• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলা তথা বাবার গর্ব! বিলেতেও সৌরভের মুখ উজ্জ্বল করল মেয়ে সানা গাঙ্গুলী

Published on:

Sourav Ganguy daughter Sana Ganguly Completed graduation from London Global University

Sourav Ganguly’s Daughter Sana Ganguly : সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) নামটাই যথেষ্ট, বাচ্চা থেকে বুড়ো সকলেই তাকে চেনে। লর্ডসের মাঠে দাদার জার্সি ঘোরানো আজ শিহরণ জাগিয়ে তোলে বাঙালির মনে। সপ্রতি দেশের বাইরে লন্ডনেও ছক্কা হাঁকালেন সৌরভ। তবে এবার ঠিক সৌরভ নন, বরং বাবার মতোই পরিবারের নাম উজ্জ্বল করল মেয়ে সানা গাঙ্গুলী (Sana Ganguly)। হ্যাঁ পড়াশোনার জন্য লন্ড গ্লোবাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন তিনি। এবার সেখান থেকেই অর্থনীতিতে স্নাতক হলেন সানা।

কয়েকবছর আগেই জানা গিয়েছিল উচ্চশিক্ষার জন্য মেয়েকে লন্ডনে পাঠাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। মেয়েকে বিদেশে রেখে এসে কার্যত মনমরা হয়ে গিয়েছিলেন ক্রিকেটের মহারাজ। কিন্তু ঐ যে কথায় বলে, সময় দেখতে দেখতে কেটে যায়! তেমনি পড়াশোনা শেষ, তবে এতদিনে লন্ডন সানা সহ সৌরভ ও ডোনা গাঙ্গুলীর কাছে দ্বিতীয় বাড়িতে পরিণত হয়েছে। তাই তো সুযোগ পেলেই উড়ে যেতেই সেখানে মেয়ের সাথে ছুটি কাটাতে।

Sourav Ganguly daughter, Sana Ganguly, Sana Ganguly job

সম্প্রতি মেয়ের সাথে কিছুদিন ছুটি কাটানোর উদ্দেশ্যে সস্ত্রীক লন্ডনে উড়ে গিয়েছেন সৌরভ গাঙ্গুলী। এরই মাঝে আগামী ৬ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ষাঁড় বিশ্ব বিদ্যালয়ের কনভোকেশন অনুষ্ঠান। মেয়ের সাফল্যে মা-বাবা হিসাবে সেখানে উপস্থিত থাকবেন সৌরভ-ডোনা। এরপর ২৩-২৪ শে সেপ্টেম্বর আবারও দেশে ফিরবেন তাঁরা।

আরও পড়ুনঃ ‘ওঁরাই ভারতের ফ্যামিলি নং ১ ‘! অমিতাভ বচ্চনের হাতে রাখি পরিয়ে ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর

সৌরভ-ডোনা দেশে ফিরলেও মেয়ে সানা কিন্তু এখনই ফিরছেন না। কনভোকেশন শেষে মা বাবার সাথে বেশ কিছুদিন কুষ্টি কাটাতে চাইছেন তিনি। তারপর আরও উচ্চশিক্ষার জন্য আপাতত লন্ডনেই থাকতে চান তিনি। তবে বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজোয় দেশে ফিরবেন, কলকাতায় ঠাকুর দেখবেন।

আরও পড়ুনঃ মিমি চক্রবর্তীর বোনঝি থেকে পর্দার সবার প্রিয় কমলা! ১১ বছর বয়সেই ছোট-বড় পর্দা কাঁপাচ্ছে অয়ন্যা

Sourav Ganguly daughter, Sana Ganguly, Sana Ganguly job

এদিকে দেশে ফিরলেই বেশ কিছু গুরু দায়িত্ব অপেক্ষায় থাকছে সৌরভের জন্য। আগামী ৩০শে সেপ্টেম্বর আয়োজিত হবে CAB এর বার্ষিক সাধারণ সভা। সেখানে দেখা যেতে পারে তাঁকে। আসন্ন বিশ্বকাপের ৫টি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনে আয়োজন হওয়ার কথা। তাই বিশ্বকাপের সময় কলকাতাতেই থাকবেন সৌরভ গাঙ্গুলী, সামলাবেন গুরুত্ত্বপূর্ন দায়িত্ব।

প্রসঙ্গত, শুধু ক্রিকেটের মাঠে নয় টেলিভিশনের পর্দাতেও তাঁর খেলা জমজমাট। ইতিমধ্যেই দাদাগিরি সিজেন ১০ এর ঘোষণা হয়ে গিয়েছে। নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই উচ্ছসিত দর্শকেরা অপেক্ষায় রয়েছেন দাদাগিরির সম্প্রচার শুরু হওয়ার। প্রোমোর ‘বাঙালি রয়েল বেঙ্গল টাইগার, দু পা পিছলেও সামনে ঝাঁপাতে ভুলি না’ ইতিমধ্যেই সুপারহিট হয়ে গিয়েছে নেটপাড়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥