When Kader Khan revealed why his friendship with Amitabh Bachchan ended: ‘জীবনে তুফান আসুক, ঝড় আসুক, কিন্তু বন্ধুত্ব কখনও যেন না ভাঙে’- বলিউডের (Bollywood) নামী অভিনেতা কাদের খানের (Kader Khan) সংলাপ ছিল এটি। বি টাউনের অন্যতম ভার্সেটাইল এই অভিনেতা সত্তরের দশকের একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন। ‘শেহেনশাহ’ অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গেও বেশ কয়েকটি ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন কাদের। অনেকেই জানেন না, এই দুই তারকা বাস্তবে প্রচণ্ড ভালো বন্ধু ছিল।
‘শোলে’ ছবিতে যেমন জয়-বীরুর বন্ধুত্ব ছিল, তেমনই গাঢ় বন্ধুত্ব (Friendship) ছিল অমিতাভ এবং কাদেরের। কিন্তু একদিন আচমকাই ভেঙে যায় সেই সম্পর্ক। এরপর থেকে একসঙ্গে কাজ করাও বন্ধ করে দেন দুই তারকা। একবার এক সাক্ষাৎকার এই বিষয়ে মুখ খুলেছিলেন কাদের খান নিজে। আজকের প্রতিবেদনে সেই কাহিনীই তুলে ধরা হল।
অমিতাভ অভিনীত ‘মুকদ্দর কা সিকন্দর’, ‘অমর আকবর অ্যান্টনি’, ‘সুহাগ’এর মতো বহু সুপারহিট সিনেমার সংলাপ লিখেছিলেন কাদের। তিনি অভিনয়ের পাশাপাশি সংলাপ লেখা হয়ে পরিচালনা করা- সব কাজেই প্রচণ্ড দক্ষ ছিলেন। কিন্তু তা সত্ত্বেও তাঁর মধ্যে বিন্দুমাত্র অহংকার ছিল না। বরং তিনি মনে করতেন, মানুষের কখনও অহংকার করা উচিত নয়। কারণ অহংকার সব কিছু শেষ করে দেয়। এই অহংকারের কারণেই চূর্ণ হয়ে গিয়েছিল অমিতাভ এবং তাঁর বন্ধুত্বও।
কাদের একবার এক সাক্ষাৎকারে অমিতাভের সঙ্গে বন্ধুত্ব ভাঙার স্মৃতিচারণা করে বলেছিলেন, ‘আমি চিরকাল ওনাকে অমিত বলতাম। কিন্তু হঠাৎ একদিন আমি ওনায় অমিত বলে ডকায় ওনার খারাপ লেগেছিল। এরপর সাউথের একজন নির্মাতা আমার জিজ্ঞেস করেন, ‘আপনি স্যারজির সঙ্গে দেখা করেছেন?’ আমি পাল্টা জিজ্ঞেস করি, কে স্যারজি? উনি অবাক হয়ে বলেন, ‘আপনি স্যারজিকে চেনেন না? অমিতাভ বচ্চন’।
আরও পড়ুনঃ দুর্দান্ত অভিনয় সত্ত্বেও সিনেমায় মেলেনি ভালো সুযোগ! ৯০ বছরে এসে আক্ষেপ ‘জন্মভূমি’র পিসিমার
আরও পড়ুনঃ সুবর্ণলতা-মিঠাই থেকে জগদ্ধাত্রী! নায়িকাদের নাম দিয়েই সুপারহিট এই ১০ বাংলা সিরিয়াল
একথা শুনে কাদের বলেন, ‘আমি ওনাকে অমিত বলি। উনি আমার বন্ধু। উনি পাল্টা বলেন, ‘না। আপনি ওনাকে সবসময় স্যারজি বলবেন। অমিত বলবেন না। উনি এখন বড় লোক হয়ে গিয়েছেন’। একথা শুনেই মন ভেঙে যায় অভিনেতার।
কাদের জানান, ‘অমিতাভ আমার কাছে আসছিলেন। আমি ভেবেছিলাম বাকিদের মতো আমিও ওনাকে স্যারজি বলব। কিন্তু আমি বলিনি। সেইদিন থেকে আমি ওনাকে কোনও দিন ডাকিনি, উনিও আমার সঙ্গে কোনও দিন কথা বলেননি’। সবশেষে কাদের বলেছিলেন, ‘কেউ নিজের বন্ধু, নিজের ভাইকে অন্য কোনও নামে ডাকতে পারে? ওনার সঙ্গে সেই সম্পর্ক নেই। সেই জন্য ‘খুদা গাওয়াহ’তে আমি ছিলান না। এরপর ‘গঙ্গা যমুনা সরস্বতী’ আমি অর্ধেক লিখে ছেড়ে দিয়েছিলাম। অন্য আরও বহু সিনেমা ছিল যেগুলোয় কাজ শুরু করে দিয়েছিলাম। কিন্তু পরে ছেড়ে দিয়েছিলাম’।