• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একবার গেলে ফিরতেই চাইবে না মন! রইল পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার সেরা ৫টি জায়গার হদিশ

5 Offbeat Travel Destination for Puja Holiday : বাঙালিরা যেমন খাদ্যরসিক, তেমনই ভ্রমণপিপাসুও (Travel)। ঘুরতে যেতে ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া বেশ কঠিন। রোজনামচার জীবন থেকে দূরে গিয়ে কয়েকটা দিন একটু অন্যভাবে কাটাতে কে না চায়! বিশেষ করে দুর্গাপুজোর ছুটিতে অনেকেই ঘুরতে যেতে পছন্দ করেন। তাই আজকের প্রতিবেদনে তাই ভারতের (India) সেরা ৫ অফবিট ট্রাভেল ডেস্টিনেশনের (Travel Destination) হদিশ দেওয়া হল যেখানে একবার গেলে জুড়িয়ে যাবে আপনার শরীর-মন।

গণপতিপুল, মহারাষ্ট্র (Ganpatipule) : সমুদ্র শুনলেই অধিকাংশ বাঙালির মাথায় প্রথমে দীঘা কিংবা পুরীর নামই আসে। তবে আপনি যদি একটু শান্ত-নিরিবিলি সমুদ্রতটে যেতে চান তাহলে কিন্তু মহারাষ্ট্রের গণপতিপুলে চলে যেতে পারেন। এখানে গেলে সমুদ্রসৈকতের ৪০০ বছরের প্রাচীন গণেশ মূর্তি দেখতে পাবেন। এছাড়া এখানকার স্বয়ম্ভূ গণপতি মন্দির বেশ বিখ্যাত। সেই মন্দিরেরও দর্শন করে নিতে পারেন।

   

Ganpatipule, Offbeat travel destination

জিরো, অরুণাচল প্রদেশ (Ziro) : অরুণাচল প্রদেশের পূর্বদিকে অবস্থিত একটি ছোট্ট শহর হল জিরো। সবুজে ঘেরা এই গ্রামে একবার গেলে আপনার ফিরতে ইচ্ছা করবে না। চারিদিকে সবুজ ক্ষেত, আকাশে হাল্কা রোদ আর অল্প মেঘলা আকাশ- সব মিলিয়ে জিরোয় একবার গেলে আপনার শরীর-মন দুই-ই জুড়িয়ে যাবে।

Ziro, Offbeat travel destination

পাঁচমারি, মধ্যপ্রদেশ (Pachmarhi) : মধ্যপ্রদেশের একমাত্র হিল স্টেশন হল পাঁচমারি। অপূর্ব সুন্দর দেখতে এই জায়গাকে ‘সাতপুরা পর্বের রানী’ও বলা হয়। শোনা যায়, এখানে নাকি পাণ্ডবরা পাঁচটি গুহা নির্মাণ করেছিলেন। এখানে গেলে আপনি দ্রৌপদী কুণ্ড, অপ্সরা ফলস, রজতপ্রতাপ ফলস দেখে আসতে পারেন। পাশাপাশি এখানে ওয়াইল্ডলাইফেরও দারুণ সম্ভার রয়েছে।

Pachmarhi, Offbeat travel destination

ওয়ানাদ, কেরালা (Wayanad) : কেরালার অপরূপ সৌন্দর্যের কথা কমবেশি আমরা প্রত্যেকেই শুনেছি। এখানে একবার গেলে আপনি মুগ্ধ হবেন গ্যারান্টি। শহরের কোলাহল থেকে দূরে কয়েকটা দিন প্রকৃতির কাছাকাছি কাটাতে চাইলে আপনি কেরালার ওয়ানাদে চলে যেতে পারেন। চারিদিকে সবুজ প্রকৃতি এবং পাহাড়ে ঘেরা এই জায়গায় গেলে দেখবেন আপনার আর বাড়ি ফিরতে ইচ্ছা করছে না।

Wayanad, Offbeat travel destination

নৈনিতাল, উত্তরাখণ্ড (Nainital) : চারিদিকে সবুজ প্রকৃতি, পাহাড় আর আপনি সেখানে প্রিয়জনদের সঙ্গে সময় কাটাচ্ছেন- দৃশ্যটা ভেবেই মনটা ভালো হয়ে গেল, তাই না? উত্তরাখণ্ডের নৈনিতালে গেলে এমনই অনুভূতি হবে আপনার।

Nainital, Offbeat travel destination

ভালোবাসার মানুষের সঙ্গে হোক বা পুরো পরিবারের সঙ্গে নৈনিতাল সব ধরণের ট্রিপের জন্য আদর্শ। এখানে গেলে আপনি যেমন বোটিং, ট্রেকিং করতে পারবেন তেমনই মন্দিরে মন্দিরে ঘুরতেও পারবেন। তাহলে আর দেরী কীসের, সময় করে বেরিয়ে পড়ুন নৈনিতালের উদ্দেশে?