• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মদ্যপ্রেমীদের জন্য খারাপ খবর রাজ্যজুড়ে বিপুল পরিমাণ বেড়ে গেল বিলিতি মদের দাম

কালীপুজো এবং শীতের মরশুমে দুঃসংবাদ সূরা প্রেমীদের জন্য। গতকাল থেকে দাম বেড়ে গিয়েছে সমস্ত বিলিতি মদের। এর আগেই লকডাউনের পর করোনার ট্যাক্স বসিয়ে মদের দামে অতিরিক্ত 30 শতাংশ ট্যাক্স বসানো হয়েছিল পশ্চিমবঙ্গে। এবার দাম বাড়লো আরও।

আবগারি দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, 1 নভেম্বর থেকে গোটা রাজ্য জুড়ে দাম বাড়ছে মদের। ছোট বোতলের সঙ্গে সামঞ্জস্য রেখে আনুপাতিক হার দাম বাড়ানো হচ্ছে বড় বোতলের।

   

আবগারি দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আগে যেমন 180, 375, 750 মিলিলিটারের বোতল পাওয়া যেত, এখন থেকে বেশ কিছু মদের ক্ষেত্রে 500 মিলিলিটারের বোতলও পাওয়া যাবে। সেগুলোর ক্ষেত্রেও 180 মিলিলিটারের সঙ্গে সামঞ্জস্য রেখেই আনুপাতিক হারে দাম নির্ধারিত হবে।

আগে ছোট বোতলের দাম তুলনামূলক বেশি ছিল কিন্তু সে ক্ষেত্রে বড় বোতল কিনলে কিছুটা সাশ্রয় হতো। তবে এখন থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে সেই নিয়ম। বিজ্ঞপ্তি অনুযায়ী, 180 মিলিলিটার বোতলের দাম যদি 235 টাকা হয় তাহলে তার 375 মিলিলিটার বোতলের দাম হবে 490 টাকা। এবং 750 মিলিলিটার বোতলের দাম হবে 980 টাকা।

তবে আফগারি দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, 180মিলিলিটারের ক্ষেত্রে দামের তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। শুধু মাত্র 375 এবং 750 এর ক্ষেত্রেই দাম বেড়ে যাচ্ছে অনেকটা।