• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা কালীর সঙ্গে একটা যোগসূত্র আছে, অদ্ভুত অভিজ্ঞতা শেয়ার করলেন পর্দার ‘রাঙা বউ’ শ্রুতি দাস

বাংলা টেলিভিশনের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শ্রুতি দাস (Shruti Das)। ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের হাত ধরে কেরিয়ার শুরু হয়েছিল তাঁর। এরপর ‘দেশের মাটি’ ধারাবাহিকে তাঁকে দেখেছেন দর্শকরা। এই মুহূর্তে জি বাংলার ‘রাঙা বউ’ (Ranga Bou) সিরিয়ালে নায়িকা পাখির ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রীকে। সম্প্রতি সেই শ্রুতিই মা কালীর (Maa Kali) প্রতি নিজের টান নিয়ে মুখ খুলেছিলেন।

ছেলেবেলা থেকেই মা কালীর ভক্ত ‘রাঙা বউ’ নায়িকা। একবার মা ভবতারিণী রূপে সামনে এসেছিলেন তিনি। তার সেই ফটোশ্যুটের ছবি দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল নেটপাড়ায়। খোলা চুল, অবিকল মায়ের মতো মুখের আদল দেখে অনেকেই মূর্তি ভেবেছিলেন শ্রুতিকে। অভিনেত্রীও জানান, মা কালীর চরিত্রে অভিনয় তাঁকে ভীষণভাবে টানে।

   

Shruti Das as Maa Kali

সম্প্রতি জনপ্রিয় এক সংবাদমাধ্যমের সঙ্গে মা কালীর কথা বলতে গিয়ে গায়ে কাঁটা দিয়ে ওঠে শ্রুতির। অভিনেত্রী বলেন, মায়ের সঙ্গে তিনি নিজেকে ভীষণভাবে কানেক্ট করতে পারেন। তাঁর মনে হয়, মা কালীর সঙ্গে তাঁর একটা কানেকশন রয়েছে। এমনকি চুল বাঁধা থাকলেও অস্বস্তি হয় বলে জানান পর্দার পাখি (Pakhi)

আরও পড়ুনঃ মেঘকে জব্দ করতে টাকার গরম দেখাবে নীল! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আজকের পর্ব

শ্রুতির কথায়, চুল বাঁধা থাকলে মনে হয় কতক্ষণে তিনি চুল খুলবেন। কয়েকদিন আগেই স্বামী স্বর্ণেন্দু এবং বাবাকে বাড়িতে মা কালী প্রতিষ্ঠা করার কথাও বলেছিলেন। তবে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকায় নিজের জন্যই ঠিক মতো সময় বের করে উঠতে পারেন না শ্রুতি। আর মা কালী প্রতিষ্ঠা করলে অনেক নিয়ম মানতে হয়। সেই জন্য এই মুহূর্তে নিজের বাসনা পূরণ করতে পারেননি তিনি। তবে এখন না হলেও, কয়েক বছর পর দেবীকে প্রতিষ্ঠা করার ইচ্ছা আছে বলে জানান শ্রুতি।

আরও পড়ুনঃ সূর্যকে পেতে মরিয়া, নিজেই নিজেকে ছুরি মারল মিশকা! টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

Shruti Das as Maa Kali

‘রাঙা বউ’ নায়িকা মনে করেন, তাঁর ওপর মা কালীর অদ্ভুত একটা আশীর্বাদ রয়েছে। সেই জন্যই পরপর মায়ের ভূমিকায় অভিনয় করতে পেরেছেন তিনি। চলতি বছর মহালয়াতেও মা কালীর বেশে তাঁকে দেখেছেন দর্শকরা। আর তারপর বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানান অভিনেত্রী। শ্রুতির কথায়, মায়ের সঙ্গে তাঁর যে একটা যোগসূত্র আছে সেটা এখান থেকেই স্পষ্ট বলে মনে হয় তাঁর।