• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা হচ্ছেন দীপিকা পাডুকোন! কতমাস চলছে প্রেগনেন্সির? সুখবর দিলেন অভিনেত্রী

Published on:

Bollywood actress Deepika Padukone is pregnanct she and Ranveer Singh expecting their first child reports

গত পাঁচ বছর ধরে এই দিনটির অপেক্ষায় ছিলেন ‘দীপবীর’ অনুরাগীরা। অবশেষে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এল সুখবর। বিয়ের পাঁচ বছরের মাথায় মা-বাবা হতে চলেছেন বলিউডের সেলেব কাপল রণবীর সিং (Ranveer Singh) এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)! প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ‘মস্তানি’!

২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালিতে রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েছিলেন রণবীর-দীপিকা (Ranveer Deepika)। বিয়ের আগে ৬ বছর প্রেম করেছেন তাঁরা। সঞ্জয় লীলা ভনশালির ‘রামলীলা’ ছবির সেটে প্রথম আলাপ দু’জনের। অল্প সময়ের মধ্যেই সেই পরিচয় প্রেমের আকার নেয়। এরপর ‘বাজিরাও মস্তানি’ এবং ‘পদ্মাবত’ ছবিতেও একসঙ্গে কাজ করেন ‘দীপবীর’ জুটি। গত বছর নভেম্বর মাসে বেলজিয়ামে একান্তে পঞ্চমবিবাহবার্ষিকী পালন করেছিলেন তাঁরা।

Ranveer Singh and Deepika Padukone is pregnant reports

পঞ্চম বিবাহবার্ষিকীর দু’মাসের মাথায় চলে এল সুখবর। শোনা যাচ্ছে, গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে রয়েছেন দীপিকা। সদ্য অনুষ্ঠিত ৭৭তম বাফটার রেড কার্পেটে নিজের স্ফীতোদর শাড়ি দিয়ে ঢেকে রেখেছিলেন বলি সুন্দরী। এরপর থেকেই তাঁর প্রেগন্যান্সির (Pregnant) জল্পনা শুরু হয়। এখন দ্য উইকের একটি সূত্র মারফৎ জানা যাচ্ছে, গর্ভাবস্থার (Pregnancy) দ্বিতীয় ত্রৈমাসিকে রয়েছেন রণবীর-ঘরণী।

আরও পড়ুনঃ ঝগড়ার জেরে ২৩ বছর আটকে ছিল ছবির রিলিজ! ‘অহংকারী’ রাজকুমারের কাহিনী আজও অনেকেরই অজানা

চলতি বছরের জানুয়ারি মাসে ভোগ সিঙ্গাপুরকে দেওয়া একটি সাক্ষাৎকারে দীপিকাকে প্রেগন্যান্সি (Deepika Padukone Pregnancy) নিয়ে প্রশ্ন করা হয়েছিল। মা হওয়ার কোনও পরিকল্পনা আছে কিনা জিজ্ঞেস করায় অভিনেত্রী বলেছিলেন, ‘অবশ্যই আছে। আমি আর রণবীর বাচ্চা ভীষণ ভালোবাসি। যেদিন আমরা আমাদের নিজেদের পরিবার শুরু করতে পারবো, আমরা সেই দিনটার অপেক্ষায় রয়েছি’।

Ranveer Singh and Deepika Padukone is pregnant reports

প্রসঙ্গত, দীপিকার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হল ‘ফাইটার’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে ঋত্বিক রোশনের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। এরপর সাউথ সুপারস্টার প্রভাসের সঙ্গে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। চলতি বছর ৯ মে প্রেক্ষাগৃহে রিলিজ করবে এই সিনেমা। প্রভাস-দীপিকা ছাড়াও এই ছবিতে অমিতাভ বচ্চনকে দেখা যাবে।

আরও পড়ুনঃ আলিয়া-দীপিকার দিন শেষ, ফুটন্ত যৌবনে বলিউডে কাঁপাতে তৈরী সালমানের ভাগ্নি! রইল হাতে গরম ছবি

এছাড়াও রোহিত শেট্টির কপ ইউনিভার্সের ‘সিংঘম এগেইন’ ছবিতেও দেখা যাবে দীপিকাকে। মুখ্য ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণকে। দীপিকা ছাড়া রোহিতের সিনেমায় রণবীরকেও দেখা যাবে। সিম্বা রূপে হাজির হবেন অভিনেতা। তবে দীপিকা অন্তঃসত্ত্বা হলে তাঁর কাজের ওপরেও এর প্রভাব পড়বে বলে অনুমান করছেন ভক্তরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥