• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাসতে গিয়ে কেলেঙ্কারি, শ্রদ্ধার সামনেই সজোরে ‘বাতকর্ম’ সারলেন টাইগার! ফাঁস হাস্যকর ভিডিও

Tiger Shroff Farted in front of Shraddha Kapoor Viral Video: সময়ে-অসময়ে বহুবার বলিউড (Bollywood) অভিনেতা টাইগার শ্রফ (Tiger Shroff) বলেছেন, তিনি শ্রদ্ধা কাপুরকে (Shraddha Kapoor) বেশ পছন্দ করেন। গত বছর ‘কফি উইথ করণ’এ এসেও শক্তি কাপুরের মেয়ের প্রতি নিজের ভালোলাগা জাহির করেছিলেন তিনি। তবে আপনি কি জানেন, একবার নিজের ভালোলাগার মানুষের সামনেই বাতকর্ম (Fart) করে ফেলেছিলেন অভিনেতা। সম্প্রতি নেটপাড়ায় তুমুল ভাইরাল হয়েছে সেই ভিডিও।

বলিউডের হিট জুটিগুলির মধ্যে একটি হল টাইগার এবং শ্রদ্ধার জুটি। ‘বাঘী’ এবং ‘বাঘী ৩’ সিনেমায় নজর কেড়েছিল তাঁদের রসায়ন। একবার শ্রদ্ধাকে পটানোর চেষ্টাও করেছিলেন জ্যাকি শ্রফের ছেলে। কিন্তু তাঁর বাতকর্মের জন্য পুরো নষ্ট হয়ে যায় সেই সুযোগ। পটে যাওয়া তো দূর, বরং হেসে গড়াগড়ি খেতে থাকেন শ্রদ্ধা।

   

Shraddha Kapoor and Tiger Shroff, Tiger Shroff fart in front of Shraddha Kapoor

সম্প্রতি নেটপাড়ায় (Social Media) টাইগার-শ্রদ্ধার একটি ভিডিও (Video) তুমুল ভাইরাল (Viral) হয়েছে। দু’টি ভিডিও এডিট করে সেই ভিডিওটি বানানো হয়েছে। ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, শ্রদ্ধা বলছেন তাঁর প্রিয় গান হল ‘সব তেরা’। অভিনেত্রীর জবাব শোনার পর টাইগার বলেন তাঁর প্রিয় গান হল ‘সব আপকা’। টাইগারের এই কিউট জবাব শুনে কিছুটা ব্লাশ করতেও দেখা যায় শক্তি-কন্যাকে।

কিন্তু এরপরেই শ্রদ্ধার ব্লাশ বদলে যায় দমফাটা হাসিতে। ভিডিওয়  এরপর দেখা যায়, টাইগার এবং শ্রদ্ধা একটি খেলা খেলছেন। সেই সময় উত্তেজিত হয়ে ঘুরে বসতে গিয়েই বাতকর্ম করে ফেলেন টাইগার। আর তা দেখেই শ্রদ্ধা সহ সেখানে উপস্থিত সকলে হাসতে শুরু করে দেন।

আরও পড়ুনঃ ভারতীয় সিনেমার সবচেয়ে দামি নায়ক! ‘পুষ্পা ২’ এর জন্য কত কোটি দর হাঁকালেন আল্লু অর্জুন?

Shraddha Kapoor and Tiger Shroff, Tiger Shroff fart in front of Shraddha Kapoor

টাইগার-শ্রদ্ধার এই ভিডিও দেখে নেটপাড়াতেও হাসির রোল উঠেছে। একজন নেটিজেন যেমন লিখেছেন, ‘টাইগার ভুল জায়গা দিয়ে গর্জে উঠেছে’। দ্বিতীয়জনের আবার মন্তব্য, ‘এত চেহারা বানানোর কী ফল, যদি হাসলেই বাতকর্ম হয়ে যায়!’

আরও পড়ুনঃ বিয়ের এক বছরের মধ্যেই ভাঙছে সংসার, আচমকা ডিভোর্সের পথে হাঁটছেন রণবীর-আলিয়া!

 

View this post on Instagram

 

A post shared by Rahul Memes ? (@rahultranic)


প্রসঙ্গত, দিশা পাটানির সঙ্গে ব্রেক আপ হওয়ার পর গত বছর ‘কফি উইথ করণ’এ গিয়ে শ্রদ্ধার প্রতি নিজের ভালোলাগার কথা জাহির করেছিলেন টাইগার। অভিনেতা বলেছিলেন, ‘আমার সবসময় শ্রদ্ধা কাপুরকে খুব ভালোলাগে। আমার মনে হয় ও দারুণ’।