• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুবর্ণলতা-মিঠাই থেকে জগদ্ধাত্রী! নায়িকাদের নাম দিয়েই সুপারহিট এই ১০ বাংলা সিরিয়াল

Updated on:

list of 10 femous bengali serial named of leading actresses

List of 10 TV Serials named after Lead Heroine: এখনকার দিনে বিনোদনের ডেলি ডোজ মানেই মেগা সিরিয়াল (Mega Serial)। আর টেলিভিশনের পর্দায় চোখ রাখলেই দেখা যায় বেশিরভাগ সিরিয়ালগুলিই কিন্তু তৈরি হচ্ছে নারী কেন্দ্রিক বিষয় নিয়ে। যার ফলে সিরিয়ালের নামকরণও  হচ্ছে  প্রধান নায়িকাদের নামে। আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো বাংলা টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত নায়িকাদের নামেই সুপার হিট এমনি ১০টি বাংলা সিরিয়ালের (Bengali Serial) তালিকা।

জগদ্ধাত্রী (Jagadhatri): জি বাংলার পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল জগদ্ধাত্রী। এই সিরিয়ালের  নায়িকা জগদ্ধাত্রী ওরফে জ্যাস যেন দু’হাতে দশভুজা। ধারাবাহিকে জগদ্ধাত্রীর ভূমিকায় রয়েছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। এই মুহূর্তে স্বামী স্বয়ংভূর খুনীদের হাতে নাতে ধরতেই একেবারে মরিয়া হয়ে উঠেছে। প্রধান ভূমিকায় থাকা এই জগদ্ধাত্রীর নামেই নামকরণ করা হয়েছে এই সিরিয়ালের। যা সত্যিই সার্থক হয়েছে বলে মনে করেন দর্শকরাও।

Jagadhatri Jass Ankita Mallick Unknown facts

ফুলকি (Phulki): জি বাংলার নতুন একটি বাংলা সিরিয়াল হল ‘ফুলকি’। অল্পদিনেই টিআরপি তালিকায় ছক্কা হাকিয়ে একেবারে শিরোনামে উঠে এসেছে ফুলকি। বক্সিংয়ে চ্যাম্পিয়ান হওয়ার স্বপ্ন দেখা নায়িকা ফুলকির নামেই নামকরণ করা হয়েছে এই সিরিয়ালটিরও। ধারাবাহিকে ফুলকির ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী দিব্যানি মন্ডল।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,নায়িকাদের নাম,Actress Name,তুঁতে,Tunte,জগদ্ধাত্রী,Jagadhatri,ফুলকি,Phulki,সন্ধ্যাতারা,Sandhyatara,মিঠাই,Mithai,করুণাময়ী রানী রাসমণি,Karunamoyi Rani Rasmoni,মোহর,Mohor,সুবর্ণলতা,Subarnalata,দেবী চৌধুরানী,Debi Chowdhurani

মুকুট (Mukut): জি বাংলার পর্দায় সম্প্রচারিত আরও একটি নারী কেন্দ্রিক সিরিয়াল হল মুকুট। নারী পাচার রুখতে মাঝে মধ্যেই এই সিরিয়ালের নায়িকা মা কালির মুখোশ পরে জ্যান্ত কালী সেজে অপরাধীদের শাস্তি। এই ধারাবাহিকটিও নায়িকা মুকুটের নামেই নামকরণ করা হয়েছে। ধারাবাহিকে মুকুট চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া।

Mukut Air off rumour Shrabani Bhunia

সন্ধ্যাতারা (Sandhyatara): স্টার জলসার পর্দায় সম্প্রচারিত ভিন্ন স্বাদের একটি সিরিয়াল হল ‘সন্ধ্যাতারা’। দুই বোন সন্ধ্যা এবং তারার জীবন নিয়ে তৈরী এই সিরিয়ালটির নামকরণও করা হয়েছে তাঁদের নামেই। ধারাবাহিকে সন্ধ্যা চরিত্রে অভিনয় করছেন অন্বেষা হাজরা আর তারা চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী অমৃতা দেবনাথকে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,নায়িকাদের নাম,Actress Name,তুঁতে,Tunte,জগদ্ধাত্রী,Jagadhatri,ফুলকি,Phulki,সন্ধ্যাতারা,Sandhyatara,মিঠাই,Mithai,করুণাময়ী রানী রাসমণি,Karunamoyi Rani Rasmoni,মোহর,Mohor,সুবর্ণলতা,Subarnalata,দেবী চৌধুরানী,Debi Chowdhurani

তুঁতে(Tunte): নায়িকাদের নাম নিয়ে তৈরী সিরিয়ালগুলোর মধ্যে অন্যতম হল স্টার জলসার আরও একটি নতুন সিরিয়াল তুঁতে। এই ধারাবাহিকের নায়িকা তুঁতের স্বপ্ন নামি ফ্যাশন ডিজাইনার হওয়ার। ধারাবাহিকে এই তুঁতে চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী দিপান্বিতা রক্ষিত।

Tunte New Serial Dipanwita Syed

মিঠাই (Mithai): বাংলা সিরিয়ালের ইতিহাসে একটি মাইলফলক হল জি বাংলার মিঠাই। কিছুদিন আগেই আড়াই বছরের সফর শেষ করেছে এই সিরিয়ালটি। এই সিরিয়ালের প্রধান নায়িকা মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এখন বাংলার দর্শকদের ঘরের মেয়ে। মিষ্টি নায়িকা মিঠাইয়ের নামে নামকরণ করেই সুপারহিট হয়েছে এই সিরিয়াল।

Soumitrisha Kundu, Soumitrisha Kundu as Mithai

করুণাময়ী রানী রাসমণি (Karunamoyi Rani Rasmoni): বাংলা সিরিয়ালের ইতিহাসে চিরকালের জন্য অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হয়ে থাকবে করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালটি। এই সিরিয়ালটিও প্রধান চরিত্রের নামেই নামকরণ করা হয়েছিল। ধারাবাহিকে রাসমণি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।

Unknown Facts Karunamoyi Rani Rashmoni Fame Ditipriya Roy

মোহর (Mohor): স্টার জলসার পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি মেগা সিরিয়াল ছিল ‘মোহর’। প্রধান নায়িকা মোহরের নামেই এই সিরিয়ালটির নামকরণ করেছিলেন লেখিকা লীনা গাঙ্গুলী। ধারাবাহিকে এই মোহর চরিত্রে সোনামনি সাহার অভিনয় আজও চোখে লেগে রয়েছে দর্শকদের।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,নায়িকাদের নাম,Actress Name,তুঁতে,Tunte,জগদ্ধাত্রী,Jagadhatri,ফুলকি,Phulki,সন্ধ্যাতারা,Sandhyatara,মিঠাই,Mithai,করুণাময়ী রানী রাসমণি,Karunamoyi Rani Rasmoni,মোহর,Mohor,সুবর্ণলতা,Subarnalata,দেবী চৌধুরানী,Debi Chowdhurani

সুবর্ণলতা (Subarnalata): আশাপূর্ণা দেবীর লেখা কালজয়ী উপন্যাস ‘সুবর্ণলতা’র কাহিনী অবলম্বনে জি বাংলার পর্দায় তৈরী হয়েছিল জনপ্রিয় মেগা সিরিয়াল ‘সুবর্ণলতা’। এই সিরিয়ালে প্রধান নায়িকা সুবর্ণলতার চরিত্রে অভিনয় করে চিরকালের জন্য দর্শকমহলে ছাপ ফেলে দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অনন্যা চ্যাটার্জী।

Subarnalata, Subarnalata serial, Ananya Chatterjee

দেবী চৌধুরানী (Debi Chowdhurani): সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্রের সর্বকালের সেরা উপন্যাস দেবী চৌধুরানীর কাহিনী অবলম্বনে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হত জনপ্রিয় বাংলা সিরিয়াল দেবী চৌধুরানী।

Sonamoni Saha Debi Choudhurani

এই ধারাবাহিকে দেবী চৌধুরানী চরিত্র দিয়ে ডেবিউ করেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সোনামনি সাহা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥