• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সৌরভ গাঙ্গুলির স্ত্রীর স্কুলে নাচ শিখতে চান? ডোনা গাঙ্গুলির ফিস শুনলে সত্যিই শ্রদ্ধা বেড়ে যাবে

Dona Gangly Dance School Diksha Manjari : প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) স্ত্রী ডোনা গাঙ্গুলী (Dona Ganguly) আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওডিশি নৃত্যশিল্পী। তাঁর নৃত্য দেখে মুগ্ধ হয়েছেন অনেকে। দেশে-বিদেশে তাঁর পারফরম্যান্স দেখতে উপচে পড়ে দর্শকের ভিড়। এমন অনেকে আছেন যারা ডোনার নাচের প্রতিষ্ঠান (Dance School) দীক্ষামঞ্জরীতে (Diksha Manjari) নিজের সন্তানকে ভর্তি করাতে চান। কিন্তু ভর্তির উপায় এবং খরচ (Fees) সম্বন্ধে কোনও ধারণা না থাকায় পিছিয়ে আসেন। আজকের প্রতিবেদনে তাই এই তথ্যগুলিই আপনাদের জন্য তুলে ধরা হল।

সৌরভ গাঙ্গুলীর স্ত্রীয়ের নাচের স্কুল শুনে অনেকেও প্রথমে ভেবে নেন দীক্ষামঞ্জরীতে নাচ শেখার খরচ হয়তো অনেক বেশি। তবে আদতে কিন্তু এমনটা নয়। সাধারণ পরিবারের ছেলেমেয়েরাও যাতে নাচ শিখতে পারে, সেই হিসেবেই তৈরি করা হয়েছে ডোনা স্কুলের বেতন কাঠামো। সম্প্রতি সৌরভ-পত্নী নিজেই এই বিষয়ে মুখ খুলেছিলেন।

   

Dona Ganguly dance school,Dona Ganguly dance school fees,ডোনা গাঙ্গুলীর নাচের স্কুল,ডোনা গাঙ্গুলীর নাচের স্কুলের বেতন,Dona Ganguly,Dikha Manjari,Dance school,Fees,Indian note,Indian rupees,Indian currency,Sourav Ganguly,ডোনা গাঙ্গুলী,দীক্ষামঞ্জরী,নাচের স্কুল,বেতন,ভারতীয় টাকা,ভারতীয় মুদ্রা,ভারতীয় নোট,সৌরভ গাঙ্গুলী

এইদিন এক নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় ডোনা বলেন, দীক্ষামঞ্জরীতে ভর্তির সময় ১০০০ টাকা দিতে হয়। এছাড়া প্রত্যেক মাসে বেতন হল মাত্র ৬০০ টাকা। দীর্ঘদিন এর থেকে কম বেতন নেওয়া হতো। তবে সম্প্রতি তা বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে। পাশাপাশি এও জানা গিয়েছে যে, অনলাইন ব্যাচে ভর্তির জন্য এখানে কোনও আলাদা ফি নেওয়া হয় না।

আরও পড়ুনঃ ক্ষমাটাও চাইতে পারল না সূর্য, মিশকার ফন্দিতে মৃত্যুর মুখে দীপা! ফাঁস আজকের ধামাকা পর্ব

এর আগে দীক্ষামঞ্জরীর সঙ্গে যুক্ত রঘুনাথ দাসও সেখানে ভর্তির প্রক্রিয়া সম্বন্ধে কথা বলেছিলেন। এক নামী সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, প্রত্যেক মাসের প্রথম দিক করে দীক্ষামঞ্জরীতে ভর্তি প্রক্রিয়া চলে। প্রতি মাসের প্রথম সপ্তাহে নতুন ছাত্রছাত্রীদের অ্যাডমিশন করানো হয়। এরপর ক্লাস শুরু হয়।

আরও পড়ুনঃ অজগর হাতে পোজ দিচ্ছেন ‘মহানায়ক’! নেটপাড়ায় ট্রোলড হতেই মুখ খুললেন সোহম

Dona Ganguly, Dona Ganguly dance school, Dona Ganguly dance school fees

রঘুনাথবাবুর কথায়, ‘শনিবার বিকেল এবং রবিবার সকালে ক্লাস করানো হয়। ১১:৩০ থেকে বিগেইনারস ক্লাস হয়। বিকেলে অর্থাৎ ৬:৩০টার পরে পরবর্তী ব্যাচের ক্লাস হয়’। দীক্ষামঞ্জরীতে যদি অনলাইন ক্লাসে কেউ ভর্তি হতে চায় তাহলে +৯১-৭০০৩৬৬৭৮০৪ নম্বরে ফোন করলে অথবা হোয়্যাটসঅ্যাপ করলে ভর্তির প্রক্রিয়া জানিয়ে দেওয়া হয়।

Dona Ganguly, Dona Ganguly dance school, Dona Ganguly dance school fees

প্রসঙ্গত, শীঘ্রই বড়পর্দায় আসতে চলেছে ‘বাংলার গর্ব’ সৌরভ গাঙ্গুলীর বায়োপিক। শোনা গিয়েছে, ‘দাদা’র চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেয়া আয়ুষ্মান খুরানাকে। এই প্রসঙ্গে ডোনাকে জিজ্ঞেস করা হলে তিনি পরিষ্কার বলেন, ‘আমার আলাদা করে কিছু চাওয়ার নেই। সব অভিনেতা অভিনেত্রীই ভীষণ ট্যালেন্টেড। ফলে এই দায়িত্ব নির্মাতাদের ওপর পুরো ছেড়ে দেওয়াই ভালো’।