• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার শীতে বিয়ের পিঁড়িতে ‘মা’ সিরিয়ালের ঝিলিক! তিথির ছবি ভাইরাল হতেই শোরগোল নেটপাড়ায়

Published on:

Maa serial fame Jhilik AKA Tithi Basu shared a picture as newly wed

‘মা’ (Maa) ধারাবাহিকের ছোট্ট ঝিলিককে (Jhilik) নিশ্চয়ই মনে আছে? এই চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন শিশুশিল্পী তিথি বসু (Tithi Basu)। ধারাবাহিক শেষ হওয়ার এত বছর পরেও অনেকে তাঁকে ঝিলিক নামেই মনে রেখে দিয়েছেন। সম্প্রতি শোনা গিয়েছে, সেই অভিনেত্রীই নাকি চুপিসারে সাত পাকে বাঁধা পড়েছেন।

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে শিশুশিল্পী কেরিয়ার শুরু করেছিলেন তিথি। তবে ‘মা’ ধারাবাহিকে অভিনয়ের পর ভাগ্যের চাকা ঘোরে তাঁর। ছোট্ট ঝিলিকের চরিত্রে তাঁর নিষ্পাপ অভিনয় এখনও মনে আছে দর্শকদের। মা-কে ফিরে পাওয়ার জন্য ঝিলিকের সেই আকুতি এখনও ভোলেননি অনেকে। এই সিরিয়ালে অভিনয় করে বহু পুরস্কারেও ভূষিত হয়েছিলেন তিনি।

Maa Serial Actress Mahua Halder comeback in bengali Serial

তবে ‘মা’ শেষ হওয়ার পর সেভাবে পর্দায় দেখা যায়নি তিথিকে। বাংলাদেশের একটি টেলিফিল্ম, স্টার জলসার ‘ময়ূরপঙ্খী’ ধারাবাহিক এবং হাতেগোনা কয়েকটি বিজ্ঞাপনে স্রেফ কাজ করেছিলেন তিনি। এরপর পড়াশোনায় মনোনিবেশ করার জন্য অভিনয় দুনিয়া থেকে দূরত্ব তৈরি করে নেন ‘মা’ অভিনেত্রী।

আরও পড়ুনঃ দারুণ সুখবর, ৮ বছর পর পর্দায় ফিরছে ‘ইষ্টি কুটুম’! এই সিরিয়ালে দেখা যাবে ঋষি-অঙ্কিতাকে

মাঝে কেটে গিয়েছে অনেকগুলি বছর। এখন দেখতে দেখতে বেশ অনেকটাই বড় হয়ে গিয়েছে ছোট্ট ঝিলিক। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই ভাইরাল হয় তাঁর নানান পোস্ট। সেই সঙ্গেই একটি ইউটিউব চ্যানেলও চালান তিনি। সম্প্রতি এই সমাজমাধ্যমেই বধূবেশে নিজের একটি ছবি শেয়ার করেন তিথি। আর তা দেখেই শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র।

আরও পড়ুনঃ কোনো অনুশোচনা নেই! ডিভোর্স নয় মেঘকে বাড়ি ফেরানোর জেদে অনড় নীল, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

Maa serial Jhilik Tithi Basu as newly wed

তিথির শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পরনে রয়েছে সবুজ রঙের একটি শাড়ি। চুল খোঁপা করে বাঁধা, গা ভর্তি সোনার গয়নায় বেশ সুন্দর দেখাচ্ছে অভিনেত্রীকে। তবে নেটিজেনদের নজর কাড়ে তাঁর হাতে শাঁখা-পলা। তিথির সাজ দেখে অনেকেই অনুমান করেছিলেন তিনি হয়তো বিয়ে করতে চলেছেন। তবে আসলে এমনটা নয়। বরং একটি বিজ্ঞাপনের জন্যই বধূবেশে সেজে উঠেছিলেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Tithi Basu (@c_h_i_r_p_s)


বিয়ের জল্পনার মাঝেই এদিন তিথি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে কয়েকটি ছবি-ভিডিও শেয়ার করেন। সেগুলির ক্যাপশনে লেখা, ‘সব তৈরি আছে দেখতেই পাচ্ছো, আমি বিয়ের জন্য একেবারে রেডি। এবার ছেলেটা পেয়ে গেলেই হল’। এই ছবিগুলির সঙ্গে ‘বাউন্ডুলে ঘুড়ি’ গানের দু’টি লাইনও জুড়ে দেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥