• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ডাবল রোল থেকে লেভেলের অ্যাকশন! রিলিজের আগেই বক্স অফিস কাঁপাচ্ছে শাহরুখের ‘জওয়ান’র ট্রেলার

Published on:

Shahrukh Khan Jawan Trailer launched and became instant hit

Shahrukh Khan Jawaan Trailer : আর মাত্র ৬ দিনের অপেক্ষা। এরপরেই প্রেক্ষাগৃহে রিলিজ করবে শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘জওয়ান’ (Jawan)। ‘বাদশা’র কেরিয়ারের প্রথম প্যান ইন্ডিয়া ছবি এটি। অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমার বাজেট যেমন আকাশছোঁয়া, তেমনই কাস্টিংও চোখধাঁধানো। ‘জওয়ান’র টিজার দেখেই দর্শকরা বুঝে গিয়েছিলেন, মাস এন্টারটেইনার এই ছবিতে থাকবে একাধিক চমক। তখন থেকেই ট্রেলারের (Trailer) অপেক্ষায় ছিলেন তাঁরা। অবশেষে বৃহস্পতিবার সেই অপেক্ষার অবসান হল।

গত কয়েক মাস ধরে রীতিমতো দিন গুনছেন শাহরুখের অনুরাগীরা। ‘জওয়ান’র ট্রেলার কবে রিলিজ করবে সেই অপেক্ষায় ছিলেন তাঁরা। এতদিন ধরে এই কৌতুহল জিইয়ে রেখেছিলেন অ্যাটলি (Atlee Kumar) এবং তাঁর টিম। অবশেষে রিলিজের মাত্র ৭ দিন আগে প্রকাশ্যে এল ‘কিং খান’র এই মেগা বাজেট সিনেমার ট্রেলার (Jawan Trailer)

Jawan trailer, Shah Rukh Khan in Jawan

‘জওয়ান’র হাইভোল্টেজ ট্রেলার দেখার পর শাহরুখ অনুরাগীদের উন্মাদনা কয়েকগুণ বেড়ে গিয়েছে। ছবির ট্রেলার দেখে মনে হচ্ছে, দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। একই সঙ্গে বাবা এবং ছেলের ভূমিকায় দেখা যাবে তাঁকে। সেই সঙ্গেই ছবিতে রয়েছে ধুন্ধুমার অ্যাকশন এবং চমৎকার সংলাপ।

আরও পড়ুনঃ বাংলা তথা বাবার গর্ব! বিলেতেও সৌরভের মুখ উজ্জ্বল করল মেয়ে সানা গাঙ্গুলী

‘জওয়ান’র ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে, একজন দুষ্কৃতি গোটা একটি মেট্রো রেল হাইজ্যাক করে নিয়েছে। সেই দুষ্কৃতি আর কেউ নন, খোদ শাহরুখ! এরপর দেখা যায়, পুলিশ তাকে জিজ্ঞেস করছে আপনি কি চান? উত্তর আসে, ‘আলিয়া ভাট’। সেই সঙ্গেই জানা যায়, মেট্রো রেল হাইজ্যাক করলেও সবাই নাকি এই দুষ্কৃতির ফ্যান। ঊর্ধ্বতন অফিসার নয়নতারাকে এমনটাই বলেন সুনীল গ্রোভার। তবে ট্রেলার দেখে এটাও বোঝা গিয়েছে, এই দুষ্কৃতির সঙ্গেই একটা সময় প্রেম ছিল নয়নতারার।

আরও পড়ুনঃ ‘ওঁরাই ভারতের ফ্যামিলি নং ১ ‘! অমিতাভ বচ্চনের হাতে রাখি পরিয়ে ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর

Jawan trailer, Shah Rukh Khan in Jawan

কেন শাহরুখ-নয়নতারার সম্পর্ক ভাঙল সেটা অবশ্য খোলসা করা হয়নি ট্রেলারে। সেটা জানা যাবে ছবি রিলিজের পর। এদিকে ট্রেলারে দেখা মিলেছে খলনায়ক ‘কালী’ ওরফে বিজয় সেতুপতির। কয়েক সেকেন্ডে নজর কেড়েছেন দীপিকা পাড়ুকোনও। সেই সঙ্গেই কানে এসেছে বেশ কিছু শিহরণ জাগানো সংলাপ।

একটি দৃশ্যে যেমন শাহরুখকে বলতে শোনা যাচ্ছে, ‘আমরা জওয়ান, নিজের দেশের জন্য হাজার বার জান লড়িয়ে দিতে পারি, কিন্তু তোমাদের মতো মানুষ যারা দেশকে বিক্রি করে দেয় তাদের জন্য নয়। তাই কালী তোমার সঙ্গে কোনও চুক্তি নয়’। ‘জওয়ান’র ট্রেলার দেখেই পরিষ্কার এই ছবিতে বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন লুকে দেখা মিলবে ‘কিং খান’র। তবে কোন লুকের পিছনে কী গল্প আছে তা জানা যাবে ছবি রিলিজের পরেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥