Alia Bhatt Ranbir Kapoor Divorce Rumour: গত বছর ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়েছিলেন বলিউডের (Bollywood) দুই নামী তারকা রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। বিয়ের ৭ মাসের মধ্যেই তারকাজুটির ঘর আলো করে এসেছে সন্তান রাহা কাপুর। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তার মাঝেই এল খারাপ খবর! শোনা যাচ্ছে, বিচ্ছেদের (Divorce) পথে হাঁটছেন ‘রণলিয়া’।
কয়েকদিন আগেই নাম না করেই রণবীর-আলিয়ার সম্পর্ক (Relationship) ভাঙার ইঙ্গিত দিয়েছিলেন বলিউডের নামী অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি দাবি করেন, ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেতা নিজের মায়ের জন্মদিন পালন করতে একাই বিদেশে উড়ে গিয়েছেন। স্ত্রী এবং মেয়েকে সঙ্গে নেননি। কঙ্গনা আরও দাবি করেন, সেই অভিনেতা নাকি বিদেশ থেকে তাঁকে মেসেজও করেছিলেন দেখা করার জন্য।
কঙ্গনার এই বক্তব্য শুনেই সকলে বুঝে গিয়েছিলেন ‘রণলিয়া’র দিকে ইঙ্গিত করছেন তিনি। এবার মিস্টার অ্যান্ড মিসেস কাপুরের সম্পর্ক ভাঙা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বলিউডের আর এক জনপ্রিয় অভিনেতা। সেই অভিনেতা আর কেউ নন, বি টাউনের বিস্ফোরক তারকা কামাল আর খান তথা কেআরকে (KRK)। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করে একাধিক বিস্ফোরক দাবি করেন তিনি।
কেআরকে দাবি করেন, ‘রণবীর এবং আলিয়ার মধ্যে ভীষণ অশান্তি হচ্ছে। কারণ রণবীরের পরিবার আলিয়াকে একেবারে পছন্দ করে না’। তিনি আর দাবি করেন, ‘কঙ্গনা রানাউত তো এটাও বলেছেন যে এক আবাসনে থাকলেও নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে একটি ফ্লোরে থাকেন রণবীর। অপরদিকে মেয়ে রাহাকে নিয়ে অন্য একটি ফ্লোরে থাকেন আলিয়া’।
প্রথমে কঙ্গনা, এখন কেআরকে, পরপর দুই তারকা রণবীর-আলিয়ার সম্পর্ক ভাঙা নিয়ে মুখ খুলেছেন। তাহলে কি সত্যিই বি টাউনের এই তারকাজুটির সম্পর্কের অবনতি হচ্ছে? অনেকের মনেই উঁকি দিচ্ছে এই প্রশ্ন। তবে নেটিজেনদের একটি বৃহৎ অংশ কেআরকে কথাকে পাত্তা দিতে নারাজ।
তাঁদের বক্তব্য, অতীতে প্রচুর আলটপকা মন্তব্য করেছেন কেআরকে। রণবীর-আলিয়ার সম্পর্ক ভাঙার বিষয়টিও তেমনই। ‘রণলিয়া’র ফ্যানরাও কঙ্গনা-কেআরকের বক্তব্যকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না বলে খবর। এমনকি মিস্টার অ্যান্ড মিসেস কাপুরও এই রটনার বিষয়ে কোনও মন্তব্য করেননি।