতার প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছিলেন জিতু। অভিনেত্রীর নতুন সম্পর্ক কি তাঁকে ভাবায়? জিজ্ঞেস করা হয়েছিল তাঁকে। জবাবে অভিনেতা সাফ বলেন, ‘একদম ভাবায় না। একজন পরিণত মানুষ কখন কী করবেন সেটা নিজে ঠিক করবেন। কোনটা করা যায় সেটা অবশ্যই ভেবে দেখার ব্যাপার আছে। তবে আমার এই নিয়ে কোনও ভাবনা নেই’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥