• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ডান্স বাংলা ডান্সের মঞ্চে সাধ ভক্ষণ! হবু মা শুভশ্রীকে দু-হাত ভরে আশীর্বাদ করলেন মিঠুন

দ্বিতীয় বারের জন্য মা হচ্ছেন টলিউড (Tollywood) অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। এমনিতেই নিজের কার্যকলাপের জন্য প্রতিমুহূর্তে শিরোনামে থাকেন তিনি। এই মুহুর্তে দ্বিতীয়বার মা হওয়ার এই জার্নি চুটিয়ে উপভোগ করছেন টলিউড অভিনেত্রী। সেইসাথে দেদার ট্রোলিং-এর মুখেও পড়েছেন অভিনেত্রী। কখনও প্রেগন্যান্সি অবস্থায় জিমে গিয়ে ঘাম ঝরাচ্ছেন হবু মা, আবার কখনও বেবি বাম্প দেখাচ্ছেন। যার জন্য হামেশাই ট্রোলিং-এর মুখেও পড়ছেন টলি ডিভা।

যদিও নিন্দুকদের কোন কথাই কানে তোলেন না রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙুলী দুজনেই। এই মুহুর্তে প্রেগন্যান্সি অবস্থাতেই চুটিয়ে শুটিং করছে অভিনেত্রী। এই অবস্থাতেও ডান্স বাংলা ডান্সের (Dance Bangla Dance) মঞ্চে নিয়মিত বিচারকের আস আসেন উপস্থিত থাকছেন শুভশ্রী। আর মাত্র দু মাসের অপেক্ষা তারপরেই রাজ শুভশ্রীর ঘরে আসছে আরো একজন নতুন সদস্য।

   

Tollywood actress Subhashree Ganguly shares her baby shower pictures

চলতি বছরের জুন মাসেই ইউভানের দাদা হওয়ার প্রমোশনের কথা ঘোষণা করেছিলেন রাজ-শুভশ্রী। কদিন আগেই পরিবারের লোকজনের উপস্থিতিতে সাধ ভক্ষণ করেছিলেন টলি অভিনেত্রী। সেখানেও ছিল শুভশ্রী গাঙ্গুলীর চিরাচরিত ছক ভাঙ্গার গল্প। শাড়ি সোনার গয়নার পরিবর্তে সালোয়ার কামিজে ধরা দিয়েছিলেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ মা দূর্গার ভোগে মাছ-মাংস! ১৫০ বছর পুরোনো সুদীপার বাড়ির পুজোতে হাজির হন টলিতারকারাও

আর এবার ডান্স বাংলা ডান্সের মঞ্চে জমিয়ে সাধ ভক্ষণ করলেন টলি অভিনেত্রী শুভশ্রী। সম্প্রতি জি বাংলার তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী শ্রাবন্তী গাঙ্গুলীর মুখে নিজের সাধের কথা শুনে একেবারে চমকে গিয়েছেন টলিউড অভিনেত্রী।

আরও পড়ুনঃ পুজোর মাঝেই সুখবর! আবারও ফিরছে উর্মি-সাত্যকি জুটি, প্রকাশ্যে আসতেই ভাইরাল ভিডিও

টলিউড,Tollywood,শুভশ্রী গাঙ্গুলি,Subhashree Ganguly,গর্ভবতী,Pregnant,ডান্স বাংলা ডান্স,Danche Bangla Dance,সাধ,Baby Shower,ভাইরাল ভিডিও,Viral Video

তারপর দেখা গেল একটি টেবিলের ওপর শুভশ্রীর সাধের জন্য এলাহী খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। এরপর শুভশ্রীর কপালে চন্দনের টিকা দিয়ে বরণ করে নিতে দেখা গেল মিঠুন চক্রবর্তীকে। জি বাংলার এই মিষ্টি আয়োজনে আপ্লুত শুভশ্রী। আবেগ ধরে রাখতে না পেরে চোখে জল এসে গিয়েছিল শুভশ্রীর।

এরপর মঞ্চে দাঁড়িয়ে আবেগপ্রবণ শুভশ্রী বলেন সবাই বলে ডান্স বাংলা ডান্স পরিবারের মতো। সত্যিই আজ সেটা বুঝতে পারছি। এদিন শুভশ্রী জানিয়েছেন এই মুহুর্তটা তার কাছে সত্যিই মূল্যবান। এদিন ডান্স বাংলা ডান্সের সমস্ত কলা কুশলীরা ছাড়াও দেখা গেল টলিউড অভিনেতা আবীর চট্টোপাধ্যায়কে।