• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পেটে বিদ্যে থাকলেও মানুষকে সম্মান করতে পারে না! ‘স্মার্ট দিদি’ নন্দিনীকে ধুয়ে দিল ভাইরাল মিষ্টি দিদি

সংবাদমাধ্যম থেকে শুরু করে সমাজমাধ্যম- সর্বত্র চর্চা হয় ‘স্মার্ট দিদি’ নন্দিনীকে (Nandini Didi) নিয়ে। আসল নাম মমতা গঙ্গোপাধ্যায়। তবে নেটিজেনদের কাছে তাঁর পরিচিতি ‘স্মার্ট দিদি’ (Smart Didi) অথবা ‘নন্দিনী দিদি’ নামেই বেশি। ভাইরাল হওয়ার পর থেকে তাঁর ডালহৌসির হোটেলের সামনে সর্বদা লেগে থাকে ভিড়। সুদূর বাংলাদেশ থেকেও অনেকে আসেন নন্দিনী দিদির দোকানের খাবার খেতে।

তবে ভাইরাল (Viral) হয়ে নন্দিনীর যেমন ভাগ্য খুলেছে, তেমনই প্রচুর ট্রোলও হতে হয় তাঁকে। ‘স্মার্ট দিদি’র হোটেলের সামনে প্রায় রোজ হাজির হন কোনও না কোনও ইউটিউবার। রেকর্ড হয় নন্দিনীর জীবনের নিত্যনৈমিত্তিক নানান ঘটনা। অতীতে বহুবার সেসব ভিডিওর সৌজন্যে বিতর্কে জড়িয়েছেন তিনি। কখনও দেখা গিয়েছে, নিজের বাবার ওপর চটে গিয়েছে ‘স্মার্ট দিদি’, কখনও আবার পথচলতি পথচারীর ওপর মেজাজ দেখাতে দেখা গিয়েছে তাঁকে।

   

Viral Nandini Didi shares her new hotel will open in November

এবার এসব নিয়েই তাঁকে খোঁচা দিলেন ভাইরাল মিষ্টি দিদি (Mishti Didi)। নন্দিনীর জনপ্রিয়তায় ভাগ বসাতে সম্প্রতি কোমর বেঁধে ময়দানে নেমেছেন দুই বোন। তাঁরাও পাইস হোটেল চালান। ‘স্মার্ট দিদি’কে নিয়ে প্রশ্ন করা হতেই মিষ্টি দিদি একবার বলেছিলেন, ‘কে নন্দিনী দিদি? তাঁকে আমরা চিনি না। ওনাকে বলুন আমাদের আশি টাকার মাংস ভাত যেন খেয়ে যায়’।

আরও পড়ুনঃ টলিউডের জন্য ফিরিয়েছেন বলিউডের অফার, বাংলা ছবিকে জাতীয় স্তরে নিয়ে যাব, স্পষ্ট জানালেন জিৎ

নন্দিনী দিদির হোটেলে যে পাঁঠার মাংসের থালির মূল্য ২২০ টাকা দাম, সেটা মিষ্টি দিদিরা বিক্রি করেন মাত্র ৮০ টাকায়। এখনকার মূল্যবৃদ্ধির বাজারে এটা কীভাবে সম্ভব? জবাবে বলেছিলেন, ‘লাভ-ক্ষতি অত জানি না। দিদি সব দেখে। দিদি বলেছে, লাভ-ক্ষতি অত ভাবতে না। যে দামে পারবি, মানুষকে সেই দামেই খাওয়াবি’।

আরও পড়ুনঃ আর দেরি নেই, কবে আসছে শুভশ্রীর দ্বিতীয় সন্তান? নেটপাড়ায় ‘সুখবর’ জানালেন দিদি দেবশ্রী

Viral Mishti Didi challenges Nandini Didi

তিনি আরও বলেন, নন্দিনী দিদি সদ্য হোটেল খুলেছেন। তবে তাঁরা দুই বোন প্রায় ২০ বছর ধরে এই ব্যবসায় আছেন। মিষ্টির কথায়, তাঁরা হয়তো পড়াশোনা করেননি। কিন্তু মানুষকে কীভাবে সম্মান করতে হয় তা জানা আছে। তাই তাঁদের দোকানে খেতে আসলে মারপিটের কোনও সম্ভাবনা নেই।

প্রসঙ্গত, ভাইরাল নন্দিনী দিদি ফ্যাশান ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন। বেঙ্গালুরুর একটি হোটেলে চাকরি করতেন তিনি। তবে কোভিডের সময় সেসব ছেড়ে কলকাতায় ফিরে আসেন। মা-বাবার পাশে দাঁড়াতে ডালহৌসির পাইস হোটেলের দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। বাকিটা তো সকলেরই জানা।