• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বামী অমিতাভ বচ্চনকে অপমান! বিয়ের বহু আগেই রাজেশ খান্নাকে উচিত শিক্ষা দিয়ে ছিলেন জয়া বচ্চন

Updated on:

When Bollywood actress Jaya Bachchan got into a fight with Rajesh Khanna for Amitabh Bachchan

জয়া বচ্চন (Jaya Bachchan) এমন একজন অভিনেত্রী যিনি নিজের বৈবাহিক জীবনে প্রচুর ঝড়ঝাপটা সহ্য করেছেন। অমিতাভকে (Amitabh Bachchan) ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। তবুও তাঁদের সাংসারিক জীবন যে ভীষণ সুখের ছিল এমনটা নয়। একটা সময় জয়াকে ছেড়ে রেখার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা। তবুও স্বামীর হাত ছাড়েননি জয়া। হাজার কঠিন পরিস্থিতিতেও অমিতাভের পাশে থেকেছেন তিনি।

অমিতাভের কেরিয়ারের যাবতীয় চড়াই-উৎরাইয়ের সাক্ষী ছিলেন জয়া। ‘বিগ বি’ যখন ভয়েজ ওভার আর্টিস্ট হিসেবে কাজ করতেন সেই সময় থেকে দু’জনের সম্পর্ক। অনেকেই সেই সময় ভাবতেন, অমিতাভ কোনোদিন দাঁড়াতে পারবেন না। তাঁকে বিয়ে করা জয়ার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হবে। তা সত্ত্বেও সেসব কথা কখনও নিজের কানে তোলেননি বঙ্গ তনয়া। সেই সময়ই হয়তো তিনি কয়লার মধ্যে থাকা হিরে চিনে ফেলেছিলেন। বুঝে গিয়েছিলেন, সুপারস্টার হওয়ার সমস্ত গুণ রয়েছে অমিতাভের মধ্যে।

Amitabh Bachchan and Jaya Bachchan

এমনকি অমিতাভের কেরিয়ারের শুরুতেই তাঁকে নিয়ে সুপারস্টার রাজেশ খান্নার (Rajesh Khanna) সঙ্গে বিরাট বিবাদেও জড়িয়ে পড়েছিলেন জয়া। সেই সময় অবশ্য ‘মিসেস বচ্চন’ হননি অভিনেত্রী। অমিতাভ ছিলেন তাঁর প্রেমিক। রাজেশ সেই সময়ই ‘বিগ বি’কে নিয়ে এমন কিছু কথা বলেছিলেন যা শোনার পর মেজাজ হারান জয়া। পাল্টা কথা শুনিয়ে দেন রাজেশকে।

আরও পড়ুনঃ ছেঁড়া জামা পরে অর্ধনগ্ন, তাতেই আয় কোটিতে! উরফি জাভেদের ইনকাম শুনে মুখ ঢাকবেন মুকেশ অম্বানি

ঘটনাটি ঘটেছিল ‘বাবর্চি’ ছবির সেটে। সেই ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন রাজেশ এবং জয়া। আচমকাই সবার সামনে অভিনেতা বলতে শুরু করেন, বলিউডে অমিতাভের কোনও ভবিষ্যৎ নেই। জয়া একজন স্ট্রাগলারের পিছনে নিজের সময় নষ্ট করছেন। সেই ব্যক্তিকে বিয়ে করলে তিনি কোনোদিন খুশি হবেন না একথা অবধি বলেছিলেন রাজেশ।

আরও পড়ুনঃ সৌরভ গাঙ্গুলির স্ত্রীর স্কুলে নাচ শিখতে চান? ডোনা গাঙ্গুলির ফিস শুনলে সত্যিই শ্রদ্ধা বেড়ে যাবে

When Jaya Bachchan fought with Rajesh Khanna for Amitabh Bachchan

সবার সামনে প্রেমিকের এত বড় অপমান একেবারেই মেনে নিতে পারেননি জয়া। তিনি রাজেশকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, একদিন এই অমিতাভই ইন্ডাস্ট্রিতে শাসন করবেন।

এমনকি রাজেশকেও ছাপিয়ে যাবেন এই ‘স্ট্রাগলার’। কয়েকদিনের মধ্যেই অক্ষরে অক্ষরে মিলে যায় অভিনেত্রীর কথা। অমিতাভের সাফল্যের আলোয় আস্তে আস্তে ফিকে হতে শুরু করে রাজেশ খান্নার ম্যাজিক। সেই সঙ্গেই প্রমাণিত হয়ে যায় মানুষ চিনতে ভুল করেননি বঙ্গ তনয়া জয়া।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥