• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুজোর মাঝেই সুখবর! আবারও ফিরছে উর্মি-সাত্যকি জুটি, প্রকাশ্যে আসতেই ভাইরাল ভিডিও

Published on:

Ei poth jodi na sesh hoi fame Anwesha Hazra and Writwik Mukherjee once again in one frame 

বছর বছর কত সিরিয়াল যায় আর আসে! এখনকার দিনে প্রত্যেক চ্যানেলে চ্যানেলে দর্শকদের মনোরঞ্জনের জন্য থাকে নতুন সিরিয়াল। কিন্তু এই সমস্ত সিরিয়ালের ভিড়ে এমন কিছু সিরিয়াল থেকে যায় যা শেষ হওয়ার পরেও তার রেশ থেকে যায় দর্শক মহলে। পছন্দের সিরিয়ালের প্রিয় জুটিকে যেন কিছুতেই ভোলা যায় না। তাদের হাসি-আড্ডা, খুনসুটি, মজা রোম্যান্স সবকিছুই যেন চোখে লেগে থাকে দর্শকদের।

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে এমনই এক পরিচিত নাম উর্মি-সাত্যকি (Urmi Satyaki)জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ (Amader Ei Poth Jodi Na Sesh hoi) এর এই মিষ্টি জুটিকে আজও ভোলেননি বাংলা সিরিয়ালের দর্শকরা। অনেকসময়ই দুই বিপরীতধর্মী চরিত্রের মানুষের মধ্যে আকর্ষণ বেশী থাকে। পর্দার এই জুটির ক্ষেত্রেও ঘটেছিল ঠিক তেমনটাই।

Urmi Try to dispose bomb through knief video goes viral

সিরিয়ালে উর্মি  যতটাই হাসিখুশি,প্রাণখোলা কথার ফুলঝুরি ছিল তার নায়ক সাত্যকি ওরফে টুকাই বাবু  ছিল ঠিক ততটাই চুপচাপ, মাঝে মাঝে একটু বদ মেজাজি আর ভীষণ ম্যাচিউর একটা মানুষ। সবমিলিয়ে পর্দায় তাঁদের  জুটির রসায়ন ছিল একেবারে জমজমাট। সিরিয়ালে এই উর্মি আর সাত্যকি জুটিকে দর্শকরা ভালোবেসে নাম দিয়েছিলেন সর্মি।  সোশ্যাল মিডিয়া খুললে এখনও হামেশাই চোখে পড়ে এই জুটির একাধিক ফ্যান পেজ।

আরও পড়ুনঃ মা দূর্গার ভোগে মাছ-মাংস! ১৫০ বছর পুরোনো সুদীপার বাড়ির পুজোতে হাজির হন টলিতারকারাও

ধারাবাহিকে উর্মি চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra) আর তাঁর বিপরীতে সাত্যকির  চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতা ঋত্বিক মুখার্জীকে (Writwik Mukherjee)।এখানে বলে রাখি এই সিরিয়ালের হাত ধরেই প্রথম নায়কের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন ঋত্বিক। ২০২১ সালের ১২ এপ্রিল জি বাংলার পর্দায় শুরু হয়েছিল উর্মি-সত্যকির পথ চলা।

আরও পড়ুনঃ ‘ছেলেদের গায়ে…, আমার পাশে দাঁড়াতেও পারবে না’! নন্দিনী দিদিকে নিয়ে বিস্ফোরক বনগাঁর মিষ্টি দিদি

বাংলা সিরিয়াল,Bengali Serial,আমাদের এই পথ যদি না শেষ হয়,Amader Ei Poth Jodi Na Sesh hoi,উর্মি,Urmi,সাত্যকি,Satyaki,অন্বেষা হাজরা,Annwesha Hazra,ঋত্বিক মুখার্জী,Writwik Mukherjee

তার পরের বছরেই অর্থাৎ ২০২২ সালের ৯ ডিসেম্বর শেষ হয়ে যায় এই সিরিয়াল। যা শেষ হওয়ার একেবারে পরের মুহূর্তেই জি বাংলা জনপ্রিয় সিরিয়াল ‘মন দিতে  চাই’তে নায়ক সোমরাজের চরিত্রে কামব্যাক করেছিলেন ঋত্বিক।অন্যদিকে অন্বেষাকেও এখন দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘সন্ধ্যাতারা’য় নায়িকা সন্ধ্যার চরিত্রে। শুটিংয়ের  ব্যস্ততার মাঝেই এবারের পুজোয় পর্দার উর্মি সাত্যকি জুটি তাঁদের  অনুরাগীদের দিলেন এক বিরাট উপহার।

দুজনকেই আবার দেখা গেল একই সাথে, একই ফ্রেমে। সম্প্রতি একটি পারফিউমের  বিজ্ঞাপনে একসাথে অভিনয় করতে দেখা গিয়েছে বাংলা টেলিভিশনের এই জনপ্রিয় জুটিকে। পুজো স্পেশাল এই বিজ্ঞাপনে উর্মি-সাত্যকি  জুটিকে আরও একবার একসাথে দেখে বেজায় খুশি হয়েছেন তাঁদের অনুরাগীরাও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥