• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডে কাজ করে বেড়েছে অহংকার! পরমব্রতকে নিয়ে বিস্ফোরক পর্দার ‘শিমুল’ মানালি

Updated on:

Manali Dey talks about Parambrata Chatterjee

বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির (Tollywood) দুই জনপ্রিয় তারকা হলেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এবং মানালি দে (Manali Dey)। একজন টলিউডের পাশাপাশি বলিউডেও চুটিয়ে কাজ করছেন। অপরজন বাংলা টেলিভিশনের প্রথম সারির নায়িকা। ইতিমধ্যেই বড়পর্দাতেও কাজ করে ফেলেছেন তিনি। এবার পরমব্রতকে নিয়েই অভিযোগের সুর শোনা গেল মানালির গলায়।

ঘটনাটি অবশ্য এখন ঘটেনি। বরং বেশ কয়েক বছর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত ‘দাদাগিরি’র (Dadagiri) মঞ্চে পরমব্রতকে নিয়ে মুখ খুলেছিলেন ‘কার কাছে কই মনের কথা’ নায়িকা। সবার সামনে দাঁড়িয়েই পর্দার শিমুল বলেছিলেন, অভিনেতা নাকি খুব রুড! সেই সঙ্গেই জানিয়েছিলেন পরমকে ‘রুড’ বলার কারণটাও।

Manali Dey and Parambrata Chatterjee

আসলে ছোটবেলায় আমরা প্রত্যেকেই এমন কিছু না কিছু কাজ করে থাকি যা বড় হওয়ার পর মনে পড়লে লজ্জা লাগে। একবার যেমন ‘দাদাগিরি’র মঞ্চে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন মানালি। বেশ কয়েক বছর আগে সৌরভের (Sourav Ganguly) শোয়ের একটি বিশেষ পর্বে প্রতিযোগী হিসেবে খেলতে এসেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, মানালি দে, গৌরব চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তীর মতো তারকারা।

আরও পড়ুনঃ মেঘই ঠিক ছিল, ক্ষমা চেয়ে নিজেকে শেষ করে দেবে গিনি! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র পর্ব

সেই পর্বেই সৌরভ ফাঁস করেন, মানালি পরবব্রতর বিরাট বড় ফ্যান। একথা শোনা মাত্রই লজ্জায় লাল হয়ে যায় অভিনেত্রীর মুখ। অপরদিকে পরমব্রত বলেন, ‘না না, আমার মনে হয় না মানালি আমার ফ্যান’। শেষমেষ সৌরভের জোরাজুরিতে সত্যিটা স্বীকার করে নেন পর্দার শিমুল। সেই সঙ্গেই বহু বছর পুরনো এক গল্পও ফাঁস করেন তিনি।

আরও পড়ুনঃ মিশকার গর্ভে সূর্যর সন্তান, DNA রিপোর্ট পেতেই তুলকালাম! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধুন্ধুমার পর্ব

Manali Dey and Parambrata Chatterjee

মানালি বলেন, ‘আমি তখন তৃতীয় কিংবা চতুর্থ শ্রেণিতে পড়ি। সেই সময় পরমদাকে আমার দারুণ লাগতো। আর তখন তো ল্যান্ডলাইন ছিল। আমি জোগাড় করেছিলাম নম্বর। মাঝেমধ্যেই আমি ব্ল্যাঙ্ক কল করতাম। আর পরমদা ফোন ধরে বলতো, এখন কথা বলতে পারবো না, ব্যস্ত আছি। কী রুড ছিল’। মুখে একগাল হাসি নিয়েই পরমব্রতর বিরুদ্ধে এহেন অভিযোগ আনেন মানালি। সে ঘটনা শুনে তখন হাসির রোল উঠেছে সেটে।

প্রসঙ্গত, এই মুহূর্তে মানালি অভিনয় করছেন জি বাংলার চর্চিত ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’য়। শিমুল চরিত্রে অভিনয় করে আদায় করে নিয়েছেন দর্শকদের ভালোবাসা। অপরদিকে পরমব্রত ব্যস্ত নিজের সিনেমার কাজ নিয়ে। টলিউড এবং বলিউড, দুই ইন্ডাস্ট্রিতেই চুটিয়ে কাজ করছেন অভিনেতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥