• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মহালয়া করতে ভালোলাগে না’, সিরিয়াল থেকে সিনেমায় গিয়ে বিস্ফোরক ‘মিঠাই’ সৌমিতৃষা

Published on:

Tollywood actress Soumitrisha Kundu says I don’t enjoy performing in Mahalaya

‘মিঠাই’ (Mithai) শেষ হতে না হতেই টলিউডে কাজের সুযোগ পেয়ে গিয়েছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। সুপারস্টার দেবের আগামী ছবি ‘প্রধান’এ নায়িকার চরিত্রে দেখা যাবে তাঁকে। চলতি বছর ডিসেম্বর মাসে প্রেক্ষাগৃহে রিলিজ করবে সেই সিনেমা। তবে তার আগেই ‘মহালয়া করতে ভালোলাগে না’ (Mahalaya) বলে বিতর্কে জড়ালেন ছোটপর্দার মিঠাইরানী।

এমনিতে সৌমিতৃষার কাছে ট্রোলিং নতুন কোনও বিষয় নয়। দেবের (Dev) ছবিতে কাজ পাওয়ার পরেও কটু কথা শুনলে হয়েছিল তাঁকে। অনেকে কটাক্ষ করে বলেছিলেন, টলি (Tollywood) সুপারস্টারের ‘পা চেটে’ ‘প্রধান’এ (Pradhan) কাজ পেয়েছেন তিনি। কেউ কেউ আবার ‘বেঁটে নায়িকা’ বলেও আক্রমণ করেছিলেন অভিনেত্রীকে। তবে ট্রোলকে বিশেষ পাত্তা না দিয়ে নিজের শর্তে জীবনে এগিয়ে চলাতেই বিশ্বাসী সৌমিতৃষা।

Tollywood actress Soumitrisha Kundu gives Dev’s health update from Pradhan set

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছিলেন ‘প্রধান’ নায়িকা। কর্মজীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন- ভক্তদের একাধিক প্রশ্নের খোলামেলা জবাব দেন তিনি। সেখানেই এক অনুরাগী সৌমিতৃষাকে প্রশ্ন করেছিলেন, ‘আগামী বছর মহালয়ায় কি তোমায় দেখতে পাচ্ছি?’

আরও পড়ুনঃ পাশে নেই নবনীতা, কীভাবে কাটাবেন বিচ্ছেদের পর প্রথম পুজো? নিজেই জানালেন জীতু

উত্তরে সৌমিতৃষা সাফ বলেন, ‘না। আসলে আমি কখনওই মহালয়ায় পারফর্ম করা উপভোগ করি না। সত্যি বলছি, গত দু’বছর ধরে ওনাদের অনুরোধে আমায় পারফর্ম করতে হয়েছে’। মহালয়া প্রসঙ্গে অভিনেত্রীর এহেন বক্তব্য নেটিজেনদের একাংশ একেবারেই ভালোভাবে নেয়নি।

আরও পড়ুনঃ আর পালানোর পথ নেই, মিশকার বিরুদ্ধে প্রমাণ সহ থানায় দীপা! ফাঁস অনুরাগের ছোঁয়া’র তুলকালাম পর্ব

Soumitrisha Kundu on doing Mahalaya

ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক থেকে শুরু করে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়- টলিপাড়ার একাধিক প্রথমসারির নায়িকা যেখানে মহালয়ায় পারফর্ম করার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন, সেখানে সৌমিতৃষার এমন মন্তব্য ‘অহংকারের লক্ষণ’ বলে মনে করেছেন অনেকে। অনেকে আবার এও বলেছেন, ‘এমন মানুষদের মহালয়ায় নেওয়াই উচিত না’।

নেটপাড়ায় সৌমিতৃষার মন্তব্য নিয়ে জোর চর্চা হলেও অভিনেত্রী এই বিষয়ে একটিও বাক্যব্যয় করেননি। বরং সম্প্রতি আয়োজন করা প্রশ্নোত্তর পর্বে ছোটপর্দার মিঠাইরানী বলেন, নেতিবাচকতা তাঁকে বিনোদনের রসদ জোগায়। শুধু তাই নয়, হেটার্সদের নিয়েও বিরাট মন্তব্য করেন নায়িকা। সৌমিতৃষা বলেন, হেটার্সও তাঁর ভক্ত, তবে তাঁরা অভিনেত্রীর প্রেমে পড়তে ভয় পান।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥