• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হবু বরের সাথে পাইস হোটেলের নন্দিনী দিদি! অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল নেটপাড়ায়

Published on:

Kolkata's Viral Pice Hotel Smart Didi Nandini Shared Video with her boy friend

কয়েকদিন আগেই বিয়ের সুখবর দিয়েছিলেন পাইস হোটেলের নন্দিনী দিদি (Nandini Didi)। অফিসপাড়ায় ভাতের হোটেল চালানো মমতা গঙ্গোপাধ্যায় ওরফে নন্দিনী এখন ইন্টারনেট সেনসেশন। শুধু তাই নয়, শীঘ্রই বড়পর্দার নায়িকা হিসেবেও দেখা যাবে তাঁকে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে ‘স্মার্ট দিদি’র (Smart Didi) জনপ্রিয়তা দেখার মতো।

সেই নন্দিনী দিদিই মাস খানেক আগে প্রেমিক রুদ্র দাসের (Rudra Das) সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা জানিয়েছিলেন। চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছা আছে তাঁদের। সেই সঙ্গেই বলেছিলেন, ‘এখন বিয়ে না করলে আমার আর বিয়েটাই হবে না’। নন্দিনী জানান, অনেক বছর ধরে রুদ্রর সঙ্গে সম্পর্কে আছেন তিনি।

Viral Nandini Didi’s Tollywood debut movie is titled Teen Sotti shoot began Thursday

সম্প্রতি নিজের হবু স্বামীর সঙ্গেই একটি রোম্যান্টিক রিল ভিডিও (Reel Video) শেয়ার করলেন ভাইরাল ‘স্মার্ট দিদি’। সেখানে দেখা যাচ্ছে, প্রেমিকের বুকে মাথা রেখে শুয়ে আছেন তিনি। রুদ্রর গাল এবং মুখে হাত দিয়ে আদরও করতে দেখা যায় তাঁকে। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘হ্যাপি বার্থ ডে টু ইউ জি’। হ্যাশট্যাগ দিয়ে ‘Happy Birthday’ এবং ‘Love’ কথা দু’টিও জুড়ে দেন তিনি।

আরও পড়ুনঃ মা কালীর সঙ্গে একটা যোগসূত্র আছে, অদ্ভুত অভিজ্ঞতা শেয়ার করলেন পর্দার ‘রাঙা বউ’ শ্রুতি দাস

নন্দিনী দিদির পাইস হোটেলে মাঝেমধ্যে দেখা যায় তাঁর হবু স্বামীকে। ‘স্মার্ট দিদি’ জানিয়েছিলেন, রুদ্ররও হোটেলের ব্যবসা। তবে তাঁর মতো খাবারের হোটেল নয়, বরং সিমলায় থাকার হোটেল রয়েছে তাঁর প্রেমিকের। দীর্ঘ সময় ধরে সম্পর্কে থাকার পর চলতি বছর সাত পাক ঘোরার পরিকল্পনা করেছেন দু’জনের।

আরও পড়ুনঃ মেঘকে জব্দ করতে টাকার গরম দেখাবে নীল! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আজকের পর্ব

Nandini didi, Nandini Didi boyfriend, Nandini Didi marriage

প্রসঙ্গত, পাইস হোটেল চালানোর পাশাপাশি অভিনয় জগতেও নাম লিখিয়ে ফেলেছেন নন্দিনী দিদি। ছবির নাম ‘তিন সত্যি’। নীলাক্ষী নামের একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। একই সিনেমায় একটু গুরুত্বপূর্ণ রোলে অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। শ্যুটিংয়ের প্রথম দিনই উত্তম কুমারের নায়িকার সঙ্গে ছবি শেয়ার করেছিলেন ‘স্মার্ট দিদি’।

সিনেমার কাজের পাশাপাশি শীঘ্রই নিজের নতুন দোকানও খুলতে চলেছে নন্দিনী। ডালহৌসির পর এবার নিউ টাউন এলাকায় দোকান খুলতে চলেছেন তিনি। বছর শেষের আগেই সেই দোকান খুলে যাবে বলে জানা গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥