• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দ্বিতীয় বার মা হলেন অনুষ্কা! ছেলে না মেয়ে? জানুন ‘বিরুষ্কা’র সন্তানের নাম ও তার বিশেষ অর্থ

Published on:

Virat Kohli Anushka Sharma son Akaay name meaning

কয়েকমাস ধরে জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। দ্বিতীয়বারের জন্য মা হলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। গত ১৫ ফেব্রুয়ারি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের এই সুখবর দেন বিরাট কোহলি (Virat Kohli) নিজে। সেই সঙ্গেই জানিয়েছেন, ছেলের নাম রেখেছেন ‘অকায়’ (Akaay Kohli)

২০১৭ সালে ইতালিতে ধূমধাম করে সাত পাকে বাঁধা পড়েন বিরাট-অনুষ্কা। বিয়ের ৪ বছরের মাথায় কন্যা সন্তান ভামিকার জন্ম দেন অভিনেত্রী। মেয়ের তিন বছর বয়স হতেই পুত্র সন্তানের জন্ম দিলেন বিরাট-ঘরণী। দেবী দুর্গা নামে মেয়ের নাম রেখেছিলেন ‘বিরুষ্কা’ (Virushka)। স্বাভাবিকভাবেই এবার ‘অকায়’র নামের অর্থ (Akaay Name Meaning) জানার জন্য উদগ্রীব ভক্তরা।

Anushka Sharma Pregnent with second baby Virat Kohli ready to became father again

জানা যাচ্ছে, ‘অকায়’ শব্দটি হিন্দির ‘কায়া’ শব্দটি থেকে এসেছে। এর অর্থ হল দেহ কিংবা শরীর। ‘অকায়’ কথার অর্থ হল কায়ার থেকেও বৃহৎ। এছাড়া এই নামের সঙ্গে তুরস্কের একটি শব্দেরও মিল রয়েছে। তুরস্কে ‘অকায়’ শব্দটির অর্থ হল ‘উদ্ভাসিত চাঁদ’।

আরও পড়ুনঃ মা হচ্ছেন দীপিকা পাডুকোন! কতমাস চলছে প্রেগনেন্সির? সুখবর দিলেন অভিনেত্রী

এছাড়া বিরাটের নামের আদ্যক্ষরের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছিল ভামিকার (Vamika Kohli) নাম। বাবার এবং মেয়ে দু’জনের নামই শুরু হচ্ছে ‘V’ দিয়ে।। অপরদিকে অনুষ্কার নামের আদ্যক্ষরের সঙ্গে মিলিয়ে রাখা হল ছেলের (A) নাম। বিরাট-অনুষ্কা (Virat Anushka) যেভাবে সন্তানদের নামকরণ করেছেন তা বেশ ভালোলেগেছে অনুরাগীদের।

Virat Kohli and Anushka Sharma blessed with a baby boy Akaay Kohli

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি পেশ করে পুত্রসন্তান অকায়ের জন্মের সুখবর দেন বিরাট। তিনি লেখেন, ‘ভীষণ আনন্দ এবং খুশির সঙ্গে আপনাদের জানাচ্ছি, ১৫ফেব্রুয়ারি আমাদের ছেলে হয়েছে। মন ভরা খুশির সঙ্গে আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি, ভামিকার ভাই হয়েছে, নাম অকায়’।

আরও পড়ুনঃ TRP-র লোভে সাজানো কষ্টের কাহিনী দেখায় ‘ইন্ডিয়ান আইডল’! সাংবাদিকের প্রশ্নে বিস্ফোরক শ্রেয়া


ভক্তদের সঙ্গে এই সুখবর ভাগ করে তাঁদের আশীর্বাদ চেয়ে নেন বিরাট। সেই সঙ্গেই জানান, এই খুশির মুহূর্তে তাঁরা প্রাইভেসি বজায় রাখতে চান। প্রসঙ্গত, গত বছর থেকেই অনুষ্কার দ্বিতীয় প্রেগন্যান্সির জল্পনা শোনা যাচ্ছিল। ভামিকার সময় অফিশিয়াল প্রেগন্যান্সির কথা ঘোষণা করলেও এবার মুখে কুলুপ এঁটে রেখেছিলেন তাঁরা। অবশেষে ছেলের জন্মের পর সকলের সঙ্গে সেই সুখবর ভাগ করে নিলেন ‘বিরুষ্কা’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥