• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে, দার্জিলিংয়ের কাছে এই অফবিট হিল স্টেশন সত্যিই প্রেমে পড়ার মত

Updated on:

Visit offbeat hill station Singamari near Darjeeling

Offbeat Hill Station Near Darjeeling : কথাতেই আছেন বাঙালির পায়ের তলায় সর্ষে। ঘুরতে (Travel) যেতে ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া সত্যিই দায়। আজকের প্রতিবেদনটা এমনই ভ্রমণপিপাসু মানুষদের জন্য। ঘুরতে যাওয়ার জন্য পাহাড় (Mountain) ভালো নাকি সমুদ্র? এই তর্ক যুগ যুগ ধরে চলে আসছে। তবে আপনি যদি পাহাড় প্রেমী হন তাহলে একদম ঠিক প্রতিবেদন পড়ছেন। কারণ এই প্রতিবেদনে আমরা এমন একটি অফবিট হিল স্টেশনের (Offbeat Hill Station) হদিশ তুলে ধরছি যেখানে একবার গেলে জুড়িয়ে যাবে আপনার শরীর মন।

পাহাড়ে ঘুরতে যাওয়ার কথা উঠলেই অধিকাংশ বাঙালির মাথায় প্রথমে দার্জিলিংয়ের (Darjeeling) কথাই আসে। তবে এমনও অনেকে আছেন যারা ভিড়ে ঠাসা দার্জিলিং যেতে খুব একটা পছন্দ করেন না। সেই জন্য আমরা দার্জিলিংয়ের কাছাকাছি এমন একটি অফবিট জায়গার খোঁজ দিচ্ছি, যেখানে গেলে আপনি কাঞ্চনজঙ্ঘার (Kangchenjunga) মনোরম সৌন্দর্যও উপভোগ করতে পারবেন। আবার বেশি ভিড়ও পাবেন না।

Darjeeling, Singamari, Singamari Darjeeling

আজ আমরা যে হিল স্টেশনের খোঁজ নিয়ে এসেছি তার নাম হল সিঙ্গামারি (Singamari)। দার্জিলিংয়ের ম্যাল থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি। এখানে গেলে আপনি রোপওয়ের মজা উপভোগ করতে পারবেন। সেই সঙ্গেই ঘুরে দেখতে পারবেন হিমালয়ান মাউন্টেনিয়ারিং মিউজিয়াম।

আরও পড়ুনঃ একবার গেলে ফিরতেই চাইবে না মন! রইল পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার সেরা ৫টি জায়গার হদিশ

Darjeeling, Singamari, Singamari Darjeeling

আরও পড়ুনঃ দার্জিলিং, মিরিক হয়ে লেপচাজগত! ৪ দিনের ছুটিতে স্বল্প খরচে পাহাড়, রইল সম্পূর্ণ ট্যুর প্ল্যানিং

পাশাপাশি সিঙ্গামারি যেহেতু ম্যালের বেশ কাছে অবস্থিত, সেই জন্য চাইলেই ম্যালের মার্কেটেও চলে যেতে পারবেন। শোনা যায়, অপূর্ব সুন্দর এই জায়গা রাতের বেলা আরও দ্বিগুণ সুন্দর লাগে। সঙ্গে বাড়তি পাওনা হিসেবে রয়েছে কাঞ্চনজঙ্ঘা এবং পাহাড়ি ঝর্ণা। কীভাবে এই পাহাড়ি লোকেশনে যেতে পারবেন সেই খোঁজও দিয়ে দিচ্ছি আমরা।

Darjeeling, Singamari, Singamari Darjeeling

সিঙ্গামারি যেতে হলে আপনাকে প্রথমে দার্জিলিং যেতে হবে। সেখান থেকে মাত্র ১৫ টাকাতেই আপনি চলে যেতে পারবেন এখানে। তবে গাড়ি ভাড়া করতে চাইলে খরচ একটু বেশি পড়বে। সেক্ষেত্রে প্রায় ৩০০ টাকা মতো লাগবে। এছাড়া সিঙ্গামারিতে থাকা-খাওয়ার খরচও ভীষণ কম। মাত্র ১০০-২০০ টাকা খরচ করলেই আপনি এখানে সব সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এবারের ছুটিতে তাহলে এই অফবিট হিল স্টেশনে ঘুরতে যাবেন নাকি?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥