• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর দেরি নেই, কবে আসছে শুভশ্রীর দ্বিতীয় সন্তান? নেটপাড়ায় ‘সুখবর’ জানালেন দিদি দেবশ্রী

রাজ-শুভশ্রীর (Raj-Subhashree) পরিবারে এখন খুশির হাওয়া বইছে। হাতেগোনা কয়েক দিনের অপেক্ষা শেষেই দ্বিতীয়বার মা হবেন অভিনেত্রী। চক্রবর্তী এবং গঙ্গোপাধ্যায় দুই পরিবারের সদস্যরাই এখন খুদে অতিথি আসার অপেক্ষায় দিন গুনছেন। শুভশ্রীর (Subhashree Ganguly) ডেলিভারি কবে? অনুরাগীদের মনেও ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন।

উত্তেজনার এই আবহে জনপ্রিয় এক সংবাদমাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় শুভশ্রীর দিদি তথা অভিনেত্রী দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের (Deboshree Ganguly) সঙ্গে। হবু মাসি জানান, ‘বাড়িতে এখন শুধু প্রহর গোনা চলছে’। খুদে সদস্যকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রত্যেকে।

   

Subhashree Ganguly and Deboshree Ganguly

দেবশ্রীর ওঠায়, ‘সময় একেবারে আসন্ন। শুভশ্রীর এখন ৯ মাস চলছে। পুচকুর জন্য আমরা ভীষণভাবে অপেক্ষা করে আছি। মনে হচ্ছে ওকে কখন দেখবো, কখন কোলে নেব’। শুভশ্রীর বর্ধমানের বাড়িতেও এখন সাজো সাজো রব। শুভশ্রীর দিদি বলেন, তাঁর মা ফোন করে খোঁজখবর নিচ্ছেন। পুঁচকে অতিথির জন্য ইতিমধ্যেই বেশ কিছু নতুন জিনিসপত্র কিনে রেখেছেন তাঁর দিদিমা। সকলেই এখন তাকে দেখার জন্য অপেক্ষা করছেন। তবে এত আনন্দ-উত্তেজনার মাঝেও দেবশ্রীর একটাই প্রার্থনা, সবটা যেন সুস্থভাবে হয়।

আরও পড়ুনঃ সিনিয়রদের সম্মান করে না! এযুগের অভিনেতাদের মধ্যে নিষ্ঠার অভাব নিয়ে বিস্ফোরক শুভাশিস মুখোপাধ্যায়

এদিকে আবার ডিসেম্বর মাসেই শহর কলকাতায় বসবে ফিল্ম ফেস্টিভ্যালের আসর। তবে সেই চলচ্চিত্র উৎসবের থেকে বেশি নতুন অতিথি আসার উৎসব নিয়ে বেশি উত্তেজিত ‘রাজশ্রী’র পরিবারের সদস্যরা। দেবশ্রী বলেন, ‘ফিল্ম ফেস্টিভ্যাল প্রত্যেক বছর হলেও, এই উৎসব তো আর প্রত্যেক বছর হয় না!’

Subhashree Ganguly, Subhashree Ganguly baby shower

আরও পড়ুনঃ দীপার জীবনে দ্বিতীয় পুরুষ, ফিরিয়েছে সোনা-রূপা! দুর্ঘটনার কবলে সূর্য, ফাঁস আজকের তুলকালাম পর্ব

প্রসঙ্গত, ২০২০ সালে রাজ (Raj Chakraborty) ও শুভশ্রীর প্রথম সন্তান ইউভানের জন্ম। ছেলের ৩ বছরের মাথায় দ্বিতীয় সন্তান আসার সুখবর দেন তারকা দম্পতি। ‘রাজশ্রী’ জানিয়েছিলেন, বরাবর দুই সন্তান নিতে চাইতেন তাঁরা। ঠিক করেছিলেন, দু’জনের মধ্যে বয়সের ফারাক হবে ৩ বছরের। পরিকল্পনা অনুযায়ী সেই পথেই হেঁটেছেন টলিপাড়ার এই সেলেব কাপল।

ছোট ভাই বা বোনকে নিয়ে বেজায় উত্তেজিত ইউভানও। শুভশ্রী নিজে এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর প্রচুর খেয়াল রাখছে ছেলে। এইটুকু বয়স হলেও সে বুঝতে পারছে মা নীচু হয়ে বল তুলতে পারবে না। স্ত্রীয়ের যত্নে কোনও ত্রুটি রাখছেন না রাজও।