• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

WhatsApp এ আসছে নতুন ফিচার ইন-অ্যাপ নোটিফিকেশন, স্ক্রিনেই ভেসে উঠবে মেসেজ

সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ Whatsapp। বর্তমান যুগে হোয়াটস্যাপ প্রায় প্রতিটি ব্যক্তির ফোনেই রয়েছে। চ্যাটিং থেকে কাজ এই সোশ্যাল নেটওরকিং অ্যাপের ওপর ভরসা করেই হয় অনেক কিছু। WhatsApp প্রতিনিয়ত তার অ্যাপে নতুন নতুন আপডেট ও পরিবর্তন আনে। সময়ের সাথে সাথে নিজেকে আপডেটেড রাখে হোয়াটস্যাপ। তাই গ্রাহকদের সুবিধার জন্য অনেক নতুনত্ব ফিচার অ্যাড করা হয়। এবার আরেকটি দুর্দান্ত ফিচার নিয়ে কাজ করছে হোয়াটস্যাপ। নতুন এই ফিচারটি হল ইন অ্যাপ নোটিফিকেশন।

WhatsApp তার ব্লগ WABetaInfo এর মাধ্যমে প্রতিটি ছোট থেকে বড় আপডেটের খবর তার গ্রাহকদের কাছে পৌঁছে দেয়। সেই WABetaInfo এর তথ্যানুযায়ী, হোয়াটস্যাপ নতুন এই ফিচারটিতে কাজ চালু করেছে। যার ফলে মোবাইলের স্ক্রীনেই ভেসে উঠবে ব্যানার।  যা ক্লিক করলেই নির্দিষ্ট ওয়েবসাইটে পৌঁছে যাবেন হোয়াটস্যাপ ব্যবহারকারী। আসলে ইটা চ্যাটের জন্য নয়, সম্ভবত অ্যাডের সুবিধার জন্য তৈরী হচ্ছে এটি।

   

অন্যদিকে হোয়াটস্যাপ নিজেদের শর্তাবলীতে কিছু পরিবর্তন আন্তে চলেছে। যেমনটা জানা যাচ্ছে, অ্যাপের ব্যবহারকারীদের  ইউজার ডেটা ব্যবহার সংক্রান্ত নিয়মে পরিবর্তন আস্তে চলেছে। আগামী কিছু দিনের মধ্যেই নতুন শর্তাবলী আপডেট হয়ে যাবে। তখন আপনাকে নতুন শর্তাবলী মেনে I  Agree তে ক্লিক করতে হবে। নাহলে বন্ধ হয়ে যাবে আপনার হোয়াটস্যাপ পরিষেবা। সম্ভবত, আগামী বছরের ফ্রেবুয়ারী মাসের মধ্যেই এই নতুন শর্তাবলী একসেপ্ট করতে হবে হোয়াটসাপের গ্রাহকদের।