• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিশকার গর্ভে সূর্যর সন্তান, DNA রিপোর্ট পেতেই তুলকালাম! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধুন্ধুমার পর্ব

Updated on:

Surjo's DNA test report positive Anurager Chhowa serial latest update

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa) সূর্য-দীপার মিল হতেই নতুন ষড়যন্ত্রের জাল বিছিয়ে তৈরি মিশকা (Mishka)। ল্যাবটরিতে রাখা ফ্রোজেন স্পার্ম নিয়ে ইতিমধ্যে প্রেগন্যান্ট হয়ে গিয়েছে মিশকা । এবার নিজের এই প্রেগনেন্সিকে হাতিয়ার করেই সূর্যকে নিজের কাছে আনা আনার মোক্ষম চাল দিয়েছে মিশকা। অন্যদিকে দীপাও মিশকাকে হাড়ে হাড়ে চেনে।

তাই দীপা খুব ভালো করেই জানে মিশকা যতই কাগজের প্রমাণ নিয়ে আসুক না কেন সূর্য নির্দোষ। তাই গত পর্বেই দেখা গিয়েছে মিশকার  বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে সোনা-রুপাকে নিয়ে মিশকার বাড়ি গিয়েছিল দীপা। কিন্তু হাতে কোন প্রমাণ এসে পড়ার আগেই সেখানে হাজির হয় সূর্য আর মিশকার এক পরিচিত স্যার। যিনি পেশার ডাক্তার। আর তারপরেই তার সামনে অসহায় সাজার নাটক করে দীপাকে  ভিলেন বানিয়ে দেয় মিশকা।

Surjo's DNA test report positive Anurager Chhowa serial latest update

এখানেই শেষ নয় এরপর স্যারকে নিয়ে মিশকা চলে যায় পুলিশ স্টেশনে। সেখানে গিয়েও অসহায় সাজার ভান করে নিজের মিথ্যের ঝুলি খুলে বসে সে। এরপর দেখা যাবে দীপাকে অ্যরেস্ট করার জন্য সেনগুপ্ত বাড়িতে পুলিশ হাজির হবে মিশকা।  শুধু তাই নয়, এদিন পুলিশ নিয়ে এসে মিশকা এমন ভাবে দীপার বিরুদ্ধে অভিযোগ করবে যে মুহূর্তের জন্য দিপাকে ভুল বুঝবে লাবণ্য সেনগুপ্ত থেকে শুরু করে সূর্যও।

আরও পড়ুনঃ আর কিছু হারানোর নেই! জীবনের সবচেয়ে বড় শূন্যতা নিয়ে মুখ খুললেন ‘পুতুল’ অভিনেত্রী শ্রীতমা

কিন্তু সেই সময় দীপার পাশে দাঁড়াবে কাকাই। তিনি সবাইকে বোঝাবেন দীপা কোন পরিস্থিতিতে এমনটা করতে বাধ্য হয়েছে। এরপর দেখা যাবে ডিএনএ টেস্টের (DNA Test) রিপোর্টের কথা ভেবে ভয়ে সূর্যের বুকে মাথা রেখে কান্নায় ভেঙে পড়বে দীপা।  এরপর হাসপাতালে মিশকার  কথামতো ডিএনএ টেস্ট করাতে হাজির হবে সূর্য। তারপর টেস্টের রিপোর্ট নিয়ে মিশকা আর ওই স্যার  আবার হাজির হবে সেনগুপ্ত বাড়িতে।

আরও পড়ুনঃ TRP কমতেই দুঃসংবাদ, পুজোর আগে গাঁটছড়া শেষ হওয়া নিয়ে মুখ খুললেন ‘দ্যুতি’ শ্রীমা

Surjo's DNA test report positive Anurager Chhowa serial latest update

এদিন আশঙ্কাকে সত্যি করেই ডিএনএ টেস্টের রিপোর্ট পজিটিভ আসায় পায়ের তলা থেকে মাটি সরে যায় গোটা সেনগুপ্ত বাড়ির সদস্যদের। কিন্তু সূর্য কিছুতেই বুঝে উঠতে পারে না কিভাবে এই রিপোর্ট পজিটিভ আসে। তখন রাগের মাথায় সূর্য তেড়ে যাবে মিশকার দিকে। অন্যদিকে এই রিপোর্ট দেখে নিজেকে সামলে রাখতে পারে না লাবণ্য। এখন দেখার মিশকার চলে কি সত্যিই আরও একবার ভেঙে যাবে সূর্য- দীপার সংসার? নাকি প্রতিবারের মতো এবারও পাশা পাল্টে দিয়ে মিশকাকে আবারও হারিয়ে দেবে দীপা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥