• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বন্ধ হয়ে যাচ্ছে নন্দিনী দিদির পাইস হোটেল! পুজোর আবহে একি খবর শোনালেন ‘স্মার্ট দিদি’ নন্দিনী

Updated on:

Viral Nandini Didi shares her new hotel will open in November

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে রাতারাতি তারকা হয়েছেন অনেকে, তাঁদের মধ্যে একজন হলেন নন্দিনী দিদি (Nandini Didi)। আসল নাম মমতা গঙ্গোপাধ্যায় (Mamata Ganguly), তবে এখন তাঁকে ‘নন্দিনী দিদি’ কিংবা ‘স্মার্ট দিদি’ (Smart Didi) নামেই চেনে বেশিরভাগ মানুষ। ডালহৌসির অফিস পাড়ায় একটি পাইস হোটেল চালান তিনি। প্রায় রোজ তাঁর দোকানের সামনে লেগে থাকে ইউটিউবারদের ভিড়। এখন তো আবার বিদেশ থেকেও লোকে নন্দিনী দিদির দোকানে খেতে আসে।

এবার এই স্মার্ট দিদিই পুজোর আবহে নিজের পাইস হোটেল নিয়ে একটি বিরাট খবর দিলেন। কিছুদিন আগেই তিনি বলেছিলেন, শীঘ্রই নতুন ভাতের হোটেল (Hotel) খুলতে চলেছেন তিনি। অতীতেও শাখা খোলার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এবার সেই নিয়েই একটি বিরাট সুখবর দিলেন নন্দিনী দিদি।

Viral Nandini Didi’s Tollywood debut movie is titled Teen Sotti shoot began Thursday

সম্প্রতি এক ইউটিউবারের কাছে নন্দিনী দিদি জানান, আগামী নভেম্বর মাসেই তাঁর নতুন ভাতের হোটেল আসছে। ডালহৌসির পর এবার নিউ টাউনে দোকান খুলছেন তিনি। তবে এটা কিন্তু কোনও ফ্যান্সি রেস্টুরেন্ট নয়, ডালহৌসির মতো এটিও একটি পাইস হোটেল। এখানেও পাওয়া যাবে খাঁটি বাঙালি খাবার।

আরও পড়ুনঃ ডান্স বাংলা ডান্সের মঞ্চে সাধ ভক্ষণ! হবু মা শুভশ্রীকে দু-হাত ভরে আশীর্বাদ করলেন মিঠুন

নন্দিনী দিদি বলেন, খুব শীঘ্রই নিজের পাইস হোটেল নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করবেন তিনি। সেখানেই নিজের নতুন হোটেলের ঠিকানাও শেয়ার করবেন বলে জানান স্মার্ট দিদি। এমনকি সব ইউটিউবারদের নিজে ফোন করে ডাকবেন বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ পুজোর মাঝেই সুখবর! আবারও ফিরছে উর্মি-সাত্যকি জুটি, প্রকাশ্যে আসতেই ভাইরাল ভিডিও

Smart Didi, Nandini Didi, Nandini Didi YouTube channel, Smart Didi YouTube Channel

তবে এই খবর শোনার পর অনেকের মনেই প্রশ্ন জেগেছে, তাহলে কি ডালহৌসির হোটেল বন্ধ করে দেবেন নন্দিনী? কারণ এর আগে একবার তিনি বলেছিলেন, এই দোকানের মালিক আসলে অন্য কেউ। তাই কখনও এই হোটেলটি তাঁকে ছেড়েও দিতে হতে পারে। সেই সঙ্গে এও বলেছিলেন, তিনি কোনও দিন এটি বন্ধ হতে দেবেন না। কারণ এটা তাঁর বাবার স্বপ্ন। আগে একবার বাবার ব্যবসা বন্ধ হতে দেখেছেন বলে জানান নন্দিনী। ফের একবার ইতিহাসের পুনরাবৃত্তি তিনি হতে দেবেন না।

প্রসঙ্গত, পাইস হোটেল চালানোর পাশাপাশি নন্দিনী দিদি এখন সিনেমার নায়িকাও। সদ্য শুরু হয়েছে তাঁর ডেবিউ সিনেমা ‘তিন সত্যি’র শ্যুটিং। সেই ছবিতে কিংবদন্তি সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে নন্দিনী দিদিকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥