• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক থাপ্পড়ে গালে তিন আঙুলের ছাপ! সানি দেওলকে কেন বেধড়ক মেরেছিলেন ধর্মেন্দ্র জানেন?

বলিউড (Bollywood) সুপারস্টার ধর্মেন্দ্রর (Dharmendra) বড় ছেলে হলেন সানি দেওল (Sunny Deol)। ছোট থেকেই বাবার ভীষণ আদরের তিনি। বড় ছেলে অন্ত প্রাণ ‘শোলে’ অভিনেতা। বড় হওয়ার পর বাবার দেখানো পথে হেঁটেই অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন সানি। তবে আপনি কি জানেন, একবার এই আদরের ছেলেকে থাপ্পড় (Slap) মেরে গালে তিন আঙুলের ছাপ ফেলে দিয়েছিলেন ধর্মেন্দ্র। নিজে মুখেই সেই ঘটনা শেয়ার করেছেন ‘গদর’ (Gadar) অভিনেতা।

আশির দশকে অভিনেতা হিসেবে কেরিয়ার শুরু হয় সানির। প্রায় পাঁচ দশক দীর্ঘ এই কেরিয়ারে তিনি যেমন সাফল্য পেয়েছেন তেমনই ব্যর্থতার সম্মুখীনও হয়েছেন। প্রযোজনা, পরিচালনা, অভিনয়- সব কিছু একসঙ্গে করতে গিয়ে একসময় ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গিয়েছিলেন ধর্মেন্দ্র-পুত্র। চলতি বছর ‘গদর ২’র (Gadar 2) ব্লকবাস্টার সাফল্যের সঙ্গে নিজের হারানো সিংহাসন পুনরুদ্ধার করেছেন সানি।

   

Gadar 2 The Katha Continues Cast Sunny-Deol Amisha Patil Utkarsh Sharma And other Cast Fees

রিলিজের তিন সপ্তাহের মধ্যে ৫০০ কোটি ছুঁইছুঁই ‘গদর ২’র বক্স অফিস কালেকশন। চলচ্চিত্র বিশেষজ্ঞ থেকে শুরু করে দর্শক- প্রত্যেকে এখন সানির প্রশংসায় পঞ্চমুখ। সংবাদমাধ্যমগুলি ভর্তি তাঁর সাক্ষাৎকারে। সম্প্রতি যেমন এমনই এক আলাপচারিতার সময় অভিনেতা জানান, কীভাবে ছোটবেলায় বাবার হাতে বেধড়ক মার খেয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ ডাবল রোল থেকে লেভেলের অ্যাকশন! রিলিজের আগেই বক্স অফিস কাঁপাচ্ছে শাহরুখের ‘জওয়ান’র ট্রেলার

কয়েক দিন আগে সানি বলেন, তাঁর ছোটবেলা বেশ কষ্টে কেটেছে। সামান্য লেখাপড়া করতে প্রচুর কষ্ট করতে হতো তাঁকে। কারণ তিনি দীর্ঘ সময় ধরে ডিসলেক্সিয়ায় ভুগেছেন। অভিনেতা বলেন, ‘শৈশবে আমি ডিসলেক্সিক ছিলাম। তখন তো এসব রোগের বিষয়ে আমরা কেউ জানতাম না। আমি ঠিক করে লেখাপড়া করতে পারতাম না। সবাই আমায় বোকা বলতো। ছোটবেলায় কত চড়-থাপ্পড় খেয়েছি আমি’।

আরও পড়ুনঃ বাংলা তথা বাবার গর্ব! বিলেতেও সৌরভের মুখ উজ্জ্বল করল মেয়ে সানা গাঙ্গুলী

Sunny Deol and Dharmendra, Dharmendra slapped Sunny Deol

অবশ্য শুধু রোগের কারণেই নয়, ছোটবেলায় দুষ্টুমির কারণেও প্রচুর মার খেয়েছেন সানি। অভিনেতার কথায়, ‘বাবা একবার আমায় মেরে গালে তিন আঙুলের ছাপ ফেলে দিয়েছিল। আসলে আমি ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম। নানান রকম কাণ্ড ঘটিয়ে বেড়াতাম। সেবারও এমনই কিছু একটা করেছিলাম। তবে কী করেছিলাম এখন ভুলে গিয়েছি’। বয়সের সঙ্গে সানির দুষ্টুমি অনেকটাই কমে গিয়েছে। তবে অভিনেতার রাগ কিন্তু এখনও একই রকম আছে। বি টাউনের অন্দরে কান পাতলে এখনও ধর্মেন্দ্র-পুত্রের রাগের নানান ‘কিসসা’ শুনতে পাওয়া যায়।

site