• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জি বাংলার মহালয়ায় এই দেবী সাজছেন ফুলকি! প্রকাশ্যে দিব্যানির ‘মহিষাসুরমর্দিনী’ নতুন লুক

বাঙালির কাছে আবেগের আরেক নাম দুর্গাপুজো (Durgapuja)। চারিদিকে পুজোর বাদ্যি বাজতেই শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা! তারপরে শুরু হয়ে যাবে বাঙালির প্রাণের উৎসব। তাই এখন থেকেই চারিদিকে সাজো সাজো রব। শপিং থেকে শুরু করে গেট টুগেদার এখন থেকেই শুরু সকলের পুজো প্ল্যানিং। আর দুর্গাপুজোর সাথে সাথেই হাত ধরাধরি করে এসে পড়ে মহালয়া (Mohaloya)

এই মহালয়াকে বলা যায় দুর্গাপুজোর গৌরচন্দ্রিকা। এই দিন থেকেই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুভ সূচনা হয় দেবী পক্ষের। প্রত্যেক বছর মহালয়ার দিন সকালে ঘুম জড়ানো চোখ ডলতে ডলতেই ধুলো ঝাড়া রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহিষাসুরমর্দিনী শোনা  বাঙালির চিরকালের অভ্যাস। রেডিওতে মহিষাসুরমর্দিনী না শুনলে পুজোটাই যেন অসম্পূর্ণ থেকে যায়।

   

Phulki actress Divyani Mondal as devi Lakshmi on Zee Bangla Mohaloya

সেই সাথে এখন পাল্লা দিয়ে প্রত্যেক টিভি চ্যানেলগুলিতে চলতে থাকে দেবী দুর্গা সেজে টেলি অভিনেত্রীদের অসুর বধের লড়াই। গ্রাফিক্সের বাড়াবাড়ি আর ভারী ভারী গয়নার চাপে আজকাল অনেকটাই ফ্যাকাসে হয়ে যায় দেবী দুর্গার সেই মাতৃরূপ। আধুনিকতার ছোঁয়ায় দেবী দুর্গার সাথেই মডার্ন হয়ে উঠেছে এখনকার অসুররাও। তবে এখনকার মহালয়ায় দুর্গা ছাড়াও থাকে দেবীর আরও নানান রূপ।

আরও পড়ুনঃ ঘুরতে গিয়েই বেড়েছে সাহস, মন্দারমণি গিয়ে কি ঘটাল ‘পুতুল’? ভাইরাল শিমুলের ননদের কান্ডকারখানা

টেলিপাড়া সূত্রে খবর এবছর জি বাংলার (Zee Bangla) মহালয়ায় দেবী লক্ষ্মী রূপে থাকবেন ‘ফুলকি’ (Phulki) সিরিয়ালের নায়িকা দিব্যানি মন্ডল (Divyani Mondal)। যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের ছাত্রী দিব্যানির এটাই প্রথম সিরিয়াল। আর প্রথম সিরিয়ালেই জি বাংলার মতো চ্যানেলে প্রধান নায়িকা হওয়ার সুযোগ পেয়েছেন তিনি। তবে নবাগতা হলেও এই মিষ্টি অভিনেত্রী কিন্তু  ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন বাংলা সিরিয়ালের দর্শকমহলে।

আরও পড়ুনঃ মেঘকে মৃত্যুর মুখে ঠেলে দিল ময়ূরী! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র টানটান উত্তেজনার পর্ব

Phulki actress Divyani Mondal as devi Lakshmi on Zee Bangla Mohaloya

শুরু থেকেই টি আর পি তালিকাতেও ছক্কা হাঁকিয়ে চলেছে দিব্যানির এই নতুন সিরিয়াল। আর এবার তিনি সুযোগ পেয়ে গিয়েছেন জি বাংলার মহালয়াতেও দেবী সাজার। তাই সব মিলিয়ে দারুন উচ্ছাসিত অভিনেত্রীর অসংখ্য অনুরাগী।

প্রসঙ্গত আগেই জানা গিয়েছে এবছর জি বাংলার পর্দায় যে মহালয়া সম্প্রচারিত হবে সেখানে দেবী দুর্গা রূপে থাকবেন ছোট পর্দার জগদ্ধাত্রী অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। আর পার্বতী হবেন রানীমা অভিনেত্রী দিতিপ্রিয়া। আর তাঁর বিপরীতে মহাদেব সাজবেন ফুলকি সিরিয়ালের রোহিত অভিনেতা অভিষেক বসু।