• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক মুহূর্ত খোলেন না! শাহরুখের প্রাণের চেয়েও প্রিয় গলার লকেটের রহস্য জানলে বেড়ে যাবে শ্রদ্ধা

Published on:

When Bollywood actor Shah Rukh Khan showed his gold locket featuring his parents’ picture

নেপোটিজমে ভরা বলিউডে (Bollywood) নিজের দমে গোটা সাম্রাজ্য তৈরি করেছেন ‘বাদশা’ শাহরুখ খান (Shah Rukh Khan)। দিল্লির এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে থেকে তিনি আজ হয়ে উঠেছেন কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। ধন সম্পত্তি থেকে শুরু করে অনুরাগীদের ভালোবাসা, আজ সবকিছু রয়েছে শাহরুখের কাছে। তবুও একটি যন্ত্রণা তাঁকে প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খায়। আর সেই যন্ত্রণা হল, অকালে নিজের মা-বাবাকে (Parents) হারানোর।

১৯৮১ সালে ক্যান্সার আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন শাহরুখের বাবা মীর তাজ মহম্মদ খান (Meer Taj Mohammed Khan)। বাবাকে হারানোর ১০ বছরের মাথায় মাকে হারান শাহরুখ। ছেলের এত জনপ্রিয়তা, সাফল্য কোনও কিছুই দেখে যেতে পারেননি অভিনেতার মা-বাবা। আজ কেরিয়ারে এত সফলতা পেলেও সেই কষ্ট ভুলতে পারেননি শাহরুখ। তবে মা-বাবা না থাকলেও তাঁদের আশীর্বাদ কিন্তু শাহরুখের সঙ্গে সবসময় আছে। একটি লকেটের (Locket) আকারে অভিনেতা সেই আশীর্বাদ নিজের কাছে রেখে দিয়েছেন।

Shah Rukh Khan, Shah Rukh Khan parents, Shah Rukh Khan locket

২০১৬ সালে ‘রইস’ (Raees) রিলিজের সময় শাহরুখ নিজের এই লকেট নিয়ে প্রথমবার জনসমক্ষে মুখ খুলেছিলেন। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় এক সাংবাদিক অভিনেতাকে জিজ্ঞেস করেন, ‘রইস’এ তিনি একটি বিশেষ লকেট পরেছেন। সেটার নেপথ্য রহস্য কী?

আরও পড়ুনঃ ২০০০ কোটি পারবে ‘জওয়ান’! সাফল্যের আশায় মেয়ে সুহানাকে নিয়ে তিরুপতির দরবারে শাহরুখ খান

সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে শাহরুখ বলেন, ‘আমি কোনও জিনিসের প্রতি সাধারণত অ্যাটাচড হই না। কিন্তু একবার এক জন্মদিনে আমি এই লকেটটা বানিয়েছিলাম। এটা একটা আশীর্বাদ, যা আমার মা-বাবা আমার জন্য করতো। এই লকেটে আমার মা-বাবার ছবিও রয়েছে’। একথা বলে সবার সামনে সেই লকেট খুলে মা-বাবার ছবি দেখান ‘কিং খান’।

আরও পড়ুনঃ কোটিপতি হলেও নেই মাথার ওপরে ছাদ! আজও ভাড়াটে হয়েই দিন কাটান এই ৮ বলিউড তারকা

Shah Rukh Khan parents, Shah Rukh Khan locket

একইসঙ্গে শাহরুখ বলেন, ‘রইস’র নির্মাতারা তাঁর লুকের সঙ্গে একটি তাবিজ যোগ করতে চেয়েছিলেন। সেকথা জানতে পেরে শাহরুখ নিজের এই লকেট তাঁদের দেখান। কারণ তাঁর এই লকেট অনেকটা তাবিজের মতোই দেখতে। সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান ছবির নির্মাতারা। এরপরেই ‘রইস’এ এই বিশেষ লকেট পরেন শাহরুখ। মা-বাবা কাছে না থাকলেও এই লকেটের মাধ্যমে তাঁদের নিজের কাছে আগলে রেখেছেন অভিনেতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥