• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছেঁড়া জামা পরে অর্ধনগ্ন, তাতেই আয় কোটিতে! উরফি জাভেদের ইনকাম শুনে মুখ ঢাকবেন মুকেশ অম্বানি

Published on:

Urfi Javed Per month Income Net Worth Wiki Bio

Urfi Javed Income : ছেঁড়াফাটা এবং বিচিত্র পোশাক পরে খুব কম সময়ের মধ্যেই ফ্যাশান আইকনে পরিণত হয়ে গিয়েছেন উরফি জাভেদ (Urfi Javed) বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির চর্চিত ব্যক্তিত্বদের তালিকায় ওপরের দিকেই থাকে তাঁর নাম। যদিও নিজের পোশাকের কারণে প্রশংসার থেকে বেশি সমালোচিত হতে হয় উরফিকে। তবে অদ্ভুত অদ্ভুত পোশাক পরেই উরফি এক মাসে কত টাকা আয় (Income) করেন শুনলে আপনি রীতিমতো চমকে যাবেন।

কখনও বস্তা, কখনও সেফটিপিন, কখনও আবার সিম কার্ড দিয়ে পোশাক পরে তাক লাগিয়েছেন উরফি। অনেকেই অভিযোগ করেছেন, ফ্যাশানের নামে শুধু অঙ্গ প্রদর্শনী করেন তিনি। তবে নেটপাড়ায় তুমুল ট্রোলড হলেও উরফি কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (Social Media Influencer) তকমা আদায় করে নিয়েছেন। আর সেখান থেকে প্রত্যেক মাসে মোটা টাকা আয় করেন তিনি।

Urfi Javed, Urfi Javed monthly income, Urfi Javed net worth, Urfi Javed income

শোনা যায়, উরফি নিজেই নিজের সকল পোশাক ডিজাইন করেন। নেটিজেনদের একাংশ ট্রোল করলেও উরফি সেসব কথা বিশেষ গায়ে মাখেন না। নেগেটিভিটিকে তুড়ি মেরে উড়িয়ে দিন দিন বাড়ছে তাঁর জনপ্রিয়তা। সেই সঙ্গেই পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে সম্পত্তির পরিমাণও।

১৯৯৭ সালে লখনৌয়ে জন্ম উরফির। সিটি মন্টেসরি স্কুল থেকে পড়াশোনা করেছেন তিনি। শোনা যায়, খুব কম বয়সেই বোনেদের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে এসেছিলেন তিনি। বাবার সঙ্গে উরফির সম্পর্ক একেবারেই ভালো ছিল না। অল্প বয়স থেকে দাঁতে দাঁত চেপে সংগ্রাম করেছেন তিনি। দীর্ঘ লড়াইয়ের পর আজ এই জায়গায় এসে পৌঁছেছেন উরফি।

Urfi Javed, Urfi Javed monthly income, Urfi Javed net worth, Urfi Javed income

এখন বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার মুখ হিসেবে দেখা যায় উরফিকে। মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, তাঁর আয়ের প্রধান উৎসই হল বিভিন্ন বিজ্ঞাপন। পাশাপাশি ইনস্টাগ্রামে পোস্ট করেও লাখ লাখ টাকা আয় করেন তিনি। শোনা যায় , এখন প্রত্যেক মাসে প্রায় ১.৮ থেকে ২.২ কোটি টাকা আয় করেন উরফি। এছাড়া কোনও ধারাবাহিকে অতিথি হিসেবে মুখ দেখানোর জন্য প্রায় ২৫-৩০ হাজার টাকা চার্জ করেন তিনি। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় ১৭০ কোটি টাকার সম্পত্তির মালকিন উরফি। নিজের দমে তিনি আজ যে জায়গায় পৌঁছেছেন তা সত্যিই প্রশংসনীয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥