• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP-র লোভে সাজানো কষ্টের কাহিনী দেখায় ‘ইন্ডিয়ান আইডল’! সাংবাদিকের প্রশ্নে বিস্ফোরক শ্রেয়া

Published on:

Indian Idol 14 Shreya Ghoshal gives perfect reply to Rajat Sharma’s allegations

‘আপ কি আদালত’ খ্যাত প্রখ্যাত সাংবাদিক রজত শর্মা সম্প্রতি হাজির হয়েছিলেন ‘ইন্ডিয়ান আইডলে’র (Indian Idol 14) মঞ্চে। জনপ্রিয় এই সঙ্গীত রিয়্যালিটি শোয়ের বিরুদ্ধে মাঝেমধ্যেই নানান অভিযোগ ওঠে। এর মধ্যে অন্যতম হল, এখানে যা দেখানো হয় সবকিছুই আগে থেকে ঠিক করা থাকে। বিচারকরা কী বলবেন না বলবেন, সেটাও নাকি নির্মাতারা আগে থেকে বলে দেন।

রিয়্যালিটি শোয়ের (Reality Show) মঞ্চে দাঁড়িয়ে একাধিক প্রতিযোগীকে নিজেদের করুণ কাহিনী শোনাতে দেখা যায়। অনেকের জীবনযুদ্ধের কথা শুনে চোখে জল চলে আসে বিচারকদেরও। তবে দর্শকদের একাংশের অভিযোগ, সবকিছুই আসলে TRP-র জন্য করা হয়! এই সকল অভিযোগ নিয়েই ‘ইন্ডিয়ান আইডলে’র (Indian Idol) মঞ্চে হাজির হয়েছিলেন সাংবাদিক রজত শর্মা। কাঠগড়ায় দাঁড়িয়ে তাঁর প্রশ্নের সম্মুখীন হন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)

Shreya Ghoshal Indian Idol 14

‘ইন্ডিয়ান আইডলে’র ১৪ তম সিজনের (Indian Idol 14) অন্যতম বিচারক হলেন শ্রেয়া। তাঁকে রজত শর্মা (Rajat Sharma) জিজ্ঞেস করেন, ‘বহু দর্শকের ধারণা এখানে যা দেখানো হয় সবটাই পূর্বনির্ধারিত, টিআরপির (TRP) জন্য নাটক’। এহেন অভিযোগের তীব্র প্রতিবাদ করেন শ্রেয়া।

আরও পড়ুনঃ টাকার জন্য মেয়েকে ক্রিকেট খেলাতে পারেননি! ‘দাদাগিরি’র মঞ্চে দাঁড়িয়ে আফসোস সৌরভ গাঙ্গুলীর

জাতীয় পুরস্কার জয়ী গায়িকা বলেন, ‘আমার কোনও ধারণা ছিল না যে দর্শকদের এমনটা মনে হতে পারে। ইন্ডিয়ান আইডল সিজন ১৪, যা সঙ্গীতের দিক থেকে বিচার করতে ভীষণ সমৃদ্ধ। এখানে যত প্রতিযোগী আছেন প্রত্যেকে নিজের সেরা দিচ্ছেন। এদের জন্য আমাদের মুখ থেকে যে কথা বেরোয় তাতে জল মেশানো থাকে না। আমরা প্রত্যেকে মিলে একটা জিনিসেরই সাধনা করি, সেটা হল সঙ্গীত। আমাদের সবার একটাই উদ্দেশ্য, দর্শকদের সামনে সেরা উপস্থাপনা করা। এখানে যা কিছু দেখানো হয় সব সত্যি, সত্যির বাইরে এখানে কিছু দেখানো হয় না’।

Rajat Sharma Kumar Sanu Indian Idol 14

অন্যদিকে নিজের গায়কীর মাধ্যমে ফের একবার ‘ইন্ডিয়ান আইডলে’র মঞ্চে ঝড় তুলতে দেখা যায় বাংলার ছেড়ে শুভদীপকে। আমির খসরুর কালজয়ী ‘ছাপ তিলক সব ছিনি’ পেশ করেন তিনি। বঙ্গ তনয়ের গান শুনে বাকরুদ্ধ হয়ে পড়েন বিচারকরা। শ্রেয়া নিজের আসন ছেড়ে স্টেজে চলে আসেন। শুভদীপকে জড়িয়ে ধরে তিনি বলেন, ‘কী গাইলে… ফাটাফাটি গেয়েছো, শুভ তুমি ফের একটা ফুলকি জ্বালিয়ে দিলে, আমি জানি না তোমার সীমা কোথায়, তুমি অসীমের লক্ষ্যে এগিয়ে চলেছ’।

আরও পড়ুনঃ ৩৫ বছর স্বামীর থেকে আলাদা, শানু-উদিতের সঙ্গে প্রেম! অলকা ইয়াগনিকের জীবন কাহিনীই যেন সিনেমা

কলকাতার ছেলে শুভদীপের প্রশংসা শোনা যায় সাংবাদিক রজত শর্মার গলাতেও। সকলের সামনে গায়কের মানবিকতার তারিফ করেন তিনি। বঙ্গ তনয়ের হাতে উপহার স্বরূপ একটি মাইক্রোফোন তুলে দেন রজত শর্মা। জনপ্রিয় এই সাংবাদিকের পা ছুঁয়ে আশীর্বাদ নেন শুভদীপ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥