• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘দেখে জানোয়ার মনে হয়…’, আচমকাই চিৎকার নন্দিনী দিদির! হু হু করে ভাইরাল ভিডিও

Published on:

Viral Nandini Didi angry on one pedestrian video goes viral on social media

সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অথচ নন্দিনী দিদিকে (Nandini Didi) চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই ভীষণ কঠিন। ডালহৌসির অফিসপাড়ায় পাইস হোটেল চালান তিনি। আসল নাম মমতা গঙ্গোপাধ্যায় হলেও সমাজমাধ্যমে ‘স্মার্ট দিদি’ (Smart Didi) অথবা ‘নন্দিনী দিদি’ নামেই বেশি জনপ্রিয়। সম্প্রতি সেই নন্দিনী দিদির একটি ভিডিওই তুমুল ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)

এমনিতেই ‘স্মার্ট দিদি’র হোটেলের সামনে সারাক্ষণই ভিড় লেগে থাকে। নিত্যদিনই কোনও না কোনও ইউটিউবার গিয়ে হাজির হয়ে তাঁর দোকানে। যে কারণে নন্দিনী দিদির রোজনামচার জীবনের একাধিক মুহূর্তও ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়। কখনও দেখা যায়, খদ্দেরের ওপর চটেছেন, কখনও আবার নিজের বাবার ওপরেই মেজাজ হারাতে দেখা যায় তাঁকে।

Viral Nandini Didi shares her new hotel will open in November

সম্প্রতি ইউটিউবে নন্দিনী দিদির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে আবার দেখা যাচ্ছে, একজন পথচারীর ওপর রেগেমেগে চিৎকার করছেন তিনি। ফুটপাথের ওপর নন্দিনী দিদির দোকান। সেখান থেকেই হাজার লোকের যাতায়াত। এরকমই কোনও এক ব্যক্তি ফুটপাথ দিয়ে যাওয়ার সময় একাধিকবার ‘সাইড দিন’ বলে ফেলেন। আর তাতেই মেজাজ হারান ‘স্মার্ট দিদি’।

আরও পড়ুনঃ এবার শীতে বিয়ের পিঁড়িতে ‘মা’ সিরিয়ালের ঝিলিক! তিথির ছবি ভাইরাল হতেই শোরগোল নেটপাড়ায়

Smart Didi Nandini, Nandini Didi movie

আরও পড়ুনঃ দারুণ সুখবর, ৮ বছর পর পর্দায় ফিরছে ‘ইষ্টি কুটুম’! এই সিরিয়ালে দেখা যাবে ঋষি-অঙ্কিতাকে

গায়ের দিকে ইঙ্গিত করে চিৎকার করে নন্দিনী দিদি বলেন, ‘উঠে চলে যান’। এখানেই অবশ্য থামেননি তিনি। এরপর বলেন, ‘আমিও তো পাবলিক দাদা। নাকি আমায় দেখে জানোয়ার মনে হয়। দেখছেন খোঁড়াচ্ছি। তাও সাইড দিন, সাইড দিন’। নন্দিনী দিদির পাশাপাশি তার বাবাও বেশ রেগে যান সেই পথচারীর ওপর।

‘স্মার্ট দিদি’র এই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়া ইউজারদের একাংশ বেশ রেগে গিয়েছেন। একজন লিখেছেন, ‘সাধারণ মানুষের হেঁটে যাওয়ার রাস্তা ব্লক করে হোটেল, তাও এত মেজাজ’। দ্বিতীয়জন আবার লিখেছেন, ‘নিজের বাবাকে সম্মান দেয় না এই মেয়েটা। সাধারণ মানুষকে আর কী সম্মান দিয়ে কথা বলবে বলুন। ও একটা বদমেজাজি মেয়ে’। এক কথায়, পথচারীর ওপর মেজাজ হারিয়ে নন্দিনী দিদিই যে নেটিজেনদের চোখে ভিলেন হয়ে গিয়েছেন তা আর আলাদা করে বলে দিতে হয় না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥